জীবন বড়ই বৈচিত্রময়
যাকে ছাড়া এক মূহুর্ত থাকা যায় না,দম বন্ধ হয়ে আসে–
একটা সময় তাকে ছাড়াও মানুষ দিব্যি ভালো থাকে,প্রাণ ভরে নিঃশ্বাস নেয়!
যে মানুষটা খারাপ সময়ে মানসিক সাপোর্ট দিয়ে যায়,আঁকড়ে ধরে রাখে শক্ত ভাবে,
নিজের মূল্যবান সময় যত্ন দিয়ে হতাশা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে পৌঁছুতে সাহায্য করে–
ভালো সময় আসার পর তাকেও মানুষ ভুলে যায়!বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধটুকুও আর থাকে না তখন!
হাত ছুঁয়ে ওয়াদা করা মানুষটাও অন্য কারো সংসারে মন দেয়,
অন্য বিছানায় কোলাজ সুখ নেয়!
কারো অবহেলার যন্ত্রণা সহ্য করতে না পেরে যে মানুষটা দিনের পর দিন
সোশাল মিডিয়ায় একের পর এক স্যাড স্ট্যাটাস-স্টোরি শেয়ার করেই যেত,
সেই মানুষটাও একদিন ভালো থাকা শিখে যায়;অনলাইনেও খুব একটা দেখা যায় না তাকে!
যে মানুষটার বুকে সামান্য একটু মাথা রাখতে সারাক্ষণ ব্যকুল হয়ে থাকতো,
সেই মানুষটা ছাড়াই অন্য বুকে মাথা রেখে মানুষ ঠিকই সুখ নেয়!
যে মানুষটার জন্য নিজের সব সুখ-শান্তি,
সর্বস্ব বিসর্জন দিয়ে দেয়;সেই মানুষটাও একটা সময় আর খোঁজটুকুও নেয় না তার!
দীর্ঘ দিনের সম্পর্ক,
ভালোবাসা থেকে বিয়ে অবধি গড়া সম্পর্ককেও ভাঙ্গতে দেখেছি নিজের চোখের সামনে!
"সময়ের সাথে সাথে মানুষের মন আর চেহারা দুটোই পরিবর্তন হয়!"
সেখানে কোনো সম্পর্ক যে আজীবন টিকে থাকবে কিংবা কোনো মানুষ যে আজীবনই পাশে থাকবে;
এমনটা ধারণা করা নিছক বোকামি!
পৃথিবীতে কোনো মানুষই চিরকাল কারো পাশে থাকে না!
তবে জীবনে আসা প্রত্যেকটা মানুষের 'স্মৃতি' মানুষের পাশে চিরকাল থাকে!
আর সেই স্মৃতি আঁকড়ে ধরে কেউ কেউ নিজের মনকে সান্ত্বনা দিয়ে যায়
আবার কেউ কেউ সেই স্মৃতি মনে করেই বারবার মূর্ছা যায়!
তবুও মানুষ সবকিছু ভুলে ভালো থাকে–ভালো থাকতে শিখে যায়!
No comments
info.kroyhouse24@gmail.com