Breaking News

সুন্দর ব্যবহার মানুষকে আরও সুন্দর করে তোলে


কিছুদিন আগে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় রংপুরের একটা বাসে উঠেছিলাম।
আমার পাশের সিটে বৃদ্ধা এক মহিলা। দীর্ঘদিন ধরে তিনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন।
একমাত্র সন্তান চট্টগ্রাম কাস্টমসে চাকরি করে তাই সেখানেই বেড়াতে এসেছিলেন।
আমি ঢাকার কোনো বাস সেই মুহূর্তে পাইনি।
কিন্তু পরিচিত কাউন্টার তাই সে বললো, " ভাই রংপুরে একটা বাস যাচ্ছে আপনি সেই বাসে চলে যান।
বাস উত্তরা বিমানবন্দর থেকে যাবে তাই আপনি উত্তরা নামতে পারবেন। "
যাইহোক!
কুমিল্লা পার হয়ে দীর্ঘ জ্যামে আটকা পড়ে গেছি।
হোটেল ময়নামতি থেকে যাত্রা বিরতি করার পরে বাস কিছুদূর গিয়ে জ্যামে পরে।

তিন ঘন্টা সময় নিয়ে আমরা দাউদকান্দি ব্রিজ টোল পার হলাম।
নারায়ণগঞ্জের চিটাগং রোড পার হবার পরে হুট করে বাসটা কেঁপে ওঠে। হয়তো রাস্তা খানিকটা ভাঙা ছিল তাই একটু ঝাঁকি লেগেছে৷
পিছনে যারা বসে ছিল তাদের মধ্য থেকে ৪/৫ জন যাত্রী বিভিন্ন খারাপ কথা বলে চিৎকার দিয়ে
ড্রাইভারকে গালাগাল করতে লাগলো।
সম্পুর্ণ রাস্তা ঠিকমতো চলে আসার পরও সামান্য একটা ঝাঁকিতে সবাই এতগুলো গালি দিল।
ড্রাইভার সাহেব কোনো প্রতিবাদ না করে আপনমনে বাস নিয়ে এগিয়ে চলছে।
আমার মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম বাস থেকে নামার সময় কিছু কথা এদের বলে যাবো৷
সবারই ভুল ত্রুটি হয়, তাই বলে খারাপ ভাষায় কথা বলে সমাধান করা যায় না।
বিমানবন্দর পার হয়ে এসেছি।
আমি সিট থেকে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা ঘাড়ে নিয়ে নিলাম।
তারপর পিছনে তাকিয়ে দেখি সবার সঙ্গে একজন বৃদ্ধ মানুষও বসে আছে।
আমি বললাম,
- আঙ্কেল আমি নেমে যাচ্ছি, আপনি সামনে এসে বসুন। ধাক্কা কম লাগবে।
এরপর বললাম,
- চিটাগং রোডে মাত্র একবার গাড়িটা ধাক্কা লেগে গেছে বলে যারা গালাগালি করেছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন।

আমাদের এই দীর্ঘ ১০ ঘন্টার ভ্রমণের মধ্যে কিন্তু ড্রাইভার সাহেবের ওই একবারই ভুল হয়েছে। 
জানি পিছনে বসে হঠাৎ ধাক্কা খেয়ে রাগ হয়ে যায়, এটা স্বাভাবিক। 
কিন্তু আপনি যদি গালাগাল না করে সুন্দর করে বলতেন তাহলেও হতো। 
আপনারা সবাই এতগুলো গালি দিয়েছেন তবুও ড্রাইভার প্রতিবাদ করেনি। 
কারণ তার নিজের দায়িত্ব হচ্ছে আমাদের সবাইকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। 
তিনি তার দায়িত্ব সুন্দর করেই পালন করছেন। 
দায়িত্ব পালন করতে গেলে কিছু ভুল হবে, কারণ আমরা ভুল করি।.

আপনারা এতগুলো মানুষ গালি দিয়েছেন এতে করে এই মানুষটা মনে মনে ঠিকই কষ্ট পেয়েছে।
হয়তো নিজের মা'কে ছোট্ট ভুলের কারণে অন্য মানুষের মুখে গালি দিতে শুনতে হয়েছে।
কিন্তু বিশ্বাস করেন, 
আপনার মাকে যদি এভাবে কেউ গালি দেয় তখন আপনি শান্ত থাকতে পারবেন না কোনদিন।
যেহেতু এটা রংপুরের বাস তাই আপনারা সবাই হয়তো রংপুরের মানুষ।
দু একজন আলাদা জেলা হতে পারে তবে রংপুরেরই বেশি। আমার বাসা খুলনা বিভাগে।
সকলের কাছে অনুরোধ রইল, 
বাস থেকে নামার সময় ড্রাইভার সাহেবের কাছে স্যরি বলে বিদায়নিবেন।
একবার ভেবে দেখবেন, এই ড্রাইভারের সাথে আপনার আর কোনদিন দেখা না ও হতে পারে।
এই যে আমি সাজু, আমার সঙ্গে আপনাদের আর কারো কোনদিন দেখা হবার সম্ভাবনা নেই। 
আর দেখা হলেও কেউ কাউকে চিনতে পারবো না। 
সুতরাং ক্ষুদ্র এই জীবনে ছোট্ট কারণে কাউকে আঘাত না করে সুন্দর করে তাকে বুঝিয়ে বলেন।
আমার কথায় কষ্ট নিবেন না।
আসসালামু আলাইকুম।

সামনে গিয়ে রাজলক্ষ্মী স্ট্যান্ডে গাড়ি থামাতে বললাম। 
বাস থামার পরে আমি নেমে যাবার সময় ড্রাইভারের হাতে হাত মিলিয়ে বললাম,
" জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থাকবেন। "
বাস থেকে নেমে হাঁটতে লাগলাম। নিস্তব্ধ রাতে চারিদিকে তাকিয়ে শুধু ভাবছি।
বহুদিন আগে এক ড্রাইভারের সাথে চা খেতে খেতে কথা হয়েছিল। 
তার একটা কথা আজও মনে আছে,
" সাজু ভাই, প্রতিদিন অসংখ্য মানুষ আমার মা-বোনকে গালি দেয়। 
তুচ্ছ কারণেও মানুষ গালি দেয়।
আজকাল তাই আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে ইচ্ছে করে না।
ধরেই নিয়েছি যে আমাদের সঙ্গে মানুষ এভাবেই ব্যবহার করে। "

No comments

info.kroyhouse24@gmail.com