Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -৬



হাহা। তবে আমি কখনো এমন করিনি।
মায়ের সাথে অনেক ঘুরছি।আর বিয়ের পর বরের সাথে অনেক অনেক ঘুরবো।
ডোন্ট ওরি ম্যাম, বিয়ের পর আমি আপনাকে অনেক ঘুরাবো।
আবিদ, তাহলে তোমাদের জন্য একটা সুখবর আছে।

কী সেটা ম্যাম?



আগামী সপ্তাহে তোমাদের জন্য এক চমক অপেক্ষা করতেছে।



আরে ম্যাম কি সেটা বলেন।



গত দু'বছর যাবৎ আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়া হয়নি এবছর ছাত্র-ছাত্রীদের ব্যাপক অনুরোধের প্রিন্সিপাল স্যার শিক্ষা সফরে নিতে রাজি হয়েছি।



বাহ! ভালো তো। সেই একটা আনন্দের খবর দিলেন। আমাদের নাচতে ইচ্ছা করছে। ম্যাম আপনার ফোনে!"কিয়া কিয়া কিয়ারেসানাম" গানটা আছে? থাকলে গানটা প্লে করুন আমি একটু নাচি।



তুমি নাচতে পারো?



হ্যাঁ, ম্যাম এই গানটাতে নাচতে পারি।



যাক ভালো।

.



ম্যাম আপনি নাচতে পারেন?



আরে না, শিখার সময় পেলাম কৈই?



ওকে ম্যাম, চিন্তা কইরেন না। বিয়ের পর আমি আপনাকে নাচ শিখাবনি।



আচ্ছা, আবিদ একটা সত্যি কথা বলবে?



ম্যাম আপনি জেনে রাখুন আমি মিথ্যা কথা বলি না।



তুমি কি আমার সাথে ফান করো নাকি সত্যি সত্যি?



আপনার কি মনে হয় আমি আপনার সাথে ফান করি?



ঠিক বুঝতে পারছি না, তবে ছাত্রের সাথে ম্যামের বিয়ে এটা কি আসলেই পসিবল?



আপনি চাইলেই পসিবল।



না আমি এমনটা চাইনা।



চাইতে হবে।



কখনোই চাইব না।



সময় হলে দেখা যাবেনে।



ওকে ডিয়ার সুইঠার্ট ম্যাম।



ওকে দেখে। অনেক রাত হয়েছে শুয়ে পড়ো।



হ্যাঁ, আপনিও শুয়ে পড়েন। ম্যাম একটা কথা ছিল।



আবার কি কথা?



যদি বলতে বলেন তাহলে বলবো।



ওকে বলো।



কাল ক্লাস শেষে আপনার সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারি?



না।

.



না কেনো?



সমস্যা আছে।



কি সমস্যা?



অনেক সমস্যা আছে।



বলুনতো কি সমস্যা?



তোমার সাথে যদি আমি আড্ডা দিই তাহলে অন্যরা কি ভাববে?



যে যাই ভাবুক না কেন তাতে আমার কি?



তোমার কিছু না হলেও আমার সমস্যা আছে। একজন শিক্ষিকা তার ছাত্রের সাথে এভাবে আড্ডা দিতে পারেনা।



আচ্ছা ম্যাম একজন শিক্ষিকা কি তার ছাত্রের ভালো বন্ধু হতে পারে না?



পারে।



তাহলে বন্ধু হিসেবে আপনি আমার সাথে আড্ডা দিতে পারেন না?



আমি কি তোমার বন্ধু?



আমিতো আপনাকে অনেক ভালো বন্ধু ভাবি, শুধু বন্ধুই না আরো অনেক কিছুই ভাবি।



কিন্তু আমি যে ভাবি না।



ভাবেন না তো কি হয়েছে? ভাবতে আর কতক্ষণ লাগবে?



আরে আমি তুমি বুঝোনা কেন? তোমার সাথে আমার ওরকম সম্পর্ক পসিবল না।



ম্যাম আপনি যাই বলুন না কেন আমি পসিবল করেই ছাড়রো।এতে আমার যা যা করা দরকার তাই করবো।



আবিদ পাগলামি করো না, আবেগের বশে এমন কিছু করো না যাতে ভবিষ্যতে খারাপ কিছু বয়ে আনবে না।



আমি আবেগের বসে কিছুই করব না, যা করব সুস্থ মস্তিষ্কেই করব।



কি করবে শুনি?

