পুরোটাই হয় একমাত্র মহান রাব্বুল আলামীনের ইশারায়
মানুষ তার জীবনের বেশির ভাগ সময় পার করে তার অতীতকে মনে করে।
অতীত অধিকাংশ মানুষেরই আষ্টেপৃষ্টে মিশে আছে।
হোক তা সুখের কিংবা দুঃখের অতীত।
তবে প্রতিটি মানুষই তার দুঃখের অতীতটাই বেশি মনে করে কারণ সুখের চেয়ে দুঃখের অনুভূতি
মানুষের হৃদয়কে খুব বেশি নাড়া দেয়।
শত কষ্ট হলেও মানুষ দুঃখকে আঁকড়ে বাঁচতে বেশি পছন্দ করে।
আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা
আছে যা আমাদের অতীতকে ষ্পর্শ করে গড়ে তোলা।
আমরা চাইলেও তা এড়িয়ে যেতে পারি না।
আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন বা যা কিছুই অবশিষ্ট
তা যেন আমাদের অতীতের সাথেই অধিকাংশ জড়িত।
প্রতিটি মানুষের জীবনই বড়ই অদ্ভুত।
সে জীবনে কখন কি,কি ভাবে ঘটে যায় তা সব সময়ই মানুষের জানার বাহিরে থাকে,
যখন ঘটে কেবল তখনই মানুষ বুঝতে পারে এমন কেন হলো বা হয়েছে কেন?
মানুষের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই আশ্চর্যজনক এবং তা ঘটেও আশ্চর্যজনক ভাবেই।
আর তা পুরোটাই হয় একমাত্র মহান রাব্বুল আলামীনের ইশারায়।
তিনি আমাদের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পর্যায় ক্রমে সাজিয়ে আমাদের কে দুনিয়ায়তে সৃষ্টি করেছেন।
অতীত আমাদের জীবন থেকে গত হয়ে যাওয়া একটা অংশ মাত্র।
তাই তাকে ভুলে সর্বাবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদের সামনের দিকে এগিয়ে চলা উচিত।
নতুন সূর্যের আলোয় আলোকিত হয়ে জীবনকে সাজান নতুন কোন সুখ বারতায়।
সেই প্রত্যাশায়...
No comments
info.kroyhouse24@gmail.com