Breaking News

ভালোবাসার চোখ । দেবী প্রসাদ মজুমদার



দু'প্রান্তে দু'জনে

ছুয়ে আছে অনুক্ষণে

না তাকিয়েও যেন দেখতে পায়

দুজনে দোহারে



সর্বক্ষণ উচাটন, নিমগ্ন প্রাণমন

সর্বব্যাপী সর্বগ্রাসী - ভাবনার প্লাবনে



আরক্তিম উষ্ঠপুট

তুমি মালবিকা উন্মুখ

নাড়ছো কড়া

কোন অচিনপুরে



অভিসিঞ্চিতা প্রিয়তমা

অভিষিক্তা দূরতমা

অনুরক্ত অনুভবে অনুক্ষণ -



বিরহক্লিষ্ট হয় সে যে -

ফিরে ফিরে চেয়ে দেখে তার

আত্মজ জনে



জ্ঞানশুন্য দিগবিদিগ,

দৃষ্টিসীমায় প্রাণাধীক -

আর কিছু মন নাহি চায়



সব দিকে সব দিশে

বিলক্ষণ ভালোবাসার রঙ

নিয়ত যেন জলাধারে তাঁর মুখ ভাসে



আতসকাঁচের গা' বেয়ে

আলো যেন ঠিকড়ে পড়ে

নানা বর্নে

তাঁর ঐ মায়া কাজলপড়া

কালো হরিনী চোখে



যেন কি এক 'অধরা মাধুরী' - তাঁর

এ ধনুকপোঁতা মেখলা

আঁখিকোনে,

আর- সোহাগ বদনী

তাঁর ঐ চাঁদপনা মুখে

No comments

info.kroyhouse24@gmail.com