Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -২


ভাবতে থাকেন, ভাবতে থাকেন।ম্যাম আরেকটা পার্সোনাল কোশ্চেন করতে পারি?
হ্যাঁ করো।
আপনার ফ্যামিলিতে কে কে আছে?
মা-বাবা, এক ভাই আর এক বোন।
ভাই বোন কি আপনার ছোট?
হ্যাঁ।
ওয়াও! খুব ভালো লাগলো। আপনার সাথে বিয়ে হলে শালা-শালি দুটোই পাবো।
আরে রাখো তোমার বিয়ে।
.
কেন ম্যাম আপনি আমাকে বিয়ে করতে পারবেন না?
কিভাবে পারবো তুমি যে আমার থেকে ছোট, তাও আবার ৬ বছরে ছোট।
তোমাকে বিয়ে করলে লোকজন কী বলবে?
ম্যাম,বয়সে বড় মহিলাকে বিয়ে করা সুন্নত।
আর বিয়ে করলে আমরা করবো, 
সংসার করলে আমরা করবো তাতে লোকজনের সমস্যা কী?.
আর তারা যা খুশি বলুক না কেন তাতে আমাদের কী?
আমরা তো সমাজে বসবাস করি। এখানে একটা নির্দিষ্ট সংস্কৃতি রয়েছে।
কথা-বার্তা, আচার -আচরন, পারিবারিক জীবন, সামাজিক জীবন,
বিয়ে-শাদী সবকিছুই একটা নির্দিষ্ট নিয়ম কানুনের অধিনে করতে হয়।
তা ঠিক আছে তবে আমি এরকম অনেক দেখেছি যে, শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করেছে,
বৃদ্ধ বয়সী চাচারা 15 থেকে 18 বছরের মেয়েদের বিয়ে করতে পারে,
তাহলে শিক্ষিকা কেন ছাত্রকে বিয়ে করতে পারবে না?
.
বেশি বয়সের মেয়েরা কেন কম বয়সী ছেলেদের বিয়ে করতে পারবে না?
দেখো তুমি আমার ছাএ।তোমার সাথে সব বিষয়ে কথা বলা সম্ভব না।
এখন আপনি আমাকে ছাত্র হিসেবে না ভাবলে পারেন না?
দয়াকরে বিয়ের পাত্র হিসেবে ভাবেন তাহলে সব বিষয়ে কথা বলতে পারবেন।
আচ্ছা ভাববো, তবে এখন না, অন্য এক সময়।
ধন্যবাদ, ময়না আপু।
ময়না আপু মানে?
আপনাকে তো এখনো পটাতে পারেনি, পটাতে পারলে ময়না পাখি বলে ডাকবো আর কি। 
আর এখন ময়না আপ ডাকবো।
হাহা তুমি তো রোমান্টিকও বটে।
কথাটি অনেকেই বলে।
খুব ভালো। তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু রোমান্টিকতা অনেক পছন্দ করি।
ম্যাম, আমি কিন্তু অনেক রোমান্স করতে পারি শুধু একবার পটে দেখেন।
তাই বুঝি? আচ্ছা তুমি গান গাইতে পারো?
পারিনা তবে ওয়াসরুমে গেলে মারাত্মক গায়ক হয়ে যাই।
হাহা।
আর আপনি যেহেতু গানের কথা বললেন তাই একটা গান শুরু করি...
"আয়নাতে ওই মুখ দেখবে যখন
.
কপোলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
বাহ!ভালো গাচ্ছো।
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
সেই হচ্ছে।
.
.জানিনা এখন তুমি কার কথা ভাবছ
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছ
তুমি কি তারে ভালবাসবে (না!)
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।
আয়নাতে ওই মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
বাহ!বাহ! বাহ!রোমান্টিক গান। অনেক ভালো গাইছো।
হাততালি তো দিলেন না?
আরে মনে মনে দিছি।
ওকে মনে মনে ধন্যবাদ দিলাম।
তো ম্যাম খুদা লাগছে কিছু খাওয়াবেন কি?
.
বল কী খাবে?
ফুচকা আর চটপটি।
চলো তাহলে।
ফুচকার দোকানে চলে আসলাম ফুচকা দিতে লেট হচ্ছে
এই সুযোগে ম্যামের সাথে আবারো গল্প শুরু করলাম।
ম্যাম, আপনি মুভি দেখেন?
হ্যাঁ, দেখি।
.
কোন ধরনের মুভি দেখেন?
রোমান্টিক মুভি দেখি।
যাক ভালো।আমিও রোমান্টিক নাটক মুভি দেখি।
তো ম্যাম,শিক্ষা জীবনে প্রেম করতে ইচ্ছা হয়নি?
অল্প অল্প ইচ্ছে ছিলো তবে প্রেম করা হয়নি।
প্রপোজ তো মনে হয় অনক পেয়েছেন, আপনি দেখতে যেমন কিউট তেমনি মেধাবী।
আরে না,৪-৫ পা পেয়েছি। রাগি ছিলাম তো।
অনেকেই পিছে পিছে ঘুরতো, বলতে সাহস পায় নি।
আপনার কাউকে ভালো লাগে নি?
একজনকে ভালো লাগছিলো।
তারপর?
কিছু দিন পর জানতে পারি উনি বিবাহিত।
আহা! কী কষ্ট। তারপর আর কাউকে ভালো লাগে নি?
না।
আপনি কোন ধরনের ছেলে পছন্দ করেন?
রোমান্টিক আর রসিক ছেলে ভালো লাগে।
যাক, তাহলে এক্ষেত্রে আমাকে বিবেচনায় নিতে পারেন।
ম্যাম একটা ছোট রিকুয়েষ্ট করতে পারি?
হ্যাঁ করো।
.
চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com