Breaking News

ফুফাতো বোনের ভালোবাসা । পর্ব - ০৮



এইভাবে কেটে গেল কয়েকটি দিন,,,
আমার আর মায়ার সম্পর্ক ঠিক আগের মতই আছে,,,
তবে পাগলিটাকে খুব ভালোবাসি,,,,,
আর পাগল টাও পাগলি কে খুব ভালোবাসে,,
কাল আমার আবার কলেজ খোলা,,
তাই আমি আমার কাপড় গুলা ঠিক করতে লাগলাম,,,
এমন সময় মায়া রুমে আসল,,,
আমিঃ- কিছু বলবে??
মায়াঃ- কাল মা আসবে এইখানে???
আমিঃ- সত্যি??(খুশি হয়ে)
মায়াঃ- হুম,,, এত খুশি হচ্ছ কেন??
আমিঃ- অনেকদিন যাবৎ ফুপিকে দেখি না,,,,কাল দেখব তাই একটু খুশি লাগছে,,,
মায়াঃ- ও তা কি করছ??
আমিঃ- মোবাইল টিপছি,,,
মায়াঃ- আমি স্পষ্ট দেখছি যে তুমি কাপড় গুলা ঠিক করছ,,,তাহলে মোবাইল টিপছ মানে??
আমিঃ- জানোই যখন তখন আবার প্রশ্ন করলা যে,,,,
মায়াঃ- খুব কথা শিখেছ তাই না??
আমিঃ- এইটা বুঝি শিখা হল???
মায়াঃ- হুম,,,,
.
আমিঃ- আচ্ছা একটু পরে আইসো,,,কাজ গুলা শেষ করে নিই,,,,,,
মায়াঃ- কেন আমি থাকলে কি অসুবিধে নাকি??
আমিঃ- না না তা না তুমি থাকলে মনোযোগ কাজের দিকে থাকে না,,,থাকে তোমার দিকে তাই কাজ গুলা করতে পারছি না,,,
মায়াঃ- দাও আমি করে দিচ্ছি,,,
আমিঃ- না না আমি পারব,,,তোমার কষ্ট করতে হবে না,,,
মায়াঃ- আরে দাও তো,,,
এই বলে মায়া কাপড় গুলা নিয়ে ভাজ করতে লাগল,,,,
আমি তার দিকে তাকিয়ে আছি,,,,
মায়াঃ- কি দেখছ এইভাবে??
আমিঃ- তোমাকে দেখছি,,,
মায়াঃ- আগে বুঝি দেখো নাই???
আমিঃ- দেখেছি কিন্তু আজ অন্যরকম ভাবে দেখছি,,,,
মায়াঃ- তা কীভাবে দেখছো???
আমিঃ- পারবে এইভাবে আমার জীবন টা গুছিয়ে দিতে??
মায়াঃ- কেন পারব না,,,অবশ্যই পারব,,,,,
আমিঃ- ওকে দেখা যাবে কেমন গুছাতে পারো,,,,
মায়াঃ- ওকে দেইখো,,,,
আমিঃ- কাজ শেষ হলে খেতে এসো,,,,
মায়াঃ- হুম আসছি তুমি যাও,,,
আমিঃ- না একসাথে যাব আগে তুমি আসো,,,
মায়াঃ- এইযে কাজ শেষ করলাম,,,
এখন চলো,,,,
.
সবাই মিলে একসাথে খাবার খেতে লাগলাম,,,
মাঃ- কাল তোদের ফুপি আসবে এইখানে,,,,
আমিঃ- মায়া আমাদের কে বলেছে,,,,,,
মাঃ- কাল কলেজে না গেলে হয় না???
আমিঃ- না মা অনেকদিন পর কলেজ খুলল কাল না গেলে সমস্যা হতে পারে,,,,,
মাঃ- ওকে যাইস তাহলে,,,
আমি আর কথা না বলে খাবার খেতে লাগলাম,,,
হঠাৎ কেউ জানি আমার পায়ের উপর পা দিয়ে খোঁচা দিতে লাগল,,,,,
মায়ার দিকে তাকিয়ে দেখি ওর কোন রিয়েকশন নেই,,,,
রিয়াও কিছু বলছে না,,,
কিন্তু বার বার খোঁচা দিতে লাগল,,,
নিচে ফিরে তাকাতেও পারছি না,,,,,,,,,,
একটু পর দেখি মায়া মিটি মিটি হাসছে,,,
তারমানে এই টা মায়ার কাজ,,,
আমি খাবার টা শেষ করে রুমে আসলাম,,,,
এসে সুয়ে রইলাম,,,,
সাথে সাথে চোখে ঘুম চলে আসছে,,,,,
বিকেলে ঘুম থেকে উঠে,,,,
ছাদে বসে রইলাম,,,,
রিয়াঃ- কিরে কি করছিস একা একা???
