Breaking News

আজও অপেক্ষায় আছি

ছেলে:- i love you!

মেয়ে:- কত টাকা রোজগার করো?
ছেলে:- (একটু অবাক হয়ে) এ কেমন কথা?
প্রেম করতে গেলে টাকা লাগে নাকি?
মেয়ে:- টাকা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নেই,
যার ততবেশি টাকা, তার ভালোবাসা ততো খাঁটি!
ছেলে:- আচ্ছা টাকা দিয়ে সুখ কেনা যায়?
.
মেয়ে:- আচ্ছা টাকা ছাড়া সুখের সংসার গড়া যায়?
ছেলে:- ভালোবাসা থাকলে জীবনে সুখ গুলো ঠিক আসবে!
মেয়ে:- সংসারে অভাব আসলে ভালোবাসা ঠিক হারিয়ে যাবে!
ছেলে:- আমি তো এখুনি তোমাকে বিয়ে করেছি না.....
তাই সংসার হতে দেরি আছে!
মেয়ে:- তোমার সাথে প্রেম করলেই যে তুমি প্রতিষ্টিত হবে
তার তো কোনো নিশ্চয়তা নেই!
ছেলে:- হয়তো নেই কিন্তু....
বিশ্বাস তো রাখতে পারো....
মেয়ে:- তোমার নিজের উপরে বিশ্বাস আছে?
ছেলে:- হ্যাঁ, আছে.....
মেয়ে:- আমাকে যে ভালোবাসো বলছো আমার উপর বিশ্বাস আছে?
ছেলে:- হ্যাঁ, আছে.....
মেয়ে:- তাহলে ৩ বছর সময় দিলাম নিজেকে প্রতিষ্টিত করে দেখাও।
এই সময়ের মধ্যে তুমি আমার কোনো খবর পাবে না
তবে আমি তোমার অপেক্ষা করবো, তোমার প্রেম টা সত্যি বলে মেনে নিবো....
রাজি আছো....?
ছেলে:- তোমার সাথে মাজে মাজে ফোনে কথা বলা যাবে না?
মেয়ে:- না যাবে না.....
রাজি আছো কি বলো?
ছেলে:- ঠিক আছে, এটাই যদি আমার ভালোবাসা পাওয়ার একমাত্র পথ হয়ে থাকে,
তাহলে আমি রাজি আছি...
.
মেয়ে:- ভালো থেকো ......
ছেলে:- অপেক্ষায় থেকো.....
এভাবেই ৩ টি বছর কেটে গেলো, সিনেমার গল্পের মতোই ছেলেটির ভাগ্য
তার সঙ্গ দিলো, সে জীবনে প্রতিষ্টিত
হয়ে বাড়ি ফিরেই মেয়েটির খোঁজে তার বাড়ি গেলো......
মেয়েটির বাবা দরজা খুলে তাকে বললো
"আমি জানতাম তুমি আসবে বাবা"
ছেলেটা কিছুটা হতবাক হয়ে তার
প্রেমিকার খোঁজ করলে মেয়েটির বাবা
তাকে বাগানের এক পাশে এক সমাধির
পাশে দার করিয়ে তার হাতে একটা চিঠি দিলো আর বললো....
তোমার ভালোবাসা এখন ঘুমাচ্ছে,
সে যে চিরতরে ঘুমিয়ে গিয়েছে...."
কথা গুলো শোনা মাত্রই ছেলেটি
মাটিতে পড়ে গেলো, আর চিৎকার করে কান্না শুরু করলো.....
কিছুক্ষন পর সে মেয়েটির লেখা চিঠিটা
খুলে দেখলো তাতে লেখা ছিলো......
.
"আমি জানি এখন তুমি আমার শর্তে জিতে
গিয়েছো আর আমি জীবনের কাছে হেরে
গিয়েছি,আমার বাবা তোমাকে আমার লেখা
শেষ চিঠিটা তোমার হাতে দিয়েছে আর তুমি
আমার সমাধির পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছো....
আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো
তবু তোমার প্রতি আমার অনুভূতি গুলো
আমি কোনদিন তোমাকে বুঝতে দেইনি
কারন আমি জানতাম এই ক্যান্সার এর মতো
মরন রোগ আমাকে তোমার সঙ্গী হতে দেবে না.....
আর তোমার জীবনের সব থেকে বেশি
গুরুত্বপূর্ণ সময়টা আমি নষ্ট করতে চাই নি
.
কারন তোমাকে তোমার পরিবারের প্রয়োজনে
জীবনের প্রয়জনে অনেক এগিয়ে যেতে হবে
তাই তোমার সাথে একটু অভিনয় করে
তোমাকে আমার জীবন থেকে দূর করেছি....
আসলে আমিও তোমাকে অনেক বেশি
ভালোবাসি সেটা চাইলেও কোনোদিন
তোমাকে বলতে পারিনি, কি বা করতাম
বলো, সবার কপালে যে সুখ থাকে না .....
এখনো কাঁদছো?
আমার কিন্তু আরো কষ্ট হচ্ছে তোমাকে
এভাবে কাঁদতে দেখতে পারছি না,
পারলে আমাকে ক্ষমা করো....
আমি কিন্তু নিজের কথা রেখেছি,
দেখো এই মাটিতে শুয়ে তোমার জন্য
আজো অপেক্ষা করে রয়েছি....🥰

No comments

info.kroyhouse24@gmail.com