আড়ং রাজশাহী শাখা


নামিদামি ব্র্যান্ডের পোষাক প্রস্তুতকারর ও বিক্রয় প্রতিষ্ঠান আড়ং এখন আপনার শহর রাজশাহীতে। আপনি আড়ং, টগা ম্যান এর সকল কালেকশন পাবেন আপন প্রিয় শহর রাজশাহীতেই। আগে যা ঢাকা থেকে ক্রয় করতে হতো কিন্তু তা আপনার হাতের নাগালেই।

আড়ং সম্পর্কে কিছু জিজ্ঞাসা?

০১। আড়ং এর অফিসের ঠিকানা রাজশাহী কোথায়?

৯০২,কুমারপাড়া মোর, রাজশাহী।

০২। আড়ং এর কি সকল কালেকশন এখানে পাওয়া যায়?

হ্যাঁ আড়ং এর সকল শাখার মত এই বিভাগীয় শাখায় সব কিছুই পাওয়া যায়।

০৩। আড়ং এর শোরুম / শাখার  মোবাইল নাম্বার কত?

আড়ং রাজশাহী  +880-2-588856503 & 588856504

০৪। আড়ং এর শোরুম কয়টা থেকে খোলা হয়?

শপিং এর সময় সকাল ১০টা থেকে রাত ০৮ টা পর্যন্ত।

০৫। আড়ং এর শোরুম / শাখা সপ্তাহিক বন্ধ কি বার?

আড়ং এর শোরুম/ শাখা কোন বন্ধ থাকে না। সব সময় খোলা থাকে।

০৬। আড়ং রাজশাহী শাখায় কিভাবে যাওয়া যায়?

রাজশাহী শহরের তালাইমারি , ভদ্রা, রেলস্টেশন , ঢাকা বাসস্ট্যান্ড , জিরো পয়েন্ট, কোর্ট , মেডিকেল ও লক্ষিপুর থেকে যে কোন অটোতে উঠলে আপনার ৫ – থেকে ১৫ টাক ভাড়া লাগবে এবং রিক্সায় উঠলে ২০ থেকে ৫০ টাকা ভাড়া লাগতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url