Breaking News

জুনিয়র হাজবেন্ড । পর্ব - ০৯



রাহাত:সত্যি করে বলুন তো কে আপনি,(নিঝুমের হাত ধরে বলল)
নিঝুম: আমি আবার কে হবো,,, আমিতো নিঝুম,,,,,,(হাতটা ছাড়িয়ে নিয়ে বললো,,,)
রাহাত: আমার আপনাকে,,, কেন জানি বার বার অন্য কেউ মনে হচ্ছে,,,,,,
নিঝুম: কি বলেন এসব,,,, আমি অন্য কেউ হতে যাবো কেনো,,,,,, চলেন তো ওইদিকে বসি,,,,
রাহাত: হুম,,,,,
দুজন গিয়ে রাস্তার ধারে,,,,বসলো,,,,,,
নিঝুম: আচ্ছা আগে আপনি এখানে এসেছেন,,,,,, কোনদিন
রাহাত: হুম অনেকবার এসেছি,,,,,,, বলতে পারেন,,,, পাঁচ বছর আগে প্রতিদিনই আসতাম এখানে,,,,,
নিঝুম: পাঁচ বছর আগে কেন,,,,, বুঝলাম না,,,,
রাহাত: সে অনেক কথা,,, বাদ দেন,,,, আপনি এখানে কবে থেকে আসতেন,,,,
নিঝুম: আমি এমনি আসতাম,,,,, ভালো লাগতো এখানে,,,,,, জায়গাটা কত শান্ত স্তব্ধ,,,, কোন কোলাহল নেই,,,,, শহরে রকম জায়গা তো পাওয়াই যায় না,,,,,,,
রাহাত: হুম ভালো,,,,,
কিছুক্ষণ দুইজন চুপ করে থাকলো,,,,,,,
কোন কথাই নেই দুজনের মধ্যে,,,,
একটু পর,,,
নিঝুম: কি হয়েছিল পাচ বছর আগে আপনার সাথে,,,,,,
রাহাত: অনেক কিছু,,,,, আমার জীবনটা পুরো পাল্টে গেছে,,,, একজনকে অনেক ভালবাসতাম,,,, এখনো বাসি অনেক,,,,, তার আশায় তো বসে আছি এখনো,,,,,,,
নিঝুম: তারমানে পাঁচ বছর আগে একজনকে ভালবাসতেন,,,,, এখন আর সে নেই,,,,,,
রাহাত: হুম,,,,,
নিঝুম: ব্রেকাপ কিভাবে হয়েছিল আপনাদের,,,,,, আর কেনইবা করছিলেন,,,, এতই যখন ভালবাসতেন,,,,,
রাহাত: আমাদের ভালোবাসাটা শেষ হয়নি তো,,,, শুধু ক্ষণিকের জন্য থেমে আছে,,,,,, আমার এখনো বিশ্বাস আছে,,,, মিথিলা ফিরে আসবে আমার জিবনে,,,,,,
নিঝুম: মেয়েটার নাম মিথিলা ছিল,,,,
রাহাত: হুম,,,,,
.
নিঝুম: মিথিলা আপনাকে ছেড়ে চলে গেছিলো কেন,,,, কি হয়েছিল আপনাদের মাঝে,,,,
রাহাত: কিছুই না,,,,, হয়তো আমার ভালোবাসার কমতি ছিল,,,,, বিয়ের রাতে মিথিলা চলে গেছিলো,,,,, একটা চিরকুট রেখে গিয়েছিল শুধু,,,,,,
নিঝুম: 😱😱😱😱 বিয়ের রাতে মানে,,,, বুঝলাম না,,,,,,
রাহাত: আমার আর মিথিলার বিয়ে হয়ে গেছিল,,,,,,,, বাসর ঘরে গিয়ে দেখি,,,, মিথিলা নেই,,, শুধু পড়ে আছে একটা চিরকুট,,,,,, এখনো সেই রাতের কথা মনে পড়লে,,,, আমার শরীরটা ঠান্ডা যায়,,,,,,
নিঝুম: কি লেখা ছিল সেই চিরকুটে,,,,,,,
আমাকে একটু দেখাতে পারবেন,,,,,,
রাহাত: হুম,,,,, দাড়ান,,,, বের করি আমি ,,,, মানিব্যাগেই আছে,,,,,,
রাহাদ চিরকুট টা বের করে,,,,, নিঝুম হাতে দেয়,,,,,,
নিঝুম খুলে পড়তে লাগে,,,,,
চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে,,,,, জানিনা তুমি তখন কি অবস্থায় থাকবে,,,, তবে যেভাবেই থাকো,,,, এটা ভেবে নিও,,,, আমি সত্যি পালিয়ে এসেছি,,,, তোমার জীবন থেকে,,,, আমাকে যদি একটুও ভালবেসে থাকো,,,,, তাহলে,,,, অপেক্ষায় থেকো,,,,, যদি কোনদিন ফিরে আসি,,,,,, তবে অপেক্ষা টা যেন বড় করো না,,,,
ক্ষমা করে দিও,,,,,
.
