Breaking News

যে যেতেচায় তাকে জোর করে ধরে রেখনা

 

কাউকে জোর করতে নেই ... যে যায় সে কখনো সেখানে ছিলো না।

যারা ছেড়ে গিয়ে ভাবে ছেড়ে আসা ভুল , তারা ফিরে আসলেও ভুল...।

যাকে যে কারনেই আমরা হারিয়ে ফেলি .. কিংবা ফেলে আসি ...

সেখানকার কোথাও ফিরে যাওয়া উচিত নয়..।

জীবনকে যতটা সহজ করে নিতে জানবেন, জীবন ততটাই সহজ হয়।
যে সব ব্যাপার ঘটে গেছে সেসব নিয়ে হিসেব তো করছিই প্রতিনিয়ত ..
এবার সামনে কি করবো সেইটা নিয়ে ভাবি ..।
হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে নিতে নেই ঠিক ,
তবে সেখানে করা ভুল খুঁজে না বের করতে পারলে অন্য কারো সাথে জড়ানো উচিত নয়।

যারা ভুল না জেনেই বা নিজের কোন ব্যাপারগুলো আগের সম্পর্ক
বা দিনগুলোকে প্রতিনিয়ত দূরে সরিয়ে দিয়েছে তা জানা উচিত ...।
মানুষকে বলা বা শুনিয়ে নয়.. নিজেকেই নিজের ভুল খুঁজতে হয়।
কারন মানুষকে বলতে গেলে অনেক সত্য আমরা আড়ালে রেখেই গল্প এগোতে থাকি ...।
বুঝতে থাকি অপরজনের সেন্টিমেন্ট যে তারা কতটা এডোভটিভ ...।
মানিয়ে নেয়ার ব্যাপারটা শুরু হয় এখান থেকে আর একটা সময় যখন
আমরা কাউকে ছেড়ে আসি এই ব্যাপারটা যেন চোখের সামন্ মস্ত একটা ভুল হিসেবে আসে ...।
ভুল হয় আমাদের , আমরা ভুল করি - কম বেশি ভুল থেকেই শিখি ...।
মিথ্যা আশ্বাসের চেয়ে সত্য সুন্দর ...
কান্নার চেয়ে সংকল্প আর ভালোবাসলে মেঘের মত শান্ত হতে হয় ..।
মেঘেরা কোথায় যেতে হবে না জেনেও গন্তব্যহীন ...
কখনো আসছে বৃষ্টি , কখনো আবার ফিরে আসছি ...।
আমার কাছে পুরো ব্যাপারটায় একটা ব্যাপার ভাবতে ভালো লাগে -
যেখানে স্বাধীনতা আর মানসিক শান্তির নিরাময়কগুলো একটা হাসি কিংবা
ছোট কোন কথায় সেরে নেয়া যায়,
জীবনের জটিল সমস্যা গুলো তারা কথা না বলেও সলভ করতেই পারে ...।
আমরা কেবল ভাবতে থাকি বেশি ...
পেলে ভালো লাগে না, না পেলে পেতে মন চায় যেন সবটা মনোযোগ সেখানেই আর
তোষামোদ পেলে বসে যাই ...।
নিজেকে কেউ বুঝে না বলে নিজে কাউকে বোঁঝার চেষ্টা করি কই?
সব তো এগিয়ে যাচ্ছে অথচ সম্পর্ক সম্পর্ক বলে চেচানো একটা
জেনারেশান আমরা নিজেরা কেমন আছি ... কি হচ্ছে আশে পাশে ...
আমি কি আমার জায়গা থেকে একটা বেশি কিছু করা যায় না
ভেবে কাকে আরেকটু টেনে নামানো যায় ভাবতে থাকি ..।

প্রকৃত অর্থে যখন কাউকে নিয়ে সমালোচনার সময়টার বদলে নিজের কাজের দিকে তাকাই ,
সেই একটা দৃষ্টিও আমাদের এগিয়ে নেয়।
কাউকে কথাটা রাখতে চাওয়াটা যেমন একটা দ্বায়িত্ববোধ , কথা কখনোই ফিরিয়ে নিতে নেই ..
একবার ফিরিয়ে নিলে বারবার তাড়া করবে ..
তাই কথা দিয়ে কথা রাখতে পারা নিঃসন্দেহে একটা সাহসিকতার কাজ ..।
যারা পারে ... বলা যায় তারাই ম্যাচিয়ুর।
যে কথা তুমি রাখতে পারবে না সে কথাটা নিয়ে কথা না হোক।

No comments

info.kroyhouse24@gmail.com