নিয়তি । পর্ব - ০২
২জনেই পৌঁছে গেছে রাত্রীর বাবার বাসায়।
তারা যখন গেট দিয়ে ভিতরে ঢুকল তখনই দেখতে পেল ইআআআ বড় ২ টা স্টেজ।১টা কনের ১টা বড়ের।
স্টেজ দেখে রাত্রী অনেকটাই খুশি হল।
ওরা ভিতরে ঢুকেই দেখল তাদের মায়েরা বসে বসে গল্প করছে।
মুন ঢুকেই চুপিচুপি পিয়ে ফারজানা বেগমের(মুনের মা)চোখ ধরল।
- বলত কে ধরেছে?।।ফয়জুন্নেসা জাহান(রাত্রীর মা)
- কে আবারা আমার পাজি মেয়ে।।ফারজানা
- সত্যি বলতে ও পাজি ই আন্টি।।ফয়জু্ন্নেসার গলা জরিয়ে বলল রাত্রী
- আন্টিইইইইইইইইই।।মুন
- নাহ ও তো অনেক ভালো মেয়ে তুইনা খারাপ।।ফয়জুন্নেসা
- তোরা চলে এসেছিস?।।রিতু(রাত্রীর বোন)
- কেন চোখে দেখ না?।।মুন
- আম্মু এই অন্ধ মেয়ে কে বিয়ে করে আমার দুলাভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে এরথেকে ভালো মুনের সাথে বিয়ে দিয়ে দিয়া।।রাত্রী
- রাতুুউউউউউউউউউউউ।।মুন ও রিতু একসাথে (রেগে রাত্রী কে রাতু বলছে)
২জনই ধাওয়া করল রাত্রী কে।আর তাদের মারা তো হাসতে হাসতে শেষ।
.
২স্টেজে বসে আাছে রিতু ও আহান।২জনকে দেখতে অনেক সুন্দর লাগছে।
আজকে রাত্রী পরেছে হলুদ লেহেঙ্গা,গলায় ভারি ১টা নেকলেস,কানে ঝুমকো,২হাতে ২টি ভারি চুড়ি আর হালকা মেকআপ।
.
নিজের কাজিনদের সাথে বসে গল্প করছে আাকাশ।সেই মুহূর্তে ওর চোখ গেল কনের গায়ে হলুদ লাগানো এক রূপসির উপর। মেয়েটাকে তার এক মায়াবীনি মনে হল।মেয়েটার মুখে রয়েছে প্রচুর মায়া।
.
গায়ে হলুদের অনুষ্ঠান শেষ।এখন মেহেন্দি অনুষ্ঠান। সব মেয়েরা মেহেদি দিতে পারবে।
প্রচুর লোক এনেছেন মেহেদি দেওয়ানোর জন্য
আরাফ চৌধুরী (রাত্রীর ব্রো [ফারজানা বেগমের ২য় সন্তান ])।
রাত্রী মেহেদি দেওয়ার জন্য যাচ্ছিলো। হঠাৎ করে ১জনের........
[ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখাী অনুরোধ রইল।
আমার পক্ষে প্রতিদিন গল্প দেওয়া সম্ভব নয়। তাই আামি ১দিন পরপর দিব।
আগামী পর্ব থেকে পর্ব বড় করার চেষ্টা করব]
.
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com