Breaking News

সাক্ষী কেবল রাতের তারা



 সাক্ষী কেবল রাতের তারা,

ভালো আছো আমায় ছাড়া?
দিব্যি কা'টো চাঁদকে ছুঁয়ে,
সুখ পেয়েছো দুঃখ দিয়ে?
সাক্ষী কেবল রাতের ঘুম,
বিলায় কি কেউ–তোমায় চুম?
যখন তখন বায়না ধরো,
এখন কার পায়ে পড়?
সত্যিটা আজ বলে যাও,
মিথ্যা বলা ছেড়ে দাও।
পোষ মানালাম যে পাখিটা,
ভেজায় কেবল দুই আঁখিটা!
সাক্ষী কেবল চোখের জল,
দুঃখগুলো আমায় বল।
আমি জানি রাতের তারা,
ভালো নেই আমায় ছাড়া!
সুখের খোঁজে নক্ষত্র,
ভুলে যায় জাত-গোত্র!
চাঁদের পাশে তারা থাকে,
জোছনা রাতে স্বপ্ন আঁকে।
বলছি তাই আজকে আমি,
ভালো নেই মোটেও তুমি–
জানি আমি,সবটা জানি!

No comments

info.kroyhouse24@gmail.com