Breaking News

শ্যামলীদের গল্প

 শ্বশুরবাড়িতে অনেক আশা নিয়ে প্রবেশ করেছিল শ্যামলী!

স্বামী সংসার নিয়ে সুখের থাকবে বলে বুক বেঁধেছিল।

অথচ বিয়ের একমাসের মাথায় শ্যামলীর বাবাকে ফোন দিল শ্যামলী।

মেয়ে সুখে আছে কি না, জানতে হাসিহাসি মুখে ফোন কানে ধরলেন শ্যামলীর বাবা।

' বাবা,আমাকে বাঁচাও। ওরা আমায় মেরে ফেলবে, বাবা।
আমার খুব ভয় করছে, বাবা। বাঁচাও আমাকে। ''
হাউমাউ করে কেঁদে উঠল শ্যামলী। শ্যামলীর বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে।
মেয়েকে শান্তনা দেওয়ার আগেই কল কেটে যায়। অস্থির হয়ে যান শ্যামলীর বাবা।
সে রাতেই ট্রেন চেপে রওনা দেন ঢাকার উদ্দেশ্যে।
অথচ মেয়ের শ্বশুরবাড়িতে মরা কান্না শুনে বুকটা মোচড় দিয়ে উঠে শ্যামলীর বাবার।
তার শ্যামলী ঠিক আছে তো? বেঁচে আছে তো?
না, শ্যামলী বেঁচে নেই। ওই পা'ষণ্ডরা শ্যামলীকে গলা টি'পে মেরে বাড়ি ছেড়ে পালিয়েছে।
অতঃপর আরো এক বাবার কোল খালি হল!
লাল বেনারসি পড়ে শশুরবাড়ি প্রবেশ করা শ্যামলী অত্যাচারের কষ্টে নীল হয়ে সাদা শাড়ি পড়ে কবরে গেল!
হায়! নিয়তি এত নিষ্ঠুর কেন? উপন্যাসের পাতায় শ্যামলীরা এত অসহায় কেন?
শ্যামলীদের গল্পগুলো এত বিষাদঘেরা কেন?

No comments

info.kroyhouse24@gmail.com