আমিঃ- এইত বসে আছি আর মায়ার কথা ভাবছি,,,
রিয়াঃ- মায়ার কথা ভাবার কি আছে??
আমিঃ- আচ্ছা আমি কি তাকে পাব নিজের করে??
রিয়াঃ- যদি তোদের ভালোবাসা সত্য হয়ে থাকে,,, তাহলে ঠিকি পাবি,,,
আমিঃ- ওকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি,,,, ওকে নিজের করে না পেলে,,,,,
রিয়াঃ- থাক আর বলতে হবে না,,,,
আরে গাধা মায়া তোর থাকবে,,,
আমিঃ- তাই যেন হয়,,,,
রিয়াঃ- মন খারাপ করিস না এখন নিচে আয়,,, মা পিঠা বানিয়েছে,,,
আমিঃ- হুম চল,,,,
.
সবাই মিলে আনন্দের সাথে পিঠা খেলাম,,,,
রাতে কিছুক্ষন পড়ে,, খাবার খেয়ে সুয়ে রইলাম,,,
কেন জানি না ঘুম আসছে না,,,
রাত অনেক হল তবুও ঘুম আসছে না কেন জানি,,,,,
এমন সময় মায়া আমার পাশে এসে সুয়ে পড়ল,,,,
আমিঃ- এই তুমি যে প্রতিদিন আমার রুমে আসো বাবা মা দেখলে কি ভাববে???
মায়াঃ- যা ভাবার ভাবুক,,,,আমি আমার স্বামির রুমে এসেছি তাতে কি হয়েছে,,,
আমিঃ- এখনো তো হই নাই স্বামি তাহলে,,,,
মায়াঃ- হবা তো একদিন,,,,
আমিঃ- হুম,,,
মায়াঃ- এখন চুপ থাকো আর আমাকে ঘুমাতে দাও,,,
আমিঃ- হুম ঘুমাও,,,
মায়াঃ- আমাকে জড়িয়ে ধরো,,,,
আমি মায়াকে জড়িয়ে ধরে সুয়ে পড়লাম,,,
সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া পাশে নাই,,,
তাহলে ও ওর রুমে চলে গেছে,,
আমি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছি,,,
মায়া আমার রুমে আসল,,,,
মায়াঃ- আসতে কি খুব দেরি হবে নাকি???
আমিঃ- না,, কয়েকঘন্টা,,লাগবে,,,,,
মায়াঃ- কয়কঘন্টা তোমাকে ছাড়া কিভাবে থাকব??আমার যে ভালো লাগবে না,,,
আমিঃ- আমি যাওয়ার পর মায়ের সাথে গল্প করবা দেখবে ভালো লাগবে,,,,
মায়াঃ- এই তাড়াতাড়ি আসবা কিন্তু??
আমিঃ- ওকে আসব,,,,
কেন জানি না মায়াকে ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল,,, মন চাচ্ছিল বার বার ওর কাছে ছুটে যাই,,,,,,
কলেজের গেইট দিয়ে ঢুকতেই তানভির ডাক দিল,,,,,
আমিঃ- কিরে কি খবর??
তানভিরঃ- এইত ভালো,,, তা ভাবির কি খবর??
আমিঃ- এইত ভালো,,, তোর রিলেশন এর কি খবর??
তানভিরঃ- চলছে মোটামুটি,,,
আমিঃ- চল ওই দিকটাতে বসি,,,,
তানভিরঃ- হুম চল,,,
তানভির বসে বসে অনেক কথা বলছে,,, আমি কিছুই বলছি না,, কারন আমার মন যে আমি মায়াকে দিয়ে এসেছি,,,,
তানভিরঃ- কিরে কি এত ভাবছিস????
আমিঃ- দোস্ত মায়াকে ছাড়া ভালো লাগছে না,,, মন চায় তার কাছে ফিরে যাই,,,
তানভিরঃ- বাবা কি ভালোবাসা ভাবির জন্য,,,,
আমিঃ- দোস্ত আর বসব না,,,চল ক্লাসে যাই,,,
তানভিরঃ- চল,,,,
ক্লাসে গেলাম,,,
.
