Breaking News

কঠিন রােগ থেকে মুক্তির দু’আ



কঠিন রােগ থেকে মুক্তির দু’আ

ربي اني مسني الضر وأنت أرحم الرحمين .

উচ্চারণ : রব্বি আন্নী মাসসানিইয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রহিমীন।
:
অর্থ : হে আমার রব! আমি রােগগ্রস্ত হয়ে পড়েছি, আর তুমিই সর্বশ্রেষ্ঠ দয়াবান (দয়া করে আমাকে আরােগ্য দান কর)। (সূরা আম্বিয়া : ৮৩)
.

রােগ মুক্তির জন্য দু’আ বা আয়াতে শেফা

ويشف صدور قوم مؤمنین .

উচ্চারণ : ওয়া ইয়াশফি সুদূরা ক্বওমিম মু’মিনীন।
অর্থ : আল্লাহ তা’আলা মু’মিনদের অন্তরকে রােগমুক্ত করেন।  (সূরা তাওবা : ১৪)
:

وشفاء لما في الصدور. وهدى ورحمة للمؤمنين –

উচ্চারণ : ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রহমাতুল লিলমু’মিনীন।
অর্থ : এবং অন্তরের রােগসমূহের প্রতিষেধক মু’মিনদের জন্য। (সূরা ইউনুস : ৫৭)

ونزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين –

উচ্চারণ : ওয়া নুনাযিলু মিনাল কুরআ-নি মা-হুওয়া শিফাউও ওয়া রহমাতুল লিলমু’মিনীন।
অর্থ : কুরআনে আমি এমন বিষয় নাযিল করেছি যা মু’মিনদের জন্য রােগমুক্তি ও রহমত।
(সূরা বনী ইসরাঈল : ৮২)
..

واذا مرضت فهو يشفين .

উচ্চারণ : ওয়া ইযা মারিদ্বতু ফাহুয়া ইয়াশফীনি ।
অর্থ : যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে আরােগ্য করেন। (সূরা শু’আরা : ৮০)
এই আয়াতসমূহ কুরআনের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত। যার ভেতরে শেফা শব্দটি রয়েছে। যার কারণে উক্ত আয়াতগুলােকে আয়াত-এ শেফা বলা হয়। রােগ নিরাময়ের জন্য এই আয়াতসমূহ ফলপ্রসূ ।
.

চোখের জ্যোতি বৃদ্ধির দু’আ

نگفتا عنك غطاءك فبصرك اليوم حديد .

উচ্চারণ : ফাকাশাফনা আনকা গিতা-আকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ।
অর্থ : এখন আমি তােমার সম্মুখ হতে পর্দা উন্মোচন করেছি; আজ তােমার দৃষ্টি প্রখর । (সূরা কাফ : ২২)
.

মাথা ব্যথা দূর করার জন্য দু’আ

:

لا يدعون عنها ولا ينزفون .

উচ্চারণ : লা ইয়ুসাদ্দা ‘উনা আনহা ওয়া লা ইয়ুনযিফুন ।
অর্থ : সেই পানীয় পানে তাদের পীড়া হবে না, জ্ঞান হারাও হবে না। (সূরা ওয়াকিয়াহ : ১৯)
..

বিপদ মুক্তির জন্য দু’আ

لا اله الا انت سبحن انی کنت من الظلمين .

উচ্চারণ : ‘লা ইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায য-লিমীন।’
অর্থ : তুমি ব্যতীত কোন ইলাহ (সাহায্যকারী) নেই: তুমি পবিত্র! আমিতাে সীমালঙ্ঘনকারী। (সূরা আম্বিয়া : ৮৭)
.

فاستجبنا له ونجينه من الغم وكذلك ننجي المؤمنین .

উচ্চারণ: ফাসতাযাবনা লাহু ওয়া নাজজাইনা-হু মিনাল গমমি; ওয়া কাযা-লিকা নুনজিল মু’মিনীন।
অর্থ: তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে এবং এইভাবেই আমি মু’মিনদের উদ্ধার করি।
(সূরা আম্বিয়া : ৮৮)

رب انی مغلوب فانتصر .

.
উচ্চারণ : রব্বি আন্নী মাগলুবুন ফানতাসির।
অর্থ : প্রভু! আমিতাে অসহায় অতএব তুমি প্রতিবিধান কর। (সূরা কামর : ১০)
.

انا لله وانا اليه رجعون

উচ্চারণ : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।
অর্থ : নিশ্চয় আমরা আল্লাহ তা’আলার জন্য এবং তাঁরই দিকে আমরা প্রত্যাবর্তন করব। (সূরা বাকারা : ১৫৬)
.

অনুগত সন্তানের জন্য দু’আ

رب هب لي من لدن ريه طيبة ع انك سميع الدعاء

উচ্চারণ : রব্বি হাবলি মিল লাদুনকা যুররিইয়াতান ত্বাইয়িবাতান, ইন্নাকা সামীউদ দু’আ-ই।
অর্থ : হে প্রভু! আমাকে তুমি তােমার নিকট হতে সত্বংশধর দান কর । নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী ।
(সূরা আলে ইমরান : ৩৮)
.

সন্তান সংশােধনের জন্য দু’আ

رب اصلح لى في رتی چ إني تبت اليك واني من المسلمين.

উচ্চারণ : রব্বি আসলিহ লী ফী-যুররিয়্যাতি; ইন্নী তুতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন।
অর্থ : হে প্রভু! আমার জন্য আমার সন্তানদের সৎকর্মপরায়ণ করে দিন; আমি অবশ্যই আপনার নিকট তওবা করছি এবং নিশ্চয়ই আমি অনুগত বান্দাদের একজন। (সূরা আহকাফ : ১৫)

No comments

info.kroyhouse24@gmail.com