হৃদয়ের গহীনে যে শুদ্ধতা, তাঁর নামই সুখ
হৃদয়ের গহীনে যে শুদ্ধতা, তাঁর নামই সুখ।
সেখানে কেবল আনন্দ আর প্রাপ্তি থাকবে এমন নয়..!
সেখানে দুঃখ, কষ্ট, বেদনা, অনাদর- অবহেলা, শত না পাওয়া আর হতাশাও থাকবে।
সবগুলো অনুভূতি না থাকলে জীবন অপূর্ণ রয়ে যায়। সমস্ত যাতনাকে এক পাশে রেখে প্রাপ্তিটুকু উদযাপন করার নামই সুখ তথা জীবন।
কেবল অর্থ-সম্পদ, ক্ষমতা কিংবা উপড়ের চাকচিক্য দেখে সুখী ভাবার কোন কারণ নেই। ভেতরের ক্ষত অসুন্দর কিছু কখনো কাউকে দেখাতে নেই,
জীবনের কিছু অংশ লোক-চক্ষুর অন্তরালে তা অজানাই রয়ে যায়। তাই বলাই বাহুল্য প্রত্যেকের জীবনের গল্পের আড়ালে একটা অন্ধকার অধ্যায় চিরিদন অন্ধকারেই থেকে যায়।
ভাবুন তো একজন অনুভূতিহীন মানুষ যে কখনো অন্যকে বুঝতে পারে না তাঁর সাথে থাকা কতোটা কষ্টকর কিংবা সে অন্যের কাছে কতোটা বিরক্তিকর ?
বস্তুগত সম্পদ, ক্ষমতা, রূপ-যৌবন, চাকচিক্য ক্ষণিকের তরে আপনাকে যতটুকু আনন্দ বা সুখ দিবে তাঁর থেকে বহুগুণ হতাশা দিবে কারণ এ সব কিছুই আপেক্ষিক।
আনন্দ, উচ্ছলতা, স্বস্তি, শান্তি কিংবা সুখ প্রতিটি মানুষের হৃদয়ে থাকে, খুঁজে নিতে হয় কেবলই । যে যত অল্পে তুষ্ট সে ততো তাড়াতাড়ি সুখকে ছুঁতে পারে।
No comments
info.kroyhouse24@gmail.com