Breaking News

তোমাকে আমি চাইতে পারিনা

 তোমাকে আমি চাইতে পারিনা;

বলতে পারো,
সে স্পর্ধাই আমার হয়নি।
সূচনালগ্ন হতে জানতাম
এ গল্পের কোনো উপসংহার নেই,
নেই কোনো ভবিষ্যৎ;
তবু নিজেকে থামাতে পারিনি...
নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়েছি বারবার;
খুব করে চেষ্টা করেছি
তোমায় ভুলে যেতে।
ভুলতে গিয়ে আরও বেশি
বাঁধা পড়ে গেছি মায়ায়,
ভালো না বাসতে গিয়ে আরও বেশি
ভালোবেসেছি।
তোমায় দেখেছি, হৃদয়ে ঝড় উঠেছে,
ভালোবেসেছি, ভুলে যাওয়ার চেষ্টা করেছি....
এই যে এত কিছু,
তার মাঝে একটিবারের জন্যেও
আমি তোমাকে চাইতে পারিনি।
সমাজ সংসারের ঊর্ধ্বে গিয়ে
মুখ ফুটে বলিতে পারিনি,
"আমি তাকে চাই, শুধু তাকেই!"
সৃষ্টিকর্তার কাছে
প্রার্থনা করতে পারিনি,
"হে প্রভু, তুমি সেই মানুষটিকে
আমার করে দাও".....
কী করে করতাম?
সে মুখ কি আমার ছিল?!
প্রতিনিয়ত নিজেকে লুকিয়ে রেখেছি
অশ্রুজলে সিক্ত হয়ে;
তবু তোমার কাছে
তোমাকে চাইতে পারিনি;
সে নির্ভয়তা আমার ছিল না।
তোমাকে শুধু ভালোই বেসেছি,
চাইতে আর পারিনি।
না! পাওয়ার যোগ্যও আমি ছিলাম না।
তবু তো মানুষ মরীচিকার পেছনে ছোটে!
আমি তাও পারিনি,
ঠায় দাঁড়িয়ে রয়েছি।
আশাহীন থেকেও আমি আশাহত;
চাইনি, তবু না পাওয়ার
আঘাতে রক্তাক্ত!
ভাগ্য আমায় বিদ্রুপ করে বলে,
"মুখপুড়ি!
না আছে তোর পাবার অনুমতি,
আর না আছে চাইবার অধিকার!
না আছে আধপোড়া মুখ নিয়ে
বেঁচে থাকার ক্ষমতা,
আর না আছে সর্বাঙ্গ
ঝলসে ফেলার নিঃশঙ্কতা!
এর চেয়ে বরং শেষ হয়ে যা,
তোর জন্য মৃত্যু ভালো,
বারবার করে মরে যাওয়া থেকে
সত্যিকারের মৃত্যু ভালো...."


No comments

info.kroyhouse24@gmail.com