নিঝুম: 😀😀😀😀😀 হাসি পাচ্ছে আমার,,,,,
রাহাত: কেন,,,, আপনার কি বিশ্বাস হচ্ছে না,,,
নিঝুম: বিশ্বাস হচ্ছে,,,, কিন্তু এটা কেমন হয়ে গেলো না,,,,,, মেয়েটা হঠাৎই আপনার জীবন থেকে চলে গেল,, কোন কারন ছাড়াই,,,,,
রাহাত: চলে যায়নি ফিরে আসবে আবার আমার জীবনে,,,,,,
নিঝুম: কবে আপনি মারা যাওয়ার পর,,,, পাঁচ বছর অপেক্ষা করছেন,,,, আর কত করবেন,,,, এমনও তো হতে পারে,,,, আপনার মিথিলার আর হয়তো বেচেই নাই,,,, অথবা অন্য কারো সাথে সুখে সংসার করতেছে,,,,,
রাহাত: শুনুন,,,, না জেনে কিছু বলবেন না,,,,, মিথিলা ওরকম না,,,, আমাকে অনেক ভালোবাসে ও,,,,,,
নিঝুম: সেটা তো দেখতেই পেলাম,,,,,,,, ভালবাসলে কেউ বাসর রাতে পালিয়ে যেতো না,,,,, আমি বুঝতেছিনা,,,,, কেন আপনি তার জন্য অপেক্ষা করতেছেন,,,, নিজের জীবনটা এভাবে শেষ করতেছেন,,,,,
রাহাত: বেশি বেশি বলতেছেন কিন্তু এবার,,,,, আপনার সাহস কি করে হয়,,,, এসব কথা বলার,,,, এতক্ষণ চুপ করে ছিলাম বলে যা তাই বলছেন,,,, আর না,,,,, আমি আপনাকে বিয়ে করবো না এটাই ফাইনাল,,,, আমি নিজেই গিয়ে বাড়িতে বলে দিব আজকে,,,,,
নিঝুম: রেগে যাচ্ছেন কেন,,, আমি ওইভাবে বলিনি,,,,,,, আর বিয়ে করতে হবে না আমাকে,,,,, এখন চলুন,,,,
রাহাত: আবার কোথায়,,,,,
নিঝুম: চলেন,,,, আরেক জায়গায় যাবো,,,, কিছুক্ষণ আগে বললেন না কে আমি,,,,,, এখন চলেন,,,, গেলেই সব বুঝতে পারবেন,,,,
রাহাত: হুম চলেন,,,,
নিঝুম আবার গাড়ি চালিয়ে একটা হাসপাতালের সামনে এসে দাড় করালো,,,,,, রাহাত তো হসপিটাল দেখেই ভয় পেয়ে গেছে,,,,,
.
রাহাত: 😱😱😱এখানে কেন আনলেন,,, এটাতো একটা হসপিটাল,,
নিঝুম: হুম হসপিটাল তো,,,, কি হইছে,,, আসুন আমার সাথে,,,,,
রাহাত কিছু না বলে নিঝুমের পেছন পেছন যেতে লাগে,,,,,,
হাসপাতালের ভেতরে,,,, একের পর এক,,,, ডাক্তার নার্স,, সালাম দিচ্ছে নিঝুমকে,,,,,
নিঝুম ও সেগুলোর উত্তর নিচ্ছে,,,,,,
রাহাত পেছন পেছন যাচ্ছে কোন কথা বলতেছে না,,,,,,
কিছুক্ষণ যাওয়ার পর,,,, নিঝুম একটা আইসিইউ এর সামনে এসে দাড়ালো,,,,,
রাহাত: থামলেন কেন,,,, এখানে,,,,
নিঝুম: এসে গেছি তো,,,,,, আপনি বললেন না কে আমি,,,, আপনার উত্তরটা,,, এই আইসিইউ রুমের মধ্যে আছে,,,,,,
রাহাত: মানে,,,,,
নিঝুম: মানে টা একটুপরেই জানবেন,,,,, রুমের ভেতরে যান,,,,,,
রাহাত: আমি কেন যাব,,, কি আছে,,,ভেতরে,,,
নিঝুম: গেলেই দেখতে পারবেন,,,, আর হ্যাঁ,,,, কথা বলা যাবে না কিন্তু,,,, দেখেই আবার বাইরে আসবেন,,,,,,
রাহাত রুমের দরজা খুলে,,,,, ধীরে ধীরে ভিতরে যায়,,,, খুব ভয় করতেছে রাহাদের,,,, ও এখনও জানে না,,,, নিঝুম কেন এখানে পাঠালো,,,,,
আইসিইউ বেডে চোখ যেতেই রাহাত যেন থমকে যায়,,,,,ওর পা আর সামনে বাড়ায় না,,,,, ও শুধু চেয়ে আছে বেডের দিকে এক মনে,,,,
.
