Breaking News

প্রিয় মানুষটি হারানোর বেদনা খুবই কষ্টকর

ফেসবুকের পাসওয়ার্ড পরস্পর ভাগ করে নিয়েছ নিজেদেরকে উদার প্রমাণ করতে...

সারা দুনিয়াকে জানিয়ে দিতে মনের সুখে লিখলে In a relationship...
তাকে খুশি করতে কলারটোন দিলে তার প্রিয় কোন গান/কবিতা...
প্রতি রাতে তোমাকে শোনানো গান/কবিতা দিলে রিংটোন হিসেবে...
ভালোবাসার মানুষটির পছন্দকে প্রাধান্য দিয়ে তার প্রিয় রঙের জামাটিই কিনছ তুমি...
তার কল/এসএমএস না পেলে তোমার খেতে ইচ্ছে করে না...
প্রতি রাতে কথা না হলে তোমার ঘুম আসে না...
সে 'জান', 'বাবু', 'মানিক', 'কলিজার টুকরো' এসব না বললে তোমার কোন কাজেই মন বসে না...
তার আহ্লাদি অনুরোধ ছাড়া পড়ার টেবিলে বসতে তোমার ভালো লাগে না...
.
কিন্তু মাঝেমাঝে দিনশেষে একটু হিসেব করে দেখিও,
নিজের মনের আয়নায় মাঝেমাঝে একটু দাঁড়িয়ে দেখিও,
তার অন্তরে মাঝেমাঝে নাড়া দিয়ে দেখিও,
যার জন্য এতকিছু, এত নির্ভরশীলতা, সে মানুষটি আসলেই তোমার কি না?
না হয় একদিন ভোর হলেই দেখবে—
ফেসবুকের পাসওয়ার্ড ঠিকই আছে...
In a relationship ঠিকই আছে...
সেই কলারটোন/রিংটোন ঠিকই আছে...
পছন্দের জামাটি ঠিকই আছে...
খাওয়া-ঘুমের ইচ্ছেটা কল/এসএমএস এর ওপর ঠিকই আছে...
'জান', 'বাবু', 'মানিক', 'কলিজার টুকরো' শব্দগুলো ঠিকই আছে...
আহ্লাদি অনুরোধ ছাড়া পড়ার টেবিলে না বসার অভ্যাস ঠিকই আছে...
.
শুধু সেই কাঙ্ক্ষিত মানুষটি আর তোমার নেই!
সত্যিই নেই, আজীবনের জন্য নেই!!
তখন বড়জোর তুমি চোখের জলে পাসওয়ার্ড, কলারটোন, রিংটোন,
রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করতে পারবে।
কিন্তু অভ্যাস আর নির্ভরশীলতা তোমাকে অসহায় করে ফেলবে, ভীষণ অসহায়!!

No comments

info.kroyhouse24@gmail.com