স্ত্রী প্রেগন্যান্ট হলে স্বামীর যা করনীয়
ইংরেজিতে 'প্রেগন্যান্ট অ্যান্ড প্রিটি স্টেজ' বলে একটা টার্ম আছে।
এটাকে বলে- গর্ভাবস্থার সপ্তম মাসে একজন মেয়ের উপরে স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে!
এই দেশের কতজন মেয়ে গর্ভাবস্থায় প্রোপার কেয়ারটুকু পায়?
একজন মেয়েকে ওই নয়টা মাস অন্তত মাথায় করে রাখা উচিত।
আপনার স্ত্রী যখন লজ্জায় গাল লাল করে নীচু
গলায় আপনাকে কনসিভ করার খবর জানিয়েছিলো তখন কী করেছিলেন?
আনন্দের আতিশয্যে তাকে কোলে তুলে নিয়েছিলেন?
খুবই ভালো কথা। সঙ্গে সঙ্গে নিজের কর্মতালিকাও ঠিক করে ফেলুন:-
রোজ অফিস থেকে ফিরে তার ফোলা পেটে
মাথা রেখেই কর্তব্য সম্পন্ন করবেন না। গোসল শেষে তার চুল আঁচড়ে দিন, মুখে তুলে খাইয়ে দিন।
এই সময় অনেক মেয়েই নিজের এবড়োথেবড়ো শরীর নিয়ে হীনমন্যতায় ভোগে।
তার প্রশংসা করুন। এক মুহূর্তের জন্যেও যেন তার মুখ মলিন না হয়।
আপনার মাথায় যদি থাকে- মেয়েটা পরম মমতায় আপনারই অস্তিত্ব নিজের মধ্যে ধারণ করছে;
তাহলে তাকে কোনোভাবেই অবহেলা করতে পারবেন না।
রাতে ঘুমুতে যাবার আগে তার কপালে চুমু খাওয়ার সময় মনে রাখবেন-
আপনাদের ছোটো ছোটো ভালোবাসায় পেটের বাচ্চা দারুণভাবে
আন্দোলিত হয়!
আমেরিকায় সন্তান ডেলিভারির সময় স্বামীকে
তার স্ত্রীর হাত ধরে রাখতে হয়। এর পেছনের উদ্দেশ্যও দারুণ!
সন্তান জন্মদানের সময় একজন নারী যে বর্ণনাতীত কষ্ট হাসি মুখে বরণ করে, সেটা খুব
কাছ থেকে দেখলে তাকে অবলা ভেবে
অবজ্ঞা করা সম্ভব না।
ভেবে দেখুন, আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েই
তারস্বরে কেঁদে উঠছে! সেই কান্নার শব্দ শোনা মাত্র আপনার স্ত্রী তার সব কষ্ট ভুলে যাচ্ছে!
সদ্য মা হওয়া আপনার স্ত্রীর চোখে আনন্দাশ্রু
আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি।
এই অলৌকিক দৃশ্য এক্সপেরিয়েন্স করতে ইচ্ছা
হয় না?
No comments
info.kroyhouse24@gmail.com