Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -৯



ম্যাম আমাকে খুব মিস করছিলেন তাই না?



জানি না।



বললেই হলো?



হলো তো।



আপনি যে আমাকে খুব মিস করছিলেন আমি তা ভালো করেই বুঝে গেছি।



এখন রাখি ম্যাম, পড়া রিভিশন করতে হবে। ভালো থাকবেন।



বাহ! ভালো তো। তোমার কথা শুনে ভালো লাগলো।

আগে সব সময় আমিই কল রেখে দিতাম আর আজ তুমি নিজে থেকেই কল রেখে দিচ্ছো।



হ্যাঁ, ম্যাম আপনার পরীক্ষায় যে আমাকে ফার্স্ট হতে হবে।

আপনার থেকে পুরস্কার নিব তারপর আপনার বাসায় বিরানি খেতে যাব।

অনেক মজা করব। আর এজন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতেই হবে।

ম্যাম আমার জন্য দোয়া করবেন আমি যাতে ফার্স্ট হতে পারি।



আচ্ছাবেস্ট অফ লাক। রিভিশন করতে থাকো আর হ্যাঁ নিজের যত্ন নিও,

সময়মতো খাওয়া-দাওয়া কইরো।



আপনিও নিজের যত্ন নিয়েন, ভালোমতো খাইয়েন।

চিন্তা করিয়েন না বিয়ের পর আমি আপনাকে অনেক আদর যত্নে রাখবো।



হয়েছে আর বলতে হবেনা এবার পড়ায় মনোযোগ দেও।



পরের দিন পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসছি।

আমার পাশে শামীম বসেছে। কিরে আবিদ প্রস্তুতি কেমন?



এইতো ভালই।তোর প্রস্তুতি কেমন?

.



বেশি ভাল নারে, একটু দেখায়ইছ আমারে।



সুযোগ হলে দেখাবো নি।



চলে আসলো মেঘলা ম্যাম।



কি খবর তোমাদের? পরীক্ষার জন্য প্রস্তুত তো?



আলহামদুলিল্লাহ ভালো।আমরা পরীক্ষার জন্য প্রস্তুত।



ক্যালকুলেটর, কলম, পেন্সিল, রাবার, স্কেল সবার কাছে আছে তো?



সামনের বেঞ্চের নীলা বললো আমার কাছে পেন্সিল আর রাবার নাই।



আরে তুমি কাজটা ভালো করো নি। পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে হয়।

পরবর্তীতে আর এরকম ডেন না হয়। আশেপাশে কারো থেকে হেল্প নিয়ো।



ওকে ম্যাম ধন্যবাদ।



পরীক্ষার জন্য প্রস্তুত হও।

ম্যাম প্রশ্ন দেওয়ার আগে বললেন প্রশ্ন দেওয়ার পর কারো চোখ যেন অন্য দিকে না থাকে।

যে যা পারো তাই লিখবে। অন্যেরটা দেখে লিখলে খাতা বাতিল বলে গণ্য করা হবে।



হইছে আর বলতে হবেনা,

পরীক্ষার হলে একজন আরেকজনেরটা অল্প একটু হেল্প নিবেই সেটা আপনি ধরতেও পারবেন না।

কথাগুলো অস্তে অস্তে বল্লাম।

.



ম্যাম বললেন আবিদ তুমি কি যেন বলতেছো?



না ম্যাম কিছু না। পরীক্ষার জন্য আমরা প্রস্তুত এখন প্রশ্ন দিতে পারেন।



ম্যাম প্রশ্ন দিল।

আমি তো প্রশ্ন দেখে পুরাই অবাক!

ম্যাম কে বলেছিলাম যে চারটা ম্যাথ আমার অনেক কমন সেই চারটা

প্রশ্ন এখানে আছে আর থিওরিও যা দিছে সবই আমার কমন পড়েছে।

থিউরি অংশ 6 টা থেকে 4 টা প্রশ্ন লিখতে হবে।

প্রতিটি প্রশ্নের মান দশমিক2. 5।

আর ম্যাথ অংশে ৬ টা প্রশ্ন থেকে 4 টা প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে।

মনে মনে ম্যামকে ধন্যবাদ দিলাম।



লিখতেছি। কিছুক্ষণ পর নীলা বলতেছে এই আবিদ 2 নং ম্যাথ টা একটু দেখাও না প্লিজ।



আমি এটা করব না। তাহলে যেটা করছ সেটাই দেখাও। হঠাৎ ম্যাম বলে উঠল এই নীলা আর আবিদ তোমরা কি আলোচনা করে পরীক্ষা দিচ্ছো নাকি?

.

এমনটা করা যাবেনা, বি কেয়ারফুল।



একটু পর আবার নীলা ডাক দিল এই আবিদ কিছু দেখাও না প্লিজ।



নীলা তুমি যা পারো লিখতে থাকো আমার সব কমন পড়েছে লেখা শেষ হোক তারপর দেখাচ্ছি।



এদিকে শামীমও দেখাতে বলতেছে। আচ্ছা তুই আমার সাথেই লাখতে থাক তবে আমি তোর জন্য অপেক্ষা করতে পারব না।



আচ্ছা ঠিক আছে।



ম্যাম আমার দিকে কড়া নজরে তাকিয়ে আছে।



আধাঘন্টা পর আমার লেখা শেষ হল।

কিছুক্ষণ রিভিশন দিয়ে নীলাকে দেখতে বললাম। নীলা আমার খাতা দেখে

একটা অংক দেখামাত্রই ম্যাম নীলা আর আমার খাতাটা নিয়ে নিল।



যাইহোক আমার তো সমস্যা নেই, আমি যে লেখা আগেই শেষ করেছি।



শামীম বলে উঠলো এই যে আবিদ মেয়েদের প্রতি এতো দুর্বল হলে চলবে না।

কোন মেয়ে পরীক্ষার হলে দেখতে চাইলে তাকে দেখাতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনা ঠিক না।



আরে ব্যাটা আমি তো তোকেও দেখাইছি

আর আমার লেখা শেষ হওয়ার পর নীলাকে দেখাইতেছিলাম।

নীলা যলাগলো ধন্যবাদ আবিদ।

.

তোমার থেকে ভালো মত একটা ম্যাথ দেখছিলাম ম্যাম

যদি আর একটু পরে নিতো তাহলে আরো দু একটা ম্যাথ করতে পারতাম।



যাইহোক পরীক্ষার হলে অন্যের নির্ভর করা মোটেও ঠিক না। নিজেই পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে।



এদিকে ম্যাম আমার প্রতি খুব রাগান্বিত হয়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে।



রাত আটটার দিকে ম্যাম কল দিলো।

হ্যাঁ ম্যাম বলেন।



নীলার সাথে তোমার কী সম্পর্ক?



ওর সাথে আমার কোন সম্পর্ক নেই।ও আমার ক্লাসমেট।

পরীক্ষার আগে কখনোও ওর সাথে তেমন কথা বলা হয়নি।



নীলার সাথে তোমাকে যেন আর কথা বলতে না দেখি।



কেন ম্যাম?

.

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com