নিয়তি । পর্ব - ০৩
সব মেয়েরা মেহেদি দিতে পারবে।
প্রচুর লোক এনেছেন মেহেদি দেওয়ানোর জন্য
আরাফ চৌধুরী (রাত্রীর ব্রো[ফারজানা বেগমের ২য় সন্তান])।রাত্রী মেহেদি দেওয়ার জন্য যাচ্ছিলো।
হঠাৎ করে ১জনের ধাক্কা খেয়ে পরে যেতে নেয় সেই সময় ছেলেটি তার হাত ধরে নেয়।
- দেখে চলতে পারেন না।।আকাশ
- স,সরি ভাইয়া আমি আসলে দেখেনি।।রাত্রী
- আমার তো মনে হয় আপনি ইচ্ছা করেই...।।আকাশ
- কি বলতে চাচ্ছেন কি আপনি, আমি ইচ্ছা করে পরতে চেয়েছি?আমার কি খেয়েদেয়ে
কাজ নাই নাকি যে আপনার উপরই পরতে যাব।।রাত্রী
- আপনাদের মত মেয়েরা তো....।।আকাশ
- কি হয়েছে আকাশ??।।আশরাফ
- দেখ না এই মেয়েটা আমার গায়ের উপর পরেছে।।আকাশ
- আমি ভুলে পরেছি।।রাত্রী
- ও তো ভুলে পরেছে আকাশ।।আশরাফ
- কিন্তু..।।আকাশ
- আকাশ কোনো কিন্তু না,যাই হোক ওর সাথে পরিচয় করিয়ে দেই ও হলো আমার ছোট বোন,রাত্রী,আর রাত্রী ও হলো আমার বেস্টি প্লাস বড়ের চাচাতো ছোট ভাই।।আশরাফ
.
নিজের রুমে বসে রাগে ফুসছে রাত্রী,ছেলেটা নাকি তাকে বলল গায়ে পড়া স্বভাবের মেয়ে,
ছিহঃ ভাবতেই তা ঘৃণা হচ্ছে।
- কি করছিস তুই এখানে।।সামান্তা(রাত্রীর কাজিন)
- নাচছি।।রাত্রী
- কিহ আমি তো দেখতে পারছি না।।সামান্তা
রাত্রী সামান্তার দিকে ফিরে সামান্তাকে জরিয়ে কান্না শুরু করল।
আগে কখনো কেউ ওর সাথে এভাবে কাথা বলে নি।
- কি হয়েছে বলবি তো।।সামান্তা
রাত্রী সামান্তাকে সব খুলে বলল।
- তুই ও না এইটুকু নিয়ে মন খারাপ করে বসে আছিস,চল মেহেদি লাগাবি।।সামান্তা
- না ঘুমানোর আাগে লাগাবো।।রাত্রী
- ওহ জানিস আকাশ এর উপর না এখানে প্রতিট মেয়ে ক্রাশ খেয়েছে।।সামান্তা
- কিহ।।রাত্রী
- হ্যাঁএএএএএ।।সামান্তা
- ওই হা/তি/র বা/চ্চা র উপর সবাই ক্রাশ খেয়েছে?।।রাত্রী
- হা/তি/র বা/চ্চা বলছিস কেন ওকি মোটা নাকি।।সামান্তা
- না মোটা না কিন্তু ঠিক মতো হাটতে পারে না হাতির মত জায়গা নিয়ে চলে।।রাত্রী
- হয়েছে এবার চল নাচবি।।সামান্তা
- নাআআআআআআআআআআআআআআআ।।রাত্রী
- ওকে বাবা ওকে আস্তে বল।।সামান্তা
.
রাত ১টার মত বাজে, রাত্রী ছাদে দাড়িয়ে আকাশ দেখছে।
- আমাকে দেখছেন কেন মিস রাত্রী।।আকাশ
- আমি তো আপনাকে দেখছি না আকাশ কে দেখছি।।রাত্রী
- তাহলে আমাকেই তো দেখছেন।।আকাশ
- মজা বন্ধ করবেন।।রাত্রী
- হে করলাম।।রাত্রীর থেকে কিছু দূরে দাঁড়িয়ে বলল আকাশ
- তো আপনি মেডিকেলে আছেন তাইতো।।রাত্রী
- হ্যাঁ বাট আপনাকে কে বলল?।।আকাশ
- ব্রো ওইসময় বলল না আপনি ওর বেস্টি।।রাত্রী
- তাও ঠিক তা আপনি কিসে পরেন?।।আকাশ
- কলেজ ১ম বর্ষ।।রাত্রী
- ও আচ্ছা।।আকাশ
- তা আপনি এখানে কি করছেন।।রাত্রী
- আমি ছাদে...।। আকাশ
- ছাদে না এই বাড়িতে কি করছেন।।রাত্রী
- আমি সহ আমাদের কাজিনদের মধ্যে কয়েক জন আজ এখানে থাকব
কাল বড় পক্ষের সাথে চলে যাবো।।আকাশ
- ও আচ্ছা।।রাত্রী বলেই চলে গেল
.
এখন বউ বড়ের বিয়ে পরানোর সময়।সবাই শুভ্র রঙ পরেছে।
বিয়ে পরানোর সময় রাত্রী ও মুনের দিকে ৪ জন (রাত্রীর দিকে ৩ ও মুনের দিক ১জন) তাকিয়ে ছিল
গভীর দৃষ্টিতে।
.
বিয়ে পরানো শেষে সবাই লাল রঙ পরল।রাত্রী,মুন,সামান্তা,পিওনি,
আসমা ছাদে এসেছে ছবি তুলতে।
- তোমরা এখানে ছবি তুলছো।।আদিব(কাজিন)
- জি ভাইয়া বাট আপনি এখানে কি করছেন?।।পিওনি
- এমনি হাঁটতে এলাম কেন আসা যাবে না?।।আদিব
- তা কেন হবে আমরা কি তা বলেছি নাকি।।আসমা
- ও তো রাত্রী তোমরা কি ছুটি নিয়ে এসেছো।।আদিব
- না ভাইয়া,টিচার কে জানিয়ে এসেছি।।মুন
- ও আচ্ছা।।আদিব বলেই চলে গেল
- রাত্রী আদিব ভাইয়া কিন্তু তোকে ভালোবাসে।।আসমা
- তা তো ও যানেই।।মুন
- তাহলে ও আদিবের সাথে এমন ব্যবহার করে কেন যে ও জানে না।।পিওনি
- এসব বাদ দিবি।।সামান্তা
.
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com