Breaking News

আমাকে চাইলেও আর কেউ ঠকাতে পারবেনা



জীবনে দু'একবার নিজেকে চেনার জন্য হলেও ঠকে যাওয়াটা খুব জরুরী...
জগতে মানুষ চেনার মত মানুষের খুব অভাব...
কেউ যখন নৃশংসভাবে ঠকিয়ে যাবে এরপর একটু একটু নিজের প্রতি তোমার ধ্যানধারনা বদলাতে থাকবে।

শ্রাবণের আকাশে মেঘ জমলে তুমি ঠিক যেভাবে বুঝতে পারো- বৃষ্টি আসছে; ঠিক তেমনি জীবনে ঠকে যাবার পর তুমি বুঝতে পারবে যে মানুষটি নিজেকে জানাতে এসেছে সে মানুষটি কতটুকু সঠিক।
আবেগের বয়সে ঠকিয়ে যাওয়া মানুষটিকে দু'একবার ধন্যবাদ জানিয়ে এসো গোপনে...
বলে এসো সে তোমাকে শক্ত করতে সাহায্য করেছে;

উত্তাপ নদীতে একবার নৌকায় উঠা যাত্রী কখনো জীবনে দ্বিতীয়বার নৌকায় উঠেনা।
স্রোত আর ঢেউয়ের দাপট তার জানা হয়ে যায়।
ভুল মানুষ চলে যাবার পর তোমার ঝাপসা চোখ পরিষ্কার হয়ে যাবে...
চোখের ভাষা পড়ে বুঝতে পারবে মানুষটি ঠকিয়ে যেতে এসেছে।
মহা প্রলয়ে ডুবে গিয়ে ফিরে আসা মাঝিটার আর ডুবে যাবার ভয় থাকেনা...
জীবনে দু'একবার ঠকে যাবার পর নিজেকে নতুন করে যখন আবিষ্কার করবে-
তখন দেখবে কষ্ট চাষের জমিতে পঙ্গপালের হানা পড়েছে...
নিজেকে চিনতে পারা মানুষকে কেউ দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার ঠকিয়ে যেতে পারেনা।
বরং সর্বশক্তি সঞ্চয় করে এগিয়ে যায়...
ঠকে গিয়ে নিজেকে নিঁখোজ না করে ফিরে এসে জানিয়ে দাও-
আমাকে চাইলেও আর কেউ ঠকাতে পারবেনা।

No comments

info.kroyhouse24@gmail.com