কারণ বেডে যে মিথীলা শুয়ে আছে,,,,,,
যার জন্য এত অপেক্ষা রাহাতের,,,,
রাহাত ধীরে ধীরে বেডের কাছে যায়,,,,,,
শুধু চেয়ে থাকে মিথিলার দিকে,,,,,
বাচ্চা শিশুর মত ঘুমাচ্ছে মিথিলা,,,,,
রাহাতের ইচ্ছা করতেছিল তার হাতটা দিয়ে,,,, মিথিলার গালে হাত দিতে,,,,,, কিন্তু হাতটা দিতে আর সাহস হলো না,,,,, তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসলো,,,,,,
নিঝুম: দেখছেন,,,, আপনার মিথিলাকে,,,,,
রাহাত: হুম,,,,,, এখন তো বলেন,, আপনি কে,,,, আর মিথিলাই বা এখানে কেন,,,, কি হয়েছে ওর,,,,, বলেন তাড়াতাড়ি,,,,,,
নিঝুম: বলব বলব,,,,, একটু ধৈর্য ধরুন,,,,, আসুন আমার সাথে,,,,,
রাহাত: আবার কোথায় যাবেন,,,,,
নিঝুম: ভয় পাইয়েন না,,,, আর কিছু দেখানোর নেই আমার,,,, আমার চেম্বারে যেতে বলতেছি,,,,,,
রাহাত: ওহহহ,,,,,,
নিঝুম রাহাত কে ওর চেম্বারে নিয়ে গিয়ে বসায়,,,,,,
নিঝুম: পানি খাবেন,,,,,,
রাহাত: হুম,,,,,
.
নিঝুম গ্লাসটা সামনে এগিয়ে দিয়ে,,,,, ইশারায় খেতে বলে,,,, রাহাত ও একদমে সবটুকু পানি খেয়ে ফেলে,,,,,
নিঝুম: এখন বলেন কি জানতে চান,,,,,
রাহাত: আপনি কে,,,, আর মিথিলাকে কিভাবে চিনেন,,,,,
নিঝুম: আমি কে,,,, সেটা জানার আগে,,, একটা কথা বলুন,,,, ঈশিতা নামের কাউকে চেনেন,,,,,, কোনদিন কি শুনেছেন,,, মিথিলার মুখেই এই নামটা,,,,
রাহাত: হুম অনেকবার শুনেছি,,,, মিথিলা সবসময়ই এই নামটা বলতো,,,,ওর নাকি অনেক ভালো বন্ধু ওই মেয়েটা,,,, আমাকে দেখা করে দিবে বলছিলো,,,, কিন্তু ভাগ্যক্রমে দেখা হয়নি,,,,,,
নিঝুম: হুম সেদিন যদি ভাগ্যক্রমে দেখা হয়ে যেত,,,, তাহলে আজকের এই প্রশ্ন করতে পারতেন না,,,, কারণ আমি হচ্ছি ঈশিতা,,,, মিথিলার সেই বান্ধবী,,,,,, যার কথা সবসময় শুনতেন,,,,,
রাহাত: আপনি ঈশিতা 😱😱😱😱 আপনার নামতো নিঝুম,,,,,
নিঝুম: ওইটা আমার নিক নেম,,,,, কেউ জানে না,,,,,,,
রাহাত: মিথিলার কি হইছে,,,, ওভাবে শুয়ে আছো কেনো ও,,,,
নিঝুম: আপনি আজকে দেখতেছেন অভাবে শুয়ে আছে ও,,,, কিন্তু আমি দেখতেছি পাঁচ বছর ধরে,,,,,
পাঁচ বছর কোমায় ছিলো,,,ও,,,,, একমাস হলো কোমা থেকে বেরিয়ে এসেছে,,,, তবে এখনো কি হবে বলা যাচ্ছে না,,,,,
রাহাত: কি বলতেছেন এসব,,,,, কি হয়েছিল মিথিলার,,,,,, আপনি মিথ্যা বলতেছেন তাই না,,,,,
নিঝুম: যদি মনে করেন মিথ্যা,,,, তাহলে মিথ্যা,,,,,
আমি আর মিথিলা এক রুমে থাকতাম,,,,
বোনের চেয়েও বেশি সম্পর্ক ছিল আমাদের মধ্যে,,,,,
ও সব সময় আপনার কথা বলতো,,,,, আপনি কেমন কি করেন,,,,, সব সময়,,,, আমার তো শুনতেই মাথা লেগে যেতো,,,,
.