সব গুলা ক্লাস করলাম,,,
কিন্তু একটা ক্লাসেও মন দিলাম না,,,কেন জানি না মনোযোগ দিতে পারলাম না,,,
মন টা যে ছটফট করছে মায়ার জন্য,,,
কোন রকম সব গুলা ক্লাস করে,,,
আমি আর রিয়া দ্রুত বাসায় আসলাম,,,
আমি এসে মায়াকে খুজতে লাগলাম,, কিন্তু কোথাও পাচ্ছি না,,,,,,,,
মাঃ- কিরে কাকে খুজছিস এমন করে???
মায়ার কথা বললে মা সন্দেহ করবে তাই ফুপির নাম বললাম,,,
আমিঃ- ফুপি কই ওনাকে তো দেখছি না,,,
মাঃ- তোর ফুপি তো এসে মায়াকে নিয়ে চলে গেল,,,
মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই,,,শুধু আমি একা অবাক হই নি সাথে রিয়াও হয়েছে,,,
আমিঃ- মায়া চলে গেছে মানে??
মাঃ- তোর ফুপি এসে মায়াকে নিয়ে গেল কারন মায়ার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে,,,,
মায়ের কথা শুনে মনে হল কেউ কোন কিছু দিয়ে সজোরে আমার মাথার মধ্যে আঘাত করল,,,
পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মনে হয়,,,,
আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি,,,,
মাঃ- কিরে কি হয়েছে তোর??(কেঁদে দিল)
মা আর রিয়া আমাকে আমার রুমে নিয়ে গেল,,,
আমার কিছুতেই মায়ের কথা বিশ্বাস হচ্ছে না,,,
আমি মায়ের হাত ধরে বলতে লাগলাম,,
আমিঃ- মা আমি মায়াকে ছাড়া বাঁচব না,,,ওকে আমি খুব ভালোবাসি,,,,মায়াও আমাকে খুব ভালোবাসে,,,
মাঃ- কি বলিস তুই এই সব???
রিয়াঃ- ভাইয়া ঠিকি বলেছে,,,ভাইয়া মায়া আপুকে খুব ভালোবাসে,,
মাঃ- এই জন্য তো মায়া যাওয়ার জন্য রাজি হচ্ছিল না,,,
আমিঃ- প্লিজ মা মায়াকে আমার কাছে এনে দাও,,,ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না,,,
মাঃ- ওকে দেখি আমি কি করা যায়???
মা চলে গেল তার রুমে আর রিয়া আমাকে সান্তনা দিতে লাগল,,,,
অন্যদিকে মা ফোন দিল মায়ার মাকে,,,
মাঃ- কিরে এইসব কি শুনছি আমি???
ফুপিঃ- সেটাই তো,,,আমার তো মাথায় কিছু ধরছে না,,,
মাঃ- থাক এগুলা আর কাউকে বলার দরকার নেই,,,
ফুপিঃ- হুম সেটাই,,,তুমি ভাইয়ার সাথে আলোচনা কইরো না,,,,
মাঃ- হুম,,,
ফুপিঃ- ইমন কোথায়??
মাঃ- ওইতো আরেক রুমে আছে মায়ার কথা বার বার বলছে,,,
ফুপিঃ- ইমন কে মোবাইল টা দেন তো,,,,
মাঃ- ওকে দিচ্ছি,,,,
এইদিকে,,,
রিয়া আমাকে সান্তনা দিতে লাগল,,,,
রিয়া আমাকে না না ভাবে বুঝাতে লাগল,,,
মা আমার রুমে আসল,,,,,,
মাঃ- তোর ফুপি তোর সাথে কথা বলবে,,,,,
আমিঃ- দাও তাড়াতাড়ি ফোন টা দাও,,,,,
মায়ের কাছ থেকে মোবাইল টা নিয়ে ফুপির সাথে কথা বলতে লাগলাম,,,,
আমিঃ- হ্যালো ফুপি,,,,,
ফুপিঃ- কিরে কেমন আছিস??
আমিঃ- এই প্রশ্ন করে কি আমার মনের কষ্ট আরো রাড়িয়ে দিয়েছ নাকি???
ফুপিঃ- খুব বড় হয়ে গেছিস,,,,খুব কথা বলতে শিখে গেছিস,,তাই না????
