Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -৫



আমি তো পুরাই অবাক। মেঘ না চাইতে জল।

ম্যাম আমাকে ফোন করেছে।

ম্যাম ও কি আমাকে মিস করতেছে?

নাকি কোন দরকারে ফোন দিয়েছে?

নাকি ভালোবাসি টু বলার জন্য ফোন দিয়েছে?



হ্যালো আবিদ, কী খবর? কেমন আছো?

কী করতেছো? বাসার সবাই কেমন আছে?



ও ম্যাম,থামেন একসাথে আর কত কোশ্চেন করবেন?

আরো কোশ্চেন থাকলে পরে করেন আগে এগুলোর উত্তর দিয়ে নেই।



আচ্ছা, আচ্ছা।



কয়টার খবর বলবো?

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?

পড়তেছিলাম আর আপনাকে ভাবতেছিলাম। আপনি কী করতেছেন?

আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে?



তুমি আমাকে একই কোশ্চেন করলে।



তো কী হইছে?

.



আমাকে কপি করলে তাই উত্তর দিব না।



ও তাই?



তাহলে এবার বলেন, গত সোমবার কেমন আছিলেন?

গত বুধবার রাত নটার সময় কী করতেছিলেন? আগামী বছরে এসময় কোথায় থাকবেন?



হায়রে কোশ্চেন!



কেন অদ্ভুত কিছু বললাম কি?



অবশ্যই। এরকম কোশ্চেন প্রথম শুনলাম।



আরে ম্যাম আমি এমন অনেক কিছুই বলবো যা আপনি ইতিপূর্বে কখনো শুনেননি।



ওকে বলিও শুনব নি। আজ তোমার সাথে যে ছবি তুলছিলাম সেগুলি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও।



আচ্ছা ম্যাম।



ওকে আবিদ, ভালো থেকো। বাই।



ও ম্যাম আর একটু কথা বললে হয় না?



এখন না, পরে বলবো নি।



এখন ব্যস্ত নাকি?

.



হ্যাঁ এরকমই।



তো কোন কাজে ব্যস্ত?



সব ব্যস্ততার কথা বলা যায়না।



এটা আবার কেমন ব্যস্ততা?যে বলা যায় না।



আরে আমি এখন এক জায়গায় যাব। সেখান থেকে এসে খাওয়া-দাওয়া করব।



হাই বলে কি!

এত রাতে কোথায় যাবেন?

কার সাথে যাবেন?

কীভাবে যাবেন?

কখন আসবেন?



ওরে আমি বাইরে কোথাও যাবনা, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসব।



ও আচ্ছা এই কথা, এইটাতো আগেই বলতে পারতেন।



আচ্ছা বাই, ভালো থেকো।



ওকে ম্যাম বাই।



ম্যাম এর সাথে কথা শেষে বন্ধু জনি কে ফোন দিলাম।

কিরে জনি ভাই, কী খবর?



আমার মতো সিঙ্গেল মানুষের খবর নিয়ে কী আর করবি? তোর কী খবর সেটা বল।



আরে ব্যাটা ঘটনাতো ঘটে গেছে।



কী ঘটলো? ম্যাম তোকে বিয়ের অফার দিচ্ছে নাকি?



বিয়ের অফার দেয়নি তবে খুব শীঘ্রই দিবে আশা করা যায়।



কি ভেবে আশা করলি রে?

.



আজকের ম্যামের নাম্বার নিয়েছি, সেলফি তুলছি,ম্যামের সাথে অনেক গল্প করেছি,

ম্যামের লাভ স্টোরি শুনেছি।



ম্যাম আবার প্রেম করে নাকি?



আরে না, একজনকে ভালো লাগতো।



সেই ভালো লাগার মানুষটি কি ম্যামকে পাত্তা দেইনি তাইতো?



আরে না।



তাহলে কী?



ম্যাম কিছুদিন পর জানতে পারি উনি বিবাহিত।



হা হা হা হাসাইলি। ম্যাম তবে বিবাহিত ব্যক্তির প্রেমে পড়েছিল।

আরে তুই যে বললি ঘটনা ঘটে গেছে সেটা কী?



ম্যামের কথা ভাবতেছিলাম, ইচ্ছা করছিল ম্যামকে ফোন দেই কিন্তু সাহস হয়ে ওঠেনি।

তারপর হঠাৎ দেখি মামই আমাকে ফোন দিয়েছ।



ফোন দিয়ে কী বলল?



ফোন দিয়ে বলল তার সাথে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে।



আরে বাহ!সেই অবস্থা।ম্যাম হয়তো পিকচার দেখে জাস্টিফাই করবে যে তোমাকে ম্যামের সাথে মানাবে কিনা।



হতে পারে। ছবি তুলার পর ম্যামকে বলেছিলাম যে,

ম্যাম আমাদের দুজনকে দারুন মানিয়েছে।

ম্যাম বলেছিল একটুও সুন্দর হয়নি আর এখন নিজেই সেই ছবি দেখতে চায়।



আবিদ শুন।



হ্যাঁ বল।

.



তোর কথা শুনে মনে হল ম্যাম তোর প্রতি ফিদা হয়ে গেছে।



হয়তো খুব শীঘ্রই কিছু একটা ঘটে যাবে।



আরে ঘটতে তো হবেই। ঘটার জন্যই তো অপেক্ষায় আছি।



থাকো অপেক্ষায়, ভালো থাকবে। কাল দেখা হবে। গুড লাক। আল্লাহ হাফেজ।



ম্যামকে ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠালাম।



কী ব্যাপার আবিদ, ছবি পাঠাতে এত দেরি করলে কেন?



