Breaking News

ম্যাম যখন বউ । পর্ব -১


ম্যাম, আপনার সাথে একটা পার্সোনাল কথা ছিল।

বলবো?

হ্যাঁ,বলো।
আপনার মন ভালো আছে?
বেশি ভালো নাই।
কেন, মনে কী হয়েছে?
সেটা না হয় নাই বলি।
তো ম্যাম আমি কি আপনার মন ভালো করার চেষ্টা করতে পারি?
তুমি আমার মন ভালো করবে?
হ্যাঁ।
কীভাবে?
ম্যাম আপনাকে দেখলেই আমার বুকের ভিতর কেমন জানি ধুকবুকনী শুরু হয়ে যায়।

দেহ ও মন পুলকিত হয়ে ওঠে।

সতেজ হয়ে যায় প্রতিটা অঙ্গ। আপনার সব কিছুর প্রতিই আমি মুগ্ধ।
.
ম্যাম আপনার রুপের বহর দেখলেই,

এলোমেলো হয়ে যায় আমার মনের শহর।
আপনাকে একটা ঝলক দেখলেই,
স্তব্ধ হয়ে যায় আমার চোখের পলক।
আপনার হাস্যজ্জ্বল মুখ দেখলেই,
ভুলে যাই সকল দুখ্।
দেখলে আপনার চুলের বাঁধন, হৃদয়ে জড়ো হয় হাজারো কথার গাঁথন।
বাহ!.
.
তুমি যেন কবির মতো শুরু করে দিয়েছো।
আমি যে তোমার ম্যাম।ম্যামকে তো এমন কথা বলা ভালো না।
ম্যাম, প্রেম -ভালোবাসা কোনো জাতি,ধর্ম,বর্ণ, পেশা,ছোট-বড় কোনো কিছুরই বাঁধা মানে না।
ওরে খাইছে রে! তুমি দেখি
বিশ্বপ্রেমিক হয়ে গেছো।
খুব ভালো করেই মেয়ে পটাতে পারবে।
তাই নাকি?
তো ম্যাম আপনি পটছেন নাকি?
নাতো।
ম্যাম একটা কোশ্চেন করতে পারি?
হ্যাঁ,করো।
কী করলে আপনি পটে যাবেন?
জানি না।
তো কী জানেন?
পিটাতে জানি।
সেটাতো পড়া না পারলে।
দুষ্টামি করলেও পিটাই।
ম্যাম আমি যে আপনার সাথে কোনো দুষ্টামি করতেছি না, সিরিয়াসলি বলতেছি...
কী বলো?
ম্যাম আপনাকে আমার অনেক অনেক অনেক.......... 
N সংখ্যক অনেক ভালো লাগে।
হ্যাঁ, ভালো লাগতেই পারে।
.
আমি প্রথমত আপনার সাথে প্রেম করতে চাই এবং তারপর বিয়ে করতে চাই।
প্লিজ ম্যাম আপনি পটে রাজি হয়ে জান।
ওয়াও!মামা বাড়ির আবদার। তো তুমি বিয়ে করে আমাকে খাওয়াবে কী?
আপনি যা খাবেন তাই।
আরে তুমি এখনতো লেখাপড়া করতেছো।
তোমার খরচই তো তোমার মা-বাবা বহন করতেছে।তুমি কীভাবে আমার খরচ বহন করবে?
সমস্যা নেই ম্যাম।আপনিতো জব করেন আর আমি লেখাপড়ার পাশাপাশি টিউশনি করবো।
আপনি আমাকে কয়েকটা টিউশনি ম্যানেজ করে দিবেন তাহলেই হবে।
তবে তুমি বউয়ের টাকায় সংসার চালাতে চাও?
হ্যাঁ,অবশ্যই। সরকার বলছে নারী-পুরুষের সমান অধিকার।
সরকারের কথা রাখতে এটুকতো
করতেই পারি।
আর তাছারা আমি একলা একলা কষ্ট কাজ করে টাকা উপার্জন করবো 
আর বউ বসে বসে খাবে এটা হবে না।
তুমিতো দেখি অনেক বড় হয়ে গেছো,গুছিয়ে গুছিয়ে কথা বলাও শিখে গেছো।
ধন্যবাদ ম্যাম।আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাকে পটাতে পারি।
বলুন আমিন।
দরকার নাই। এতো মানুষ থাকতে তুমি ম্যামের পিছে লাগলে কেনো?
আপনাকে ভালো লাগে তাই।
আমার কী ভালো লাগে?
আপনার সব কিছুই। বিশেষ করে আপনার আচরণ।
