Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -১৫



আমি তো ম্যামের জন্য অধীর অপেক্ষায় আছি।



এই আবিদ শুনছো না কেন?



নীলা আমি একটু সমস্যায় আছি পরে কথা বলি।



ওকে।



দশ মিনিট পর বাস ছাড়ার কথা।



ম্যামকে কল দিলাম। ম্যাম আপনি কোন বাসে আছেন?



এখনো ওঠেনি। তুমি কোন বাসে উঠেছে?



দ্বিতীয় বাসে আছি।



আমি তাহলে তোমার বাসে উঠতেছি।



কিছুক্ষণ পর ম্যাম আমাদের বাসে উঠলো। সামনের সিটে বসলো।



এদিকে নীলা কথা বলার জন্য বারবার দেখি ডাকতাছে। হ্যালো আবিদ কি খবর? কেমন আছো?



আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি খবর?



আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



নীলার সাথে কথা বলতেছি। হঠাৎ ম্যাম কল দিলো।

কী ব্যাপার আবিদ তোমাকে কিন্তু নীলার সাথে কথা বলতে নিষেধ করেছিলাম।



হ্যাঁ, ম্যাম মনে আছে আমার সেই কথা।



তাহলে এবার কথা বলা বাদ দাও।



ওকে।



বাই।



বাই ম্যাম।



নীলা আমার না খুব ক্লান্ত লাগতাছে, আমি একটু রেস্ট নিব গাড়ি থামলে আমাকে ডাক দিও।



আচ্ছা।



প্রায় দুই ঘণ্টা পর গাড়ি থামল। নীলার ডাকে উঠলাম। এদিকে ম্যাম গাড়ি থেকে নেমে গেছে। এখন গাড়িতে আমি আর নীলাই আছি।

.



নীলা জলদি গাড়ি থেকে নামো, কেউ দেখলে উল্টাপাল্টা কিছু মনে করবে।



মনে কররে করুক তাতে আমার কোনো সমস্যা নেই।



তোমার সমস্যা না হলেও আমার সমস্যা আছে। চলো গাড়ি থেকে নামি।



আবিদ তোমাকে কিছু জরুরী কথা বলার আছে।



আগে গাড়ি থেকে নামো তারপরে বলিও।



গাড়ি থেকে নামতে নীলা বললো,

আবিদ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।



সরি নীলা, আমি তোমাকে ভালবাসতে পারব না।



কেন তুমি আমাকে ভালবাসতে পারবে না?



প্রবলেম আছে।



কি প্রবলেম?



কারণ আমিও একজনকে ভালোবাসি।



তুমি মিথ্যা বলছো।



আরে না, সত্যি বলছি।



আমি একজনকে খুব ভালবাসি। খুব শীঘ্রই আমরা বিয়ে করতেছি।

আর সেই মানুষটাই তোমার সাথে আমাকে কথা বলতে নিষেধ করেছিল।



নীলা তুমি আমার থেকে অনেক ভালো কাউকে পাবে, আমার সাথে আর কথা বলবে না। আমার উনি দেখলে আমাদের সমস্যা হবে।



ওকে, আবিদ তুমি ভালো থেকো। আশা করি খুব শীঘ্রই তোমাদের বিয়ে হবে।

আচ্ছা আবিদ ভাবির নাম কি?



নামটা নাহয় নাই বলি, উনার অনুমতি নিয়ে একসময় বলবো নি।



আচ্ছা তোমার উনিটা অনেক ভাগ্যবতী যে তোমার মত একজনকে পেয়েছে।

তোমার বিয়েতে দাওয়াত দিয়ে তোমাদের একটা উপহার দেবার সুযোগ করে দিও।



আচ্ছা বাই।

.



ম্যামকে কল দিলাম। হ্যালো ম্যাম আপনি কই?



আমার কথা বাদ দেও তুমি আবারও নীলার সাথে কথা বললে কেন?



ম্যাম এখন আমি নীলাকে বুঝিয়ে বলছি যে আমার একজন আছে,

যে তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে।



এই কথা বলতে এতক্ষণ সময় লাগে আমি বুঝিনা কিছু?