এইতো একটা কাজে ব্যস্ত ছিলাম।

তো ম্যাম খাওয়া-দাওয়া হলো?



হ্যাঁ একটু আগে খাওয়া শেষ করলাম।

তুমি খেয়েছ?



আমি তো অনেকক্ষণ আগে খেয়েছি, আবারও খিদা লেগে গেছে,

কী যে করি?খালি খিদা লাগে।

কী কী খেলেন ম্যাম?



ভাত-তরকারি। তুমি কী দিয়ে খেলে?



হাত দিয়ে খেলাম।



হাহাহা এটা কেমন উত্তর?



ওমনি উত্তর।



আরে আমি বলছি তুমি কী কী খাইলে?



ও ম্যাম আপনি বলছিলেন যে, আমি কি দিয়ে খেয়েছি তাই বলছিলাম যে আমি হাত দিয়ে খেয়েছি।



আচ্ছা ভুল হয়েছিল আমার, এবার বলো।



আমি তো অনেক কিছুই খেয়েছি কোনটা রেখে কোনটা বলবো?



তুমি মানুষটা কেমন জানি, সহজে উত্তর দেওনা শুধু শুধু জিলাপির মত প্যাঁচাও।

তোমার মনে জিলাপির প্যাঁচ।



আরে ম্যাম এমন কথা বলতে পারলেন?

আমার মনে কোন প্যাঁচ নাই। আমি সহজ-সরল, ভদ্র ফানি, রোমান্টিক একটা ছেলে।

আমাকে তো আপনার ভালো লাগেনা। ভালো লাগবে কী করে?

আপনার মনে তো হিংসা ভরা।



আমি কি কখনও বলছি তোমাকে ভালো লাগেনা?



কখনো আমাকে ভালো লাগে এটাও তো বলেননি



ভালো হয়েছে।

.



তারমানে আমাকে আপনার ভালো লাগে।



ভালো লাগতেই পারে, তো কি হইছে?



ওয়াও! ম্যাম আমাকে পছন্দ করে। ভালো লাগা থেকেই প্রেম-ভালোবাসা হবে আর এরপর বিয়ে হবে।

ভাবতেই অবাক লাগে।



তোমার এই ভাবনা হয়তো ভাবনাই থেকে যাবে।



না না মানিনা। ম্যাম আপনাকে কল দিতে পারি?



কোন দরকার?



হ্যাঁ একটু দরকার ছিল।



কী দরকার?



গতকাল ক্লাসে যা পড়াছিলেন সে বিষয়ে একটু কথা বলতাম আর কি।



এই ক্লাসের কথা ক্লাসেই বইলো।



ম্যাম পড়াটা বুঝতে পারছিলাম না আপনি যদি একটু বুঝিয়ে দিতেন।



কালই বুঝিয়ে দিব।ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করিও।



ওকে, ম্যাম। ম্যাম একটা গল্প বলেন তো শুনি।



আমি গল্প পারিনা।



আর না হয় একটা জোক্স বলেন অথবা একটা গান শোনান।



আমি কিছুই পারি না।



এটা কোন কথা, কিছুই পারেন না?



আচ্ছা বাদ দাও। বলো তোমার ঘুরতে কেমন লাগে?



কী বলেন ম্যাম? ভ্রমণ করা আমার প্রিয় হবি।

ক্লাস ফাকি দিয়ে অনেকবার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছি।

একটা মজাদার কাহিনী মনে পড়ে গেল। বলবো?



বলো।

.



একদিন আমরা সাত-আটজন ক্লাসমেট ক্লাস ফাঁকি দিয়ে মৈনট ঘাট(মিনি কক্সবাজার) ঘুরতে গেছিলাম।

যেয়ে অনেক অনেক এনজয় করছিলাম। হঠাৎ শুরু হলো বৃষ্টি।

বৃষ্টিতে একদল পোলাপাইন ফুটবল খেলা শুরু করলো। তাদের সাথে আমরাও যোগ দিলাম।

বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা খারাপ।

যাই হোক বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে শার্ট-প্যান্ট অনেকাংশে শুকিয়ে গেছে।

মা বুঝতে পারেনি আমি বৃষ্টিতে ভিজেছি।

কিন্তু হঠাৎ আমি বলে উঠলাম মা আজকে বৃষ্টিতে ভিজেছি।

অনেকদিন পর বৃষ্টিতে ভিজে ভালোই লাগলো।



কি বলিস বৃষ্টিতে ভিজলি?

ভালো কথা কিন্তু আমাদের এখানে তো বৃষ্টি হয়নি তাহলেই ভিজলী কিভাবে?

বৃষ্টি হয়নি বলো কী?

.



তোরা তার মানে অন্য কোথাও গিয়েছিলি সেখান থেকে ভিজে আসছিস।



কী আর করার! খেলাম ধরা। কোথায় গেছিলাম না বলেতো আর উপায় নেই।



বললাম ক্লাস না করে আজকে মৌনট ঘুরতে গেছিলাম। ব্যাছ শুরু হয়ে গেলো বকাবকি।

কেনো যে বলতে গেলাম বৃষ্টিতে ভিজার কথ।

যাইহোক দিনটা অনেক ভালো কাটছিলো।



হাহা। তবে আমি কখনো এমন করিনি।

মায়ের সাথে অনেক ঘুরছি।আর বিয়ের পর বরের সাথে অনেক অনেক ঘুরবো।



ডোন্ট ওরি ম্যাম, বিয়ের পর আমি আপনাকে অনেক ঘুরাবো।



আবিদ, তাহলে তোমাদের জন্য একটা সুখবর আছে।



কী সেটা ম্যাম?



.

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com