আচ্ছা ম্যাম,আপনার বয়স কত?
আগে তোমার বয়স বলো।
আমার ১৮ বছর।
তাহলে আমি তোমার থেকে ৫ বছরের বড়।
ব্যাপার না,মাএ ৫ বছরের বড়।
আজ পর্যন্ত দেখছো কোনো ম্যাম তার ছাএের সাথে প্রেম করে?
হ্যাঁ, দেখছিতো। আমাদের পাসের গ্রামের এক স্কুলের
ম্যাম তার ছাএকে নিয়ে পালিয়ে বিয়ে করছে?
মিথ্যা কথা বলছো।
না ম্যাম,১০০% সত্যি। আর আমি মিথ্যা কথা বলি না।মিথ্যা কথা বলা মহা পাপ।
যাক ভালো।
ম্যাম একটা রিকুয়েষ্ট করি রাখবেন?
বলো দেখি।
আমি আপনাকে তুমি করে ডাকতে পারি?
কী হলো ম্যাম উওর দিচ্ছেন না কেন?
চলবে?
গল্পঃ ম্যাম যখন বউ,২য় পর্ব ।
ভাবতে থাকেন, ভাবতে থাকেন।ম্যাম আরেকটা পার্সোনাল কোশ্চেন করতে পারি?
হ্যাঁ করো।
আপনার ফ্যামিলিতে কে কে আছে?
মা-বাবা, এক ভাই আর এক বোন।
ভাই বোন কি আপনার ছোট?
হ্যাঁ।
ওয়াও! খুব ভালো লাগলো। আপনার সাথে বিয়ে হলে শালা-শালি দুটোই পাবো।
আরে রাখো তোমার বিয়ে।
কেন ম্যাম আপনি আমাকে বিয়ে করতে পারবেন না?
কিভাবে পারবো তুমি যে আমার থেকে ছোট, তাও আবার ৬ বছরে ছোট।
তোমাকে বিয়ে করলে লোকজন কী বলবে?
ম্যাম,বয়সে বড় মহিলাকে বিয়ে করা সুন্নত।
আর বিয়ে করলে আমরা করবো, সংসার করলে আমরা করবো তাতে লোকজনের সমস্যা কী?
আর তারা যা খুশি বলুক না কেন তাতে আমাদের কী?
.
আমরা তো সমাজে বসবাস করি। এখানে একটা নির্দিষ্ট সংস্কৃতি রয়েছে। কথা-বার্তা, আচার -আচরন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিয়ে-শাদী সবকিছুই একটা নির্দিষ্ট নিয়ম কানুনের অধিনে করতে হয়।
.
তা ঠিক আছে তবে আমি এরকম অনেক দেখেছি যে, শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করেছে, বৃদ্ধ বয়সী চাচারা 15 থেকে 18 বছরের মেয়েদের বিয়ে করতে পারে, তাহলে শিক্ষিকা কেন ছাত্রকে বিয়ে করতে পারবে না? বেশি বয়সের মেয়েরা কেন কম বয়সী ছেলেদের বিয়ে করতে পারবে না?
.
দেখো তুমি আমার ছাএ।তোমার সাথে সব বিষয়ে কথা বলা সম্ভব না।
এখন আপনি আমাকে ছাত্র হিসেবে না ভাবলে পারেন না?
দয়াকরে বিয়ের পাত্র হিসেবে ভাবেন তাহলে সব বিষয়ে কথা বলতে পারবেন।
আচ্ছা ভাববো, তবে এখন না, অন্য এক সময়।
ধন্যবাদ, ময়না আপু।
ময়না আপু মানে?
আপনাকে তো এখনো পটাতে পারেনি, পটাতে পারলে ময়না পাখি বলে ডাকবো আর কি।
আর এখন ময়না আপ ডাকবো।
হাহা তুমি তো রোমান্টিকও বটে।
কথাটি অনেকেই বলে।
খুব ভালো। তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু রোমান্টিকতা অনেক পছন্দ করি।
ম্যাম, আমি কিন্তু অনেক রোমান্স করতে পারি শুধু একবার পটে দেখেন।
তাই বুঝি? আচ্ছা তুমি গান গাইতে পারো?
পারিনা তবে ওয়াসরুমে গেলে মারাত্মক গায়ক হয়ে যাই।
হাহা।.
আর আপনি যেহেতু গানের কথা বললেন তাই একটা গান শুরু করি...

