Breaking News

কবিতা - বর্ষা প্রকৃতি

 বৃষ্টি পরে মুসলধারে ,

গাছগুলো সব স্নান করে।
পাতাগুলো সব নড়েচড়ে,
পুরানো পাতা ঝরে পরে।
মাঝেমাঝে মেঘ গুরগুর করে,
বিদ্যুৎ এর ঝিলিক চোখে পরে।
বাতাস যেন বনবন করে,
সূর্যিমামা উঁকি মারে।
খানাখন্দ সব জলে ভরে,
জলেতে মাছ খেলা করে।
রাস্তাগুলো ভরে জলে,
ছেলেমেয়েরা সব পিছলে পরে।
পাখিরা কিচিরমিচির বন্ধ করে,
যে যার সব বাসাতে ফেরে।
ব্যাঙ্গমা ব্যাঙ্গমীতে গান ধরে,
ঝিঝিপোকা গলা সারে।
ঘন অন্ধকার নেমে আসে,
মজার গল্পের আসর বসে।
পাঁচতরকারী ভাত লাটে ওঠে,
খিচুড়িভাত একসাথে।।


No comments

info.kroyhouse24@gmail.com