Breaking News

বন্ধুত্ব

 

তুই হ একটা পাহাড়

আমি না হয় হব তার গভীরতা।
তোর বুকে যত লুকায়িত কথা
সব থাকবে জুড়ে আমার আমির নীরবতা।
তুই হ সাঁঝের বাতি
আমি না হয় হব গুটগুটে অন্ধকার।
তোর হোক আলোর পথটা
তাতেই ভালো থাকা যে আমার।।
তুই হ তমসা
আমি না হয় হব অমানিশা।
তুই হ জীবন
আমি না হয় হব আশা।।
তুই হ স্বপন
আমি না হয় হব চির-নীরবতার নিদ্রা।
তুই হ সাফল্যের বক্তা
আমি না হয় হব শ্রোতা।।
তুই হ আকাশ
আমি না হয় হব আকাশের মেঘ।
তুই হ তারা
আমি না হয় হব চলার অমোঘ।।
তুই হ হিরণ্য
আমি না হয় হব পাখি।
তুই যদি কাঁদিস
আমি নিশ্চয়ই হব আখি।।
তুই হ স্কুল পড়ুয়া
ছেলেবেলার ছুটির দিন।
আমি না হয় হব বাদামভাজা
করবো ভালোবাসায় ঋণ।।
তুই হ শুরু
আমি না হয় হব শেষ।
সারাজীবন রয়ে যাবে জানিস
বন্ধুত্বের এই রেশ।।

No comments

info.kroyhouse24@gmail.com