আমার খুব কথা কইতে ইচ্ছে হয়
অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ
আলোর মতন অকপট ও অপার মানুষ
বৃক্ষের মতন শান্ত , সহজ ও স্থির মানুষ
নদীর মতন জলজ ও গভীর মানুষ।
আমি তাই পথের সঙ্গে কথা কই-
নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে পুষে রাখে মমতায়।
অভিযোগ নেই, অনুযোগ নেই- সর্বংসহা মায়ের মতন।
কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে, নদী ও বৃক্ষের সঙ্গে।
একটা জনমজুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ।
আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংগোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ, আলো ও অন্ধকার, পথ ও আকাশ। আমরা সেই একাকী পথে হেঁটে যেতে যেতে কথা কই। আমাদের সঙ্গী হয় এইসব একাকীত্ব।
কারণ, আমাদের কথা কইবার মানুষ মেলে না,
জগতে কথা কইবার মানুষের খুব অভাব।
No comments
info.kroyhouse24@gmail.com