আমিঃ- কেন মায়াকে আমার থেকে দুরে সরিয়ে নিলে??? (কেঁদে দিলাম)
ফুপিঃ- দেখ বাবা তুই পড়া শেষ কর তোকে নিয়ে ভাবা যাবে,,,,আর আমি মায়াকে এনেছি মায়ার বিয়ে দেওয়ার জন্য,,,,
.
আমিঃ- না আমাকে ছাড়া মায়া কাউকে বিয়ে করবে না,,,,
ফুপিঃ- আচ্ছা তোর মাকে মোবাইল টা দে তো,,,,
আমিঃ- এই নাও মা (মোবাইল টা দিলাম)
মা মোবাইল টা নিয়ে আরেক রুমে নিয়ে গেল,,,,
ফুপিঃ- ভাবি আমি সম্পর্কের ভিতর আত্নিয়তা করতে চাই না,,,,,
মাঃ- সেটা তো আমিও চাই না,,,,,,
ফুপিঃ- এই দিকে মায়াও পাগলের মত করছে,,,,
মাঃ- আচ্ছা তুই মায়াকে বুঝা আমি ইমন কে বুঝাচ্ছি,,,,,
ফুপিঃ- ওকে আল্লাহ হাফেজ,,,
মাঃ- আল্লাহ হাফেজ,,,,
এই দিকে,,,,
আমিঃ- কিরে তোকে বলেছিলাম না মায়া আমার থাকবে না,,,দেখলি তো তাই হল??
রিয়াঃ- হুম দেখতেই পেলাম,,,,
আমিঃ- তোর কাছে তো মায়ার নাম্বার আছে প্লিজ একটু মায়ার নাম্বার টা দে না,,,, একটু কথা বলব,,,,,,,,,
রিয়াঃ- এই নে নাম্বার,,,,,
রিয়ার কাছ থেকে নাম্বার নিয়ে মোবাইলে সেভ করে নিলাম,,
ওর সাথে একাকি কথা বলতে হবে,,,,,
মাথা ঘুরা কিছুটা কমলে বাহিরে চলে আসি,,,আর মায়াকে কল দি,,,,
কিছুক্ষন রিং হতেই মায়া রিসিভ করল,,,,
আমিঃ- হ্যালো মায়া,,,
মায়াঃ- কে বলছেন???
আমিঃ- আমি ইমন বলছি,,,,,
মায়াঃ- ও ভাইয়া বলেন,,,
আমিঃ- ভাইয়া মানে??আর তুমি এইভাবে কথা বলছ কেন(অবাক হয়ে)
মায়াঃ- আমি তো ঠিক ভাবেই কথা বলছি,,,,এখন কেনো ফোন দিয়েছেন সেটা বলেন,,,,
আমিঃ- পারছি না আমি তোমাকে ছেড়ে থাকতে,,,আমার বড্ড কষ্ট হচ্ছে,,,,প্লিজ তুমি ফিরে এসো,,,(কেঁদে কেঁদে)
মায়াঃ- না আমি আর ফিরব না আরে আমি তো তোমাকে ভালোই বাসি না,,,তাহলে কিসের জন্য ফিরব????
আমিঃ- তুমি আমাকে ভালোবাসো না মানে???
মায়াঃ- যা শুনেছেন ঠিক শুনেছেন,,
আমি আপনাকে ভালোবাসি না,,,
আপনার সাথে এত দিন অভিনয় করলাম,,,,
আমিঃ- না তুমি এগুলা মজা করে বলছ আমি জানি,,,প্লিজ এইগুলা বইলো না,,,আমার বুকটা যে ফেটে যাচ্ছে,,,
মায়াঃ- ফাটুক আমার কি??আর আপনি আমাকে কল দিবেন না,,,
আমিঃ- কি বলছ তুমি এই সব তাহলে সব টা তোমার অভিনয় ছিল???
মায়াঃ- হুম তা নয়ত আর কি,,,,,
টুট,,,টুট,,,টুট,,,
আমিঃ- হ্যালো মায়া হ্যালো,,,,
কল টা কেটে দিল,,,মায়ার কথা গুলা শুনার পর মনে হচ্ছে যে আমার মাথার উপর বিজলি পড়ে মাথাটা দুই ভাগ হয়ে গেছে,,,
হাত পা গুলা কাঁপতে লাগল,,,,
কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম,,,,,
.
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com