Breaking News

বৌ এর ভালোবাসা । পর্ব -০১



আমি:- বাবা আমি এই বিয়ে করতে পারবো না ।
বাবা:- আমি না শব্দ টা শুনতে চাইনা ।
আমি শুধু জানি তুই বিয়ে করছিস এবং আজি।
যদি না করিস তাহলে আমি আর তর মা এ বাড়ি থেকে চলে যাব চিরদিনের জন্য ।
আমি :- বাবা আমার কথাটা শুন।
আমার কথা না শুনেই বাবা চলে গেল।
তারপর বিয়ে টা হয়ে গেলো।
যাইহোক পরিচয় টা দিয়ে নেই,
আমি Arean Khan, বাবা, মার এক মাত্র সন্তান।
পড়াশোনা শেষ করে ছোট একটা জব করি।
যাইহোক আজ আমার বাসর রাত। কিন্তু আমি এই বিয়েতে রাজি নই তা আপনার আগেই বুঝেছেন।
কিন্তু কেন রাজি তার কারণ হলো আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হয় নি হয়েছে অন্য কারো সাথে।
শুধু মা-বাবার কথা রাখতে বিয়ে টা করতে হয়। এখনো আমি বৌর মুখ দেখি নি।
যাইহোক ছাদে বসে সিগারেট খাচ্ছিলাম তখন বাবা আসলো।
বাবা:-তুই এখনো এখানে বসে আছিস ওদিকে বৌ মা ঘরে একা একা বসে আছে।
আমি:- তো আমি কি করবো
বাবা:- তুই কি করবি মানে, যা এখনি ঘরে যা।
আমি:- যাচ্ছি।।।।।
.
তার পর ছাদ থেকে ঘরে গেলাম ।
যেয়ে দেখি বৌ মা,sorry বৌ ।খাটের উপর দের হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে ।
আমার আসার শব্দ পেয়ে খাট থেকে নেমে আমায় সালাম করে ধারালো ।
আমি:- দেখুন আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না । আমি অন্য এক জনকে ভালোবাসি।
আমার কথা শুনে মৌ আমার দিকে অবাক চোখে তাকালো।
(ওহ আপনাদের তো বলাই হয় নি মৌ আমার বৌএর নাম)
মৌ:- তাহলে আমায় বিয়ে করলেন কেন ।
আমি:- দেখুন আমি এই বিয়েতে রাজি ছিলাম না ।মা-বাবা ইচ্ছে তে বিয়ে টা করতে হয়েছে ।
মৌ:- বাহ্ আপনার মা-বাবার ইচ্ছের জন্য একটি মেয়ের জীবন নষ্ট করে দিলেন ।
তাই তো নিজের স্বার্থের জন্য একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারলাম ।
নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে ।
মৌ :- এখন এতো ভেবে কি হবে ।যান আপনি খাটে সুয়ে পরেন।
আমি:- আর আপনি???
মৌ:- আমাকে নিয়ে চিন্তিত হতে হবে না ।আমি নাহয় নিচে সুয়ে পড়বো।
আমি:- না না আপনি খাটে শুয়ে পরেন, আমি নিচে সুই।
মৌ:- problem নেই আমি নিচে সুতে পারবো ।
আমি:- ok দুজনেই খাটে শুই ।
মৌ:- এক বিছানায় ???
আমি:- হুম ।ok দুজনের মধ্যে কোল বালিশ থাকবে ।
মৌ:- ok
তার পর দুজনেই খাটে শুয়ে পড়লাম ।
শুয়ে শুয়ে ভাবছি মৌ মেয়ে টা অনেক ভালো ,কোন অহংকার নেই ।
মৌ ওপাশ ঘুরে শুয়ে আছে ।হয় তো কান্না করছে।
.
ভোর রাতে কিছুর শব্দে ঘুম ভেঙ্গে গেলো ।
তাকিয়ে দেখি মৌ কোরআন শরীফ পড়ছে ।আমি মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম ।
তাঁর পর আবার ঘুমিয়ে পড়ি ।হয় তো মৌ দেখতে পারে নাই, নয়তো দেখছে ।
———সকালে——-
সকালে ঘুম থেকে উঠে তো আমি অবাক .
.
চলবে ..

No comments

info.kroyhouse24@gmail.com