তোমার আয়োজন
দর্পণ এর আয়োজন
মন ভরিয়ে রাখে সর্বক্ষণ,
সত্য আর বস্তুনিষ্ঠ সংবাদ করে পরিবেশন
বাঙালির অন্তঃসত্ত্বা রাখে জাগরণ।
চাওয়া পাওয়ার অনেক আছে হিসাব
নান রুটির সাথে খেতে মজা কাবাব,
সকলের ভাগ্যে কি মিলে সব
কেউ থাকে তাকিয়ে দেয় না কেউ জবাব।
সত্য পথের আয়না তুমি
দর্প কে চুর্ণ করার দায়িত্ব তোমার কাঁধে,
তোমার দাঁড়ানো স্থান বাংলা মায়ের ভূমি
চলার পথে অপশক্তি গুলো জানি বাঁধ সাধে।
সকল বাঁধা এড়িয়ে হও সম্মুখে আগুয়ান
অবশ্যই একদিন শুনবে জয়ও গান,
স্বস্তিবোধ করবে সেই দিন শীতল হবে প্রাণ
নিশ্চিত কণ্ঠে বলতে পারি রক্ষা করবে বাংলা মায়ের মান।
উত্তর অঞ্চলের এক জেলা থেকে প্রকাশিত
তোমার সত্যের গুণে হয়েছি আজ একত্রিত,
সমস্ত বাংলায় তুমি আজ সমাদৃত
সর্বদা সুপ্ত প্রতিভা কে করছো প্রকাশিত।
দর্পণ তোমাকে নিয়ে অনেক স্বপ্ন হৃদয়ে জাগে
তোমার জন্ম হয়নি কেনো আরও আগে,
তোমার নির্ভীক সৈনিক দেখে মিথ্যা গুলো ভাগে
তোমায় নিয়ে অনেক পরিকল্পনা চলে সঙ্গে।
No comments
info.kroyhouse24@gmail.com