ম্যাম কোথায় আছেন বলেন তারপর আমি ব্যাপারটা বুঝিয়ে বলতেছি।



আচ্ছা, তোমার সামনের লিচু গাছের দিকে তাকাও তাহলেই আমাকে দেখতে পাবে।



হ্যাঁ, ম্যাম আপনাকে দেখছি।



আচ্ছা আসো।



ম্যাম সমস্যা হল কি, নীলা আজকে আমাকে প্রপোজ করেছিলো।

তারপরে বললাম যে, সরি নীলা

আমি তোমাকে গ্রহণ করতে পারব না। আমি একজনকে ভালোবাসি। খুব শীঘ্রই আমরা বিয়ে করতেছি।



এই কথা বলতে বুঝি এতক্ষণ সময় লাগে?



আরে ম্যাম রাগ করেন কেন?

নিলা আরও বলল যে আমাদের বিয়েতে যেন দাওয়াত দেই। আমাদের একটা উপহার দিবে, তারপর আমাদের জন্য দোয়া করলো।

.



আবিদ শুনো তুমি অনেকদিন হলো আমার পিছু নিয়েছো।

তোমার আচার-আচরণ সত্যিই আমাকে মুগ্ধ করেছে।

তোমাকে ভালোবাসা যায়, তোমার সাথে প্রেম করা যায়, তোমাকে বিয়ে করা যায়।



ম্যাম আপনার কথা আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি কি ঠিক আছেন তো?

আপনার কিছু হয়নিতো আবার?



আরে আমি তো ঠিক আছি। আর সত্যি কথাই বলছি। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে?



অবশ্যই বিয়ে করতে পারব। আপনাকে ছাড়া আর কাউকে বিয়ের কথা ভাবতেও পারিনা।



কবে বিয়ে করতে পারবে?



আপনি চাইলে আজই বিয়ে করতে পারব।



এখন তো সম্ভব না।

তুমি তোমার বাসায় বিয়ের কথা বলো আর আমিও আমার বাসায় বিয়ের ব্যাপারে কথা বলি।

তারপর তারাই আমাদের বিয়ের আয়োজন করবে।



এক সপ্তাহ পরে কথা।

পরিবারের সিদ্ধান্ত মতে আমাদের বিয়ে হলো।

প্রথমে তারা রাজি না হলেও আমাদের কথা বিবেচনা করেই বিয়ে দিতে রাজি হইছে।



এখন কথা বাড়িয়ে লাভ নাই। ম্যাম আমার জন্য বাসরঘরে অপেক্ষা করতেছে।

দরজা খুলে ম্যামকে থুক্কু আমার বউকে সালাম দিলাম।

ম্যাম আসসালামু আলাইকুম।

.



ওয়ালাইকুম আসসালাম। এখন আর ম্যাম বলতে হবে না।বউ বলেই ডাকবে।



ওরে আমার বউটা, আমি কি আপনাকে তুমি করে ডাকতে পারি?



তোমার বউকে তুমি কি বলে ডাকবে এটা তোমার নিজের ইচ্ছা।

এতে তোমাকে অনুমতি নিতে হবে না।



ওগো আমার ময়না পাখি বউটা তোমার কথা শুনে আমার মন প্রাণ যেন জুড়িয়ে গেল।

কখনো ভাবিনি তোমাকে এত সহজেই পেয়ে যাব।



এসব কথা পরে বলো,আগে আমার ঘুমটা সরিয়ে বলো আমাকে কেমন লাগছে।



ওকে ওকে, ঘোমটা সরিয়ে বললাম বউটাকে ভীষণ সুন্দর লাগছে। দেখতে হবে না বউটা কার?



দেখাদেখির দরকার নাই। চলো আমরা আমাদের বাসর ঘরের মূল কাজ শুরু করি। হ্যাঁ চলেন।




(সমাপ্ত)

No comments

info.kroyhouse24@gmail.com