ভালো থাকুক পৃথিবীর সব বন্ধুত্ব
একদিন তাঁকে জিজ্ঞেস করেছিলাম,আচ্ছা ছেলে মেয়ের মধ্যে কি সত্যিই বন্ধুত্ব হয় ?
সে মৃদু হেসে এক কথায় জবাব দিয়েছিল , না কখনোই না।
আমি বললাম তবে এই এতো ভালো ভালো বন্ধুত্ব ছেলে মেয়েতে আছে হচ্ছে , সেগুলো তবে কি ?
সে এবার বলল, ওগুলোই হলো নিঃস্বার্থ ভালোবাসা।
বললো শোনো, একটা ছেলে আর একটা মেয়ের সাথে যখন খুব ভালো বন্ধুত্ব হয় ওটা আসলে সত্যিকারের ভালোবাসা।ওতে কোনো খাদ থাকে না,কোনো স্বার্থ থাকে না। কিন্তু ওরা দুজনেই দুজনের বন্ধুত্ব হারানোর ভয়ে কখনোই স্বীকার করবে না।
এমনকি দরকার হলে দুজন দুজনের জন্য অন্য প্রেমিক প্রেমিকা খুঁজে দেবে তবুও নিজেরা কখনোই স্বীকার করবে না।
এরা দুজন দুজনকে খুব ভালো বোঝে দুজনের ভালো লাগা খারাপ লাগা মেনে নিয়েই বন্ধুত্বটা এগিয়ে যায় সামনের দিকে।
এরা একজন মন খারাপ করে থাকলে অপরজনেরও মন খারাপ হয়ে যায়। খুশির খবরে খুশি হয় ।এরা প্রতিটা বিপদে একে অপরের পাশে থাকে বন্ধুত্বের নাম দিয়ে।
আবার দরকার পড়লে এরা একে অপরের লাইফ চুপচাপ সরেও যায় ।কারন চায় যে অন্য জন ভালো থাকুক সুখে থাকুক।
এই বন্ধুত্বের আড়ালে ভালোবাসা গুলো ভীষণ সুন্দর হয় আর পুরোটাই হয় নিঃস্বার্থ।
No comments
info.kroyhouse24@gmail.com