Breaking News

ঘুরতে গিয়ে প্রেম । পর্ব -০৬



আনিকা --আপনি কি আমার সাথে জোর করছেন,

আমি বললাম না আপনার সাথে আমি প্রেম করবো না।

আমি --কেনো করবে না..?
আনিকা--আমি আপনাকে বলতে বাধ্য নয়।
আমি --আমাকেই বলতে হবে না হলে আমি তোমাকে..
আনিকা --কি করবেন..
আমি --দেখবে কি করবো,আমি আনিকার দিকে এগিয়ে এলাম..
আনিকা --একদম আমার কাছে আসবেন, আমি কিন্তু..
আমি --তুমি কি যতক্ষন ছাড়বে না ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না।
আমি আনিকা কে দেয়ালের সাথে চেপে ধরলাম।
আনিকা --ভালো হচ্ছে না কিন্তু..
.
আমি --কোনটা ভালো বা খারাপ আমাকে বলতে হবে না।
আমি আনিকার হার্টবিট শুনতে পাচ্ছি আর আমার গায়ে গরম নিঃশ্বাস পড়ছে।
আনিকা --ছাড়েন ..
আমি --তোমার ঠোঁট দুটো খুব সুন্দর,দেখো আমার দেখে ভয়ে কাঁপছে..
আনিকা --এই না না একদমই না।
আমি --আমি এখন চুমু খাবো..?
আনিকা --আমি বলছি, আব্বু বলেছে আপনাদের সাথে আমাদের শত্রুতা আছে তাই আপনার সাথে কথা বলতে নিষেধ করছে।
আমি --ওহ তাই, আমি আনিকার ঠোঁট দেখেই লোভ সামলাতে না পেরে
আমার ঠোঁটের সাথে চার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম
আনিকা --ছাড়েন, আনিকা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
আনিকার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
আমি --সরি ভুল হয়ে গেছে।
আনিকা --আপনার সরি আপনার কাছেই রাখেন, আমি আপনার নামে বিচার দিবো।
আনিকা রুমে থেকে বের হয়ে গেল।
আমি --হায় হায় আমি কি করলাম, আনিকা এখন যদি কাউকে কিছু বলে দেয় তাহলে তখন কি হবে।
নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
এরপর আমি আনিকা কে স্কুলে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না।
আমি ও বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে কিছু ভালো লাগছে না।
আম্মু --সাগর গরম গরম খিচুড়ি খেয়ে নেহ।
আমি --ভালো লাগছে না।
.
আম্মু --তোকে খেতে বলেছি খেয়ে নেহ। আমি খিচুড়ি খেয়ে শুয়ে পড়লাম।
বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম।তখন বদমাইশটা হাজির হলো..
বেস্টি--তুই আনিকার সাথে কি করছিস..?
আমি --ইয়ে মানে..
বেস্টি--কি মানে মানে করছিস..?
আমি --আমি কিছুই করিনি।
বেস্টি--তোর দ্বারা কিছুই হবে না, তোরা দুজনে স্কুলে গিয়েছিলি কিছু্ই করতে পারলি না।
আমি --আমি আনিকা কে কিস করছি এটা ওকে বললাম না। তুই এখন এখানে কি করছিস..?
বেস্টি--কিছু না, আমি আসলাম বৃষ্টির দিনে তোর সাথে আড্ডা দিতে।
আমি --ঠিক আছে, আমরা দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম এরপর ও চলে গেল।
আমি বই পড়তে শুরু করলাম,পড়া শেষ করে শুয়ে পড়লাম,
উফ এতো রাতে আবার কে ফোন দিলো, আমি ফোন হাতে নিয়ে দেখি আননাম্বার।
আমি ফোন কেটে দিলাম আবার ফোন এলো আমি ফোন ধরতেই একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল..
মেয়েটি --এই যে ছেলে আমার ফোন কেটে দিলে কেনো..?
আমি --কে আপনি..?
.
মেয়েটি --ফাজলামি করিস না, এখন বলবি আমাকে চিনতে পারছি না।
আমি --উফ আমি সত্যি আপনাকে চিনতে পারছিনা, আপনি কে..?
মেয়েটি --আরে আমি ..?
আমি--আমি টা কে..?
মেয়েটি --থাপ্পাড় দিতে দাঁত ফেলে দিবো আমি তোর খালাতো ভাই।
আমি --খালাতো বোন মানে আমার কোনো খালাতো বোন নেই, আপনি হয়তো ভুল নাম্বারে ফোন করেছেন..?
মেয়েটি --আপনি কে বলছেন..?
আমি --আমি সাগর বলছি, আপনি কে..?
মেয়েটি --আমি জেরিন, আপনি কি ঝিকরগাছা থেকে বলছেন..?
আমি --জি না, আমি বেনাপোল থেকে বলছি।
জেরিন --আসলে সরি, আমি আমার খালাতো ভাই কে ফোন দিতে গিয়ে আপনার কাছে চলে গেছে..
আমি --আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা আপনার বাসা কোথায়..?
জেরিন --জি আমার বাসা যশোর মনিহারে। আমি খুব দুঃখিত আমি আপনাকে ঘুম ভাঙালাম।
আচ্ছা ভালো থাকবেন..?
আমি --আপনি ও। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম এরপর নাস্তা শেষ করে স্কুলে এলাম..
আনিকা দেখতে পেলাম না, মনে হচ্ছে আনিকা স্কুলে আসিনি।
আবির --তুই এইভাবে এদিকে ওদিকে কি খুঁজ করছিস..?
আমি --আনিকা দেখছি না,
.
মামুন --আনিকা স্যারের সাথে কথা বলছে দেখলাম..?
আমি --এখন কি হবে, গতকালের কথা যদি স্যার কে বলে তখন কি হবে। ভয়ে পা কাঁপতে শুরু করলো। স্কুলে সবাই ভালো জানে মাঝে মাঝে দুষ্টু করি কিন্তু এটা যদি জানাজানি তাহলে সম্মান নষ্ট হয়ে যাবে।
সাগর --কি ভাবছিস..?
আমি --কিছু না। আমি এরপর ক্লাস করতে এলাম।এক এক করে ক্লাস শেষ হলো টিফিনের সময় আদু স্যার আমাকে ডাকলো।
আদু স্যার --হাবিবুর বাপ এদিকে আয় ।
আমি --এই রে এখন কি হবে, আনিকার দিকে তাকাতেই দেখলাম মিটমিট করে হাসছে। আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এলাম..
আদু স্যার --বাপ আমাদের বাড়িতে যাহ গিয়ে তোর কাকির কাছ থেকে টাকা নিয়ে আয়।
আমি --ঠিক আছে, আমি হাঁটতে শুরু করলাম আর মনে মনে বললাম যাক বাবা বাঁচলাম। আমি স্যারের বাড়িতে এলাম..
কাকি --আয় বাপ তোমার কাকা ফোন দিয়েছিলো।
আমি --টাকা দিতে বলছে।
কাকি --এই নাও। আমি টাকা নিয়ে স্কুলে এসেই টাকা দিয়ে আনিকার কাছে এলাম।
আনিকা --ভয়ে দেখলাম আপনি বিড়াল হয়ে গেছেন।
আমি --একদমই ফাজলামি করবে না।
আফরিন --কি হয়েছে তোদের..?
আমি --গতকাল আমি আর আনিকা..
আনিকা --এই থামেন, এরপর আমি সত্যি স্যারে কাছে বিচার দিবো মনে থাকে যেনো।
আজ আবার রাতে সেই নাম্বার থেকে ফোন এলো..
.
চলবে..

No comments

info.kroyhouse24@gmail.com