আমি তোমাকে ভুলতে পারছি না
বিশ্বাস করো, আমি চেষ্টা করেছি ..
সত্যিই আমি চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে'!
আমি চেষ্টা করেছি তোমাকে মনে না করতে! আমি হাজার বার চেষ্টা করেছি এই মন থেকে তোমাকে চিরতরে মুছে ফেলতে'!
বিশ্বাস করো, আমি চাইছি না আর তোমায় নিয়ে ভাবতে, চাইছি না আমার অনুভূতিতে তোমায় রাখতে'!
বিশ্বাস করো, আমি চাইনা তোমায় অনুভব করতে! চাই না তোমায় ফীল করতে! আমি সত্যিই চাইনা তোমার জন্য আমার মনে এতটুকুও ফিলিংস জাগাতে'!
বিশ্বাস করো, আমি সত্যিই চাই না, আমি চাই না তোমায় ভাবতে! আমি চাই না আমার মাথা ভর্তি তোমায় রাখতে! আমি চাই না আমার মনের আনাচে কানাচে কোথাও তোমায় লুকাতে'!
তবুও কেনো পারছি না ভুলতে, পারছি না মন থেকে সরাতে, পারছি না অন্য কাউকে ফীল করতে _
আমি সত্যিই পারছি না আমার মাথা ভর্তি তুমি'টা কে মাথা থেকে ডিলিট করতে! মন ভর্তি তুমি'টা কে মন থেকে মুছে ফেলতে'!
কেনো পারছি না আমি জানি না ... আমি সত্যিই জানি না'!
No comments
info.kroyhouse24@gmail.com