.



ধরেন কোন ভাবেই আপনি আমাকে মেনে নিলেন না, তখন আমার কাজ হবে আপনার বিয়ে ভাঙ্গা।

যে ছেলেরাই আপনাকে বিয়ে করতে আসবে তাকে উল্টাপাল্টা বলে বিয়ে ভেঙ্গে দিব।



তো কি বলবে শুনি?



সেটা আপনাকে বলতে যাব কেন? বলব আপনাকে যে বিয়ের জন্য পছন্দ করবে তাকে।



যদি পাত্রকে ঐসব বলার পরও বিয়ের জন্য রাজি হয় তখন কি করবে?



ওই পাত্রকে গুম করে আমি তার পরিবর্তে আপনাকে বিয়ে করে নিবো।



তুমি ব্যাপারটাকে এতই সহজ ভাবে নিচ্ছ?



সহজ, কঠিন কিছুই জানিনা। আপনি শুধু আমার, আপনাকে পাবার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।



হইছে আর কথা বলতে হবে না, অনেক রাত হয়ে গেছে। জলদি শুয়ে পরো। কাল ক্লাসের পড়া না হলে তোমার খবর আছে।



কি খবর? কয়টার খবর? কবেকার খবর?

সেটা বলেন।



সময় হলেই জানতে পারবে।শুভরাত্রি।



আপনাকেও শুভরাত্রি।



সকালে ফজরের নামাজের জন্য উঠে ম্যামকে কল দিলাম। এই যে ম্যাম কল ধরতে এত লেট করলেন যে?



ঘুমিয়েছিলাম তাই। ও আচ্ছা। তো এখন শুয়ে থাকবেন নাকি উঠবেন?



উঠবো কিছুক্ষণ পরে।



এখনই উঠে ফজরের নামাজ পড়ে নিন।



হ্যাঁ।

.



ওকে নামাজ পড়ে নিন।



সকালে নাশতা করে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম।

আজ প্রথম ক্লাসই আমার ক্রাশ মেঘলা ম্যামের।

দশটা থেকে ক্লাস শুরু হওয়ার কথা কিন্তু ম্যামের আসার কোনো খবর নেই। 15 মিনিটে অতিরিক্ত হয়ে গেল। ম্যাম কখনো ক্লাসে লেট করে আসে না। সবসময়ই টাইম টু টাইম ক্লাসে আসে। ভাবলাম গতরাতে ম্যাম হয়তো ভালোমতো ঘুমাতে পারিনি আমি তো ম্যামের সাথে অনেক রাত পর্যন্ত কথা বলেছিলাম। কিছুক্ষণ পর ম্যাম চলে আসলো। সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিলাম।



সরি আজকে একটু লেট হয়ে গেছে। বাড়তি কথা বলার সময় নেই। তোমাদের পড়া কি ছিল সেটা বলো।



ম্যাম পড়াতো ছিল অনেক কিছুই কিন্তু...



কিন্তু কি?



পড়া টা হয়নি তাইতো?



হইছে কিন্তু ভালোমতো হয়নি।



কার কার পড়া হয়নি দাঁড়াও তোমাদের চাঁদমুখখানা একটু দেখি।



এদিকে আমার পড়া একটু একটু হয়ছে।

কিন্তু ম্যাম যেহেতু চাঁদ মুখটা দেখতে চাইল সেহেতু দাঁড়াতে হয়। 10 থেকে 12 জন পড়া না হওয়ার জন্য দাঁড়ালো।



কি ব্যাপার আবিদ তোমার পড়া হয়নি কেন?



পড়া একটু একটু হয়েছে কিন্তু ভালো মতো হয়নি।



না হওয়ার কারণ কি?



সময় পায়নি পড়ার।



সময় পেলে না কেন?



ম্যাম এক মেয়ের প্রেমে পড়ছি, তাকে ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে।

আবার পড়ার সময় পাবো কই থেকে?



প্রেমে পরো বা...

.

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com