"আয়নাতে ওই মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
বাহ! ভালো গাচ্ছো।
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে

মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে

তুমি কি তারে কাছে ডাকবে

হৃদয়ের কাছে সে রয় অলকে

হঠাৎ যখন তুমি দেখবে তাকে

শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
সেই হচ্ছে।
জানিনা এখন তুমি কার কথা ভাবছ

আনমনে কার ছবি চুপিচুপি আঁকছ

তুমি কি তারে ভালবাসবে (না!)

ধরা যদি দেয় সে একপলকে

দেখবে যখন তারে অবাক চোখে

দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।

আয়নাতে ওই মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
বাহ! রোমান্টিক গান। অনেক ভালো গাইছো।
.
হাততালি তো দিলেন না?
আরে মনে মনে দিছি।
ওকে মনে মনে ধন্যবাদ দিলাম।
তো ম্যাম খুদা লাগছে কিছু খাওয়াবেন কি?
বল কী খাবে?
ফুচকা আর চটপটি।
চলো তাহলে।
ফুচকার দোকানে চলে আসলাম ফুচকা দিতে লেট হচ্ছে এই সুযোগে
ম্যামের সাথে আবারো গল্প শুরু করলাম।
ম্যাম, আপনি মুভি দেখেন?
হ্যাঁ, দেখি।
কোন ধরনের মুভি দেখেন?
রোমান্টিক মুভি দেখি।
যাক ভালো।আমিও রোমান্টিক নাটক মুভি দেখি।
তো ম্যাম,শিক্ষা জীবনে প্রেম করতে ইচ্ছা হয়নি?
অল্প অল্প ইচ্ছে ছিলো তবে প্রেম করা হয়নি।
প্রপোজ তো মনে হয় অনক পেয়েছেন, আপনি দেখতে যেমন কিউট তেমনি মেধাবী।
আরে না,৪-৫ পা পেয়েছি। রাগি ছিলাম তো।
অনেকেই পিছে পিছে ঘুরতো, বলতে সাহস পায় নি।
আপনার কাউকে ভালো লাগে নি?
একজনকে ভালো লাগছিলো।
তারপর?
কিছু দিন পর জানতে পারি উনি বিবাহিত।
আহা! কী কষ্ট। তারপর আর কাউকে ভালো লাগে নি?
না।
আপনি কোন ধরনের ছেলে পছন্দ করেন?
রোমান্টিক আর রসিক ছেলে ভালো লাগে।
যাক, তাহলে এক্ষেত্রে আমাকে বিবেচনায় নিতে পারেন।
ম্যাম একটা ছোট রিকুয়েষ্ট করতে পারি?
হ্যাঁ করো।

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com