অন্যের উপরের রাগ ত্রীর উপর দেখাবেন না
আপনি স্বামী। কোনো কাজে বাইরে গেছেন। সেখানে কারো সাথে ঝগরা করেছেন।
কথা কাটাকাটি করেছেন। কিংবা কোথাও অপমানিত হয়েছেন।
এতে আপনার গোটা অন্তরটা তুষের আগুনের মতো জ্বলছে।
এমতাবস্থায় আপনি বাসায় ফিরেই সামান্য একটি কারণকে উপলক্ষ্য করে স্ত্রীর উপর সেই ক্ষোভ,
ঝাল মিটাতে শুরু করলেন।
তাকে অশ্লীল ভাষায় গালাগাল থেকে শুরু করে মারধর পর্যন্ত করলেন।
আচ্ছা আপনিই বলুন তো, আপনি যা করলেন তা কি ঠিক করলেন?
না, একাজটি মোটেই আপনার ঠিক হয়নি।
এমনটি করা আপনার জন্য সম্পূর্ণ অনুচিত হয়েছে।
মনে রাখবেন, বাইরের কোনো ঘটনা – দুর্ঘটনা কিংবা বিপর্যস্তার জন্য স্ত্রী কোনো ভাবেই দ্বায়ী নয়।
এতে তার কোনো হাতেও নেই।
তা তার সৃষ্টিও নয়, তার কারণেও নয়, তার প্রতিকারেও তার কোনো ক্ষমতা নেই।
সুতরাং কোনো অবস্থাতেই অন্যের ক্ষোভ স্ত্রীর উপরে দেখানো কোনো আদর্শ স্বামীর কাজ হতে পারে না।
একজন আদর্শ স্বামী থেকে এ ধরণের আচরণ কোনো ভাবেই কাম্য নয়।
অতএব, প্রিয় ভাইটি আমার। অন্যের প্রতিঘাত,
অশোভন আচরণের ক্ষোভ ও ঝাল আপনার অর্ধাঙ্গীনি ও দ্বীনের পোশাক স্ত্রীর উপরে মিটাবেন না।
No comments
info.kroyhouse24@gmail.com