Breaking News

দু' আ কবুল হওয়ার শর্ত



১। হারাম খাদ্য ও পােশাক থেকে নিজেকে বিরত রাখা।
১। হারাম উপার্জন থেকে বিরত থাকা।
৩। সুর করে দু’আ পাঠ থেকে বিরত থাকা।
৪। ছন্দবদ্ধ দু’আ থেকে বিরত থাকা।
৫। অন্তর থেকে দু’আ পাঠ করা।
৬। দু’আর ফলাফল লাভের জন্য তাড়াহুড়া না করা।
৭। সুখ-দুখ সর্ব অবস্থায় দু’আ করা।
.

যাদের দু’আ আল্লাহ কবুল করেন

১। গৃহহীন ও অসহায় মানুষের দু’আ।
২। সন্তানের জন্য বাবা-মায়ের দু’আ ।
৩। শিক্ষকের দুআ।
৪। বৃদ্ধদের দু’আ ।
৫। অসুস্থ ব্যক্তির দু’আ ।
৬। মুসাফির বা ভ্রমণকারীর দু’আ।
৭। একজনের অনুপস্থিতিতে অপরের দু’আ।
৮। রােযাদারের দু’আ।
৯। একজন হাজীর বাড়ি ফেরার পূর্ব পর্যন্ত দু’আ।
১০। অত্যাচারীর বিরুদ্ধে নির্যাতিত ব্যক্তির দুআ ।
১১। ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কের দু’আ।

No comments

info.kroyhouse24@gmail.com