Breaking News

পরকালের আযাব থেকে মুক্তির দু'আ



পরকালের আযাব থেকে মুক্তির দু’আ

ربنا انا أمنا فاغفرلنا وبنا وقنا عذاب الثار .

.
উচ্চারণ : রাব্বানা ইন্নানা আ-মান্না ফাগফিরলানা যুনুবানা ওয়া কিনা ‘আযা-বান না-র।
অর্থ : হে প্রভু! তুমি আমাদের পাপ ক্ষমা কর এবং আমাদের আগুনের আযাব থেকে রক্ষা কর ।
(সূরা আলে ইমরান : ১৬)
.

ক্ষমার জন্য দু’আ

.

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سياسا وتوفنا مع الأبرار –

উচ্চারণ : রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির ‘আন্না সাইয়্যি আ-তিনা ওয়া তাওয়াফফান মা*আল আবরার।
অর্থ : হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা কর, আমাদের মন্দ কার্যগুলাে দূরীভূত কর এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দাও।
(সূরা আলে ইমরান : ১৯৩)

رب اغفر وارحم وأنت خير الرحمين .

.
উচ্চারণ : রববিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন ।
অর্থ : হে আমার রব! মাফ কর, রহম কর, তুমি সব দয়াবানের চেয়ে অতি উত্তম দয়াবান।
(সূরা মুমিনুন : ১১৮)

فرانك ربنا واليك المصير .

উচ্চারণ : গুফরা-নাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর।
অর্থ : আমাদের রব! আমরা তােমার কাছে ক্ষমা চাই। আমাদেরকে তােমার দিকেই ফিরে যেতে হবে।
(সূরা বাকারা : ২৮৫)

মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা

ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب .

 

উচ্চারণ : রাব্বানাগ ফিরলী ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিলমু’মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
অর্থ : হে আমার প্রতিপালক! যেই দিন হিসাব অনুষ্ঠিত হবে সেই দিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মু’মিনগণকে ক্ষমা কর। (সূরা ইবরাহীম : ৪১)

No comments

info.kroyhouse24@gmail.com