আমি অনেক খুশি ছিলাম আপনাদের সম্পর্কে,,,,,
আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য,,,, অনেকবার মিথিলা আমাকে আসতে বলছে,,, কিন্তু পড়াশোনার চাপে আসতে পারিনি,,,, ছবিতে দেখছিলাম আপনাকে,,,,,,,
ধীরে ধীরে এভাবেই কাটছিল আপনাদের ভালবাসার খুনসুটি গুলো ,,,,, আমি আপনাদের ভালোবাসা দেখে খুশি ছিলাম,,,,,, প্রতিদিন আমি রাস্তার কাছে দাঁড়িয়ে থাকতাম,,,, আর আপনার আর মিথিলার ভালোবাসার অভিমান,,,, হাসি-ঠাট্টা সব দেখতাম,,,, তবে লুকিয়ে,,,,,
মিতালী অনেকবার নিয়ে যেতে চাইছিলো আমাকে,,,,
আমি নিজেই যাই নি,,,,,
আপনার মনে আছে,,,, মিথিলা একবার এক্সিডেন্ট করছিল রাস্তায়,,,,,
রাহাত: হুম,,, বেশি লেগেছিল না ,,,,, ডাক্তার পরের দিন ই,,,, মিথিলাকে ছেড়ে দিয়েছিলো,,,,,,
নিঝুম: হুম,,,, কিন্তু সেদিন মাথায় লেগেছিল ওর,,,,, তখন বুঝতে পেরেছিল না ডাক্তার,,,,,,
এক্সিডেন্ট এর পর,,,, দুই এক দিন পর পরে মিথিলা বলতো,,,, ওর নাকি অনেক মাথা ব্যাথা করতেছে,,,,,,
প্রথমে বিষয়টা আমিও,,, হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিলাম,,,,
কিন্তু একদিন,,,, হঠাৎই অজ্ঞান হয়ে গেছিল মিথিলা,,,,,, আমি তো সেদিন ভয় পেয়ে গেছিলাম,,,,,
তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছিলাম,,,,
.
জ্ঞান ফেরার পর,,, আমি আপনাকে ফোন দিতে চাইছিলাম,,, কিন্তু ওই বারণ করছিল কিসের জন্য যেনো,,,,,
সেদিন কিছু টেস্ট করে ডাক্তার ছেড়ে দিয়েছিল,,,,, বলেছিল বড় কোন বিষয় না এমনি এরকম হয়েছিল,,,,,,
এভাবে আরো কয়েকদিন কেটে গেল,,,, শুনলাম আপনাদের নাকি বিয়ে,,,,, কথাটা শুনে খুব খুশি হয়েছিলাম আমি,,,,,আমি তো বিয়েতে যেতে চাইছিলাম,,,, কিন্তু এক্সামের কারণে যাওয়া হয়নি,,,,,
মিথিলা তো অনেক রাগ করছিল,,,, আমার ওপর,,,,,
রাহাত: হুম খুব রেগে ছিল আপনার ওপর,,,, আমি ওকে বুঝিয়ে ছিলাম,,,,,, তারপর কি হলো,,,
নিঝুম: সেদিন রাতে পড়তে ছিলাম,,, হঠাৎই একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে,,,, ফোনটা রিসিভ করে জানতে পারলাম,,,, ওইটা ওই ডাক্তারের নাম্বার,,,,
যার কাছে মিথিলার টেস্টগুলো করিয়ে ছিলাম,,,,,,
উনি আমাকে তাড়াতাড়ি যেতে বললেন,,,,
আমিও দেরি না করে গেলাম ওনার কাছে,,,,
পরে ওনার কাছ থেকে যা শুনলাম,,,, সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল মনে হচ্ছিল,,,, কি করবো ভেবে পাচ্ছিলাম না আমি,,,,
.
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com