Breaking News

কবিতাঃ শেষ ও প্রমিক কি তার পরোয়া করে

কবিতা- শেষ


শেষ একটা বিকেল যদি আমাদের হতো

জনাকীর্ণ শহরে ট্রামে চড়ে দুজনে

লাল সূর্যাস্ত দেখতাম ,

অথবা তোমার চোখের ছাতিমে চোখ রেখে

দেখতাম কিছু নিঃশব্দে উড়ে যাওয়া পাখি ।

শেষ একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা যদি আমাদের হতো

দেখতাম কিছু কদম ফুলের বুক ছুঁয়ে ঝরা

একরোখা বিধ্বস্ত বৃষ্টির ফোটা ।

মদ আর মাতালেরʼও তো একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা হয় !

শেষ একটা জোৎস্না রাত যদি আমাদের হতো

তোমার পাশে বসার বিনিময়ে কিছু বাউন্ডুলে

নক্ষত্র বন্দী করে রেখে দিতাম ।

একটা জোৎস্না রাত তো পলাতকা ডাহুকিরʼও হয় !

শেষ একটা ফুলেল বসন্ত যদি আমাদের হতো

ময়দানের পাশে সবুজ গালিচায় বসে দেখতাম

মনা পাগলার আপন মনে লাল লাল

শিমুল ফুল কুড়ানোর খুনসুটি ।

একটা বসন্ত তো পাগলার অতীত প্রেমিকারʼও হয় !

শেষ একটা আখেরি দিন যদি আমাদের হতো

তপ্ত শ্মশানের চিতার পাশে বসে তোমার

চলে যাওয়ার দৃশ্য হাসিমুখে হজম করে নিতাম ।

একটা দিন তো হৃদয়ের অন্ত্যেষ্টিক্রিয়ারʼও প্রয়োজন হয়॥






কবিতা - প্রমিক কি তার পরোয়া করে





প্রেমিক হলে লোকসমাজে

কলঙ্ক-ই মিলে

প্রেমিক কি তার পরোয়া করে

দুনিয়া কি বলে৷



তার তো সম্মানের আশা

বা অপমানের ভয় নেই

সে তো ঘৃণা কেও

ভালোবাসার চাদরে মুড়িয়ে নেই৷



যার হৃদয়ে সূর্যের মতো

প্রেমের অগ্নিকুণ্ডের অবস্থান

তার চোখের পানিকেও

ভয় করে নরক বা যাহান্নাম৷




No comments

info.kroyhouse24@gmail.com