নতুন প্রেমিক প্রেমিকাদের পড়ার অনুরোধ রইলো
তাহলে আমি বলবো কোনো অধিকার-ই নেই তোমার কাউকে ভালোবাসি বলার



কারন…..

একটা মেয়ের জীবন শুধু ধর্ষণ করলে নষ্ট হয়না



নষ্ট তখনও হয় যখন দুচোখ ভরে স্বপ্ন দেখানো মানুষটা এসে বলে



আমি তোমাকে বিয়ে করতে পারবনা

ঠিক তেমনি একটা ছেলের জীবনও শুধু নেশায় নষ্ট হয়না



নষ্ট তখন হয়

যখন কেউ শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে দেয়ার বদলে
চোখের জল পড়ার কারন হয়।
একটা মেয়ে।

তাই আমি বলি….

কাউকে ভালোবাসি বলার আগে পরিবারের দিকে তাকিয়ে দেখ
যাকে তুমি ভালোবাসি বলবে
তাকে কি তোমার পরিবার মেনে নিবে
নয়তো কষ্টটা দুজনের-ই হবে
না ভুলতে পারবে আর না ভুলাতে পারবে।

পরিবার নিয়ে যখন তোমার এত ভয় এত চিন্তাভাবনা
তাহলে অন্যকাউকে নিয়ে স্বপ্ন দেখার তোমার কি দরকার
তুমি তার জন্য অপেক্ষায় থাকো
যার হাতে তোমার পরিবার হাঁসিমুখে তোমাকে তুলে দিবে।
মনে রাখবে…..
ভালোবাসা আর পরিবার দুটো ভিন্ন
তাই……
পরিবারের মুখে হাঁসি ফোঁটাতে হলে ভালোবাসা থেকে দূরে থাকো
কয়েকদিন মিথ্যে অভিনয় করে কারও জীবনের আলোর প্রদীপ নিভিয়ে দিওনা 

No comments
info.kroyhouse24@gmail.com