Breaking News

এই ভালবাসা সারাজীবন জলুক



রিক্সায় গেলে ভাড়া ২০ টাকা, আর অটোতে ১০ টাকা। তাই অটোর জন্যই দাঁড়িয়ে ছিলাম,
কিন্তু পাচ্ছিলাম না😊 পাশেই অনেকগুলো রিক্সা দাঁড় করানো।
তাদের মাঝে একজন বলল -
রিক্সাওয়ালা- ভাই চলেন।
আমি- না।
রিক্সাওয়ালা- একটু অপেক্ষা করে আবার ডাক দিয়ে বলে ভাই চলেন।
আমি- (একটু বিরক্ত হয়ে) বল্লামনা যাব না।
রিক্সাওয়ালা - আপনি ১০ টাকাই দিয়েন। চলেন।
আমি - তাকিয়ে লোকটা কে একটু ভালোভাবে দেখলাম।
খারাপ কিছু মনে হয় নি। তাই উঠে পড়লাম।
নামলাম, ভাড়া দিলাম, তারপর একটা দোকানে ঢুকে গিয়েছি।
কিছুক্ষন পর বের হয়ে দেখি রাস্তার ঐ পাশে রিক্সাওয়ালা ভাই টা।
ফুল কিনছে.. হাতে দুইটা বিরিয়ানির প্যাকেট।

আমি কেন জানি ওনার পাশে চলে গেলাম।

গিয়ে দাঁড়িয়ে আছি। ওনি আমাকে দেখতে পেয়ে একটা হাসি দিল।

আমি- ভাই ফুল কার জন্য ?
রিক্সাওয়ালা- আপনের ভাবীর লাইগ্যা। আইজকা বিবাহবার্ষিকী।
আইজকা আর ভাড়া মারতাম না,বাসায় চইল্লা যামু।
১৭০ টাকা লাগতো। আমার কাছে ১৬০ ছিল।
এরলাইগ্যা আপনেরে ১০ টাকা দিয়াই নিয়া আইছি।
আমি- কোনা পাড়া যাবেন ?
রিক্সাওয়ালা - না, আইজকা আর ভাড়া মারতাম না।।
আমি- আরে চলেন ভাই, আপনাকে ১০ টাকা বাড়াই দিব।
এইটা বলেই আমি ওনার রিক্সায় বসে পড়েছি।
ওনি ও আর না করে নাই। নিয়ে আসছে কোনা পাড়া।
আসার পথে
আমি- আজকে শুধু ১৭০টাকাই ভাড়া মারছেন?
রিক্সাওয়ালা- না, আরো বেশি। মালিক রে টাকা দিতে হইবো। ওইটা বাদ দিয়া ১৭০টাকা।
আমি- ভাবী রে কি প্রতি বছর ই ফুল দেন ?
রিক্সাওয়ালা - হ্যাঁ। ১২ বছর ধইরা দেই। বছরে দুইবার।

একদিন বিবাহবার্ষিকী কে। আরেক দিন হইলো এপ্রিল এর ২ তারিখ।

ওইদিন আমার মাইয়া হইছে। আমরার প্রথম সন্তান।

খালি বিয়ার ১ম বছরে দিতে পারি নাই। তহন বেকার ছিলাম। হাতে কোনো কাম ছিল না।



আমি- বয়স কত আপনার মেয়ের ?



রিক্সাওয়ালা - ৯ বছর।



রিক্সা থেকে নেমে ওনাকে ১০০ টাকার দুইটা নোট দিয়ে বলেছি

এইটা দিয়ে ছোট দেখে একটা কেক ও নিয়ে যাইয়েন।

দোকানদারকে বইলেন কেক এর উপরে লিখে দিতে - শুভ বিবাহবার্ষিকী।



ওনি একদম চুপচাপ হয়ে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল।



তার থেকেও বেশি অবাক ছিলাম আমি।

ওনার প্রত্যেকটা কথা অবাক হয়ে শুনছিলাম।

.

কিছুদূর যাওয়ার পর হঠাৎ মনে পড়লো আরে অনাকে তো একটা মোমবাতি কিনে দেওয়া দরকার।



তারপর মনে হলো - ভালোই করেছি মোমবাতি না দিয়ে।

মোমবাতি দিলে তো ওরা ঐটা ফু দিয়ে নিভিয়ে দিত।

এই ভালোবাসা নিভানোর দরকার কি?



এই ভালবাসা সারাজীবন জ্বলুক!

No comments

info.kroyhouse24@gmail.com