Breaking News

বিয়ের কাবিন নামা পড়ে সাইন করা উচিৎ

 


বিয়ে পড়ানোর সময় !কি কি হয় তা আমার প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু এই বিয়েতে বা এই অংশে যা হয়েছিলো তা আমি জীবনে প্রথম

দেখেছিলাম...।
কনে আমাকে জিজ্ঞেস করেছিলো 'আপু আপনি কি ব্যাপারটা ক্যাপশনে লেখবেন?'
উত্তরে বলেছিলাম ' হ্যাঁ অবশ্যই, আপনার মত সবারই এই কাজ করা উচিৎ !
আচ্ছা আসল কথায় আসি,বিয়ের কাবিন নামায় ইজাজাত নেয়ার পর সবাই তো কনের সাইন নিয়ে মসজিদে চলে যায় কনেরা ঝটপট সাইনও করে দিয়ে দেয়।
আমি কোনো কনেকে দেখিনি কাবিনের কাগজ পড়তে ।কিন্তু সবার পড়া উচিৎ । আজ যাকে নিয়ে লিখছি সেই কনে কাবিন নামায় সাইন করার আগে হঠাৎ বলে ওঠে ' ১৭ নম্বর পয়েন্টটা খালি কেন??'
কাজির চাহনিটা আমি আপনাদের দেখাতে যদি পারতাম!!!! 😂
১৭ নম্বর পয়েন্টে ছিলো - কনে বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে পারবে, চাকরি করতে পারবে, এতে বর পক্ষের আপত্তি থাকবে না'
কনে সেই কথা গুলো লেখিয়ে তারপর সাইন করলো!
আমি তো বাহবা দিচ্ছিলাম কয়েক মিনিট পরপর।।।সবারই যে কোনো কাগজ সাইন করবার আগে পুরোটা পড়ে তারপরই সাইন করা উচিৎ।

No comments

info.kroyhouse24@gmail.com