নেশাগ্রস্ত ভালোবাসা । পর্ব -০২
আপনি আমার সাথে এভাবে গলা উঁচিয়ে কথা বলবেন না মিশকা (মিম)।” মিম ইমান কে ধাক্কা মে’রে দূরে সরিয়ে দিয়ে বললো,
– “আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ইমান…! আমি আপনার প্রেমিকা না,আপনি আমার গায়ে হাত দিয়ে কোন সাহসে কথা বললেন?
আমি এতো টাও সস্তা না,কি মনে করেন কি আপনি নিজেকে?
সবাই কি আপনার কেনা? মদখোর মাতাল যেন কোথাকার আশ্চর্য লোক একটা…!” ইমান মিম কে ঝাড়ি মেরে বললো,
.
– “আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? বলুন…! আপনার কি সমস্যা?” মিম চুপচাপ গিয়ে রিকশায় উঠে পরলো,ইমান কে তাচ্ছিল্য করে বললো,
– “আপনার সাথে এই মুহূর্তে তর্কে জড়াতে আমার একটুও ভালো লাগছে নাহ…!” ইমান অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে রইলো,আশকারা ওদের দু’জন কে খুঁজতে খুঁজতে এসে ইমান কে জিজ্ঞেস করলো,
– “আচ্ছা…! কোথায় চলে গেলো ওই মেয়ে টা?” ইমান রাগে গজগজ করতে করতে বললো,
– “অদ্ভুত মেয়ে ওয়াইন আর মদের মধ্যে পার্থক্য বোঝে না৷।
যাগগে,জঞ্জাল নিজে থেকে বিদায় হয়েছে আশু।।
আমি আর কোনো ঝামেলা চাই না।” আশকারা বললো,
– “তবুও বেবি,ওই মেয়ে টার কিছু হয়ে গেলে আমাদের আঙ্কেলের কাছে জবাবদিহি করতে হবে তাই না?
আর তাছাড়া আমি যতটুকু বুঝেছি আঙ্কেল আমাকে একটু ও পছন্দ করে না,তাই আমাকে কথা শোনাতে তিনি একটুও দ্বিধাবোধ করবেন নাহ…!” তখন হঠাৎ ইমানের বর্ডিগার্ড আজহার এসে ইমান কে বললো,
– “স্যার…! উনি বাসায় পৌঁছে গেছে আপনাকে ওনার কথা ভেবে দুশ্চিন্তা করতে হবে না।” তবুও ইমান আশকারা কে বাসায় পৌঁছে দিয়ে এসে বাসায় ফিরে এলো,
মিম কে হঠাৎ এতো চিন্তিত দেখে ইমানের কিছু হলেও ঘুরে গেলো মাথাটা…।। ইমান তবুও সব চিন্তা সাইডে ফেলে রেখে আজহার কে ডেকে জিজ্ঞেস করলো,
– “তুমি কি খুঁজে পেয়েছ বাবার ভাড়া করা সেই এজেন্টের অ্যাড্রেস টা…?” আজহার একটু চিন্তিত হয়ে বললো,
– “না স্যার…! আদৌও কি এমন কোনো এজেন্ট আছে? আমি সেটাই বুঝতে পারছিনা।।” ইমান একটু চমকে গেলো,পরক্ষণে বললো,
– “আচ্ছা এখন যাও এতো ভেবো না।” মিশি কে বারান্দায় পায়চারি করতে দেখে ইমান এগিয়ে এসে বললো,
– “মিসস জঞ্জাল,আপনি কিন্তু কাজ টা একদম ভালো করলেন না।” মিশি কিছু কাগজপত্র ঘাটাঘাটি করতে করতে বললো,
.
– “আপনি যে স-জ্ঞানে আমার সাথে কথা বলছেন,আমার সেটাই আজ বিশ্বাস হচ্ছে না।” ইমান হঠাৎ এগিয়ে এসে মিশিকে ওয়ালের সাথে চেপে ধরে বললো,
– “শুনন…! আমি কিন্তু মাতাল না আর আপনি কোন যুগে বাস করছেন যে ওয়াইন আর মদের মধ্যে কোনো পার্থক্য বোঝেন না?” মিম হাসতে হাসতে বললো,
– “Sorry to say,but…! এসব আমার জন্য না।” ইমান হঠাৎ মিম কে জোর করে ওয়াইন খাইয়ে দিলো,মিম রাগ সামলাতে না পেরে ইমান কে চড় মেরে বললো,
– “অসভ্য-ইতর লোক একটা বললাম না এসব আমার জন্য না? নামাজ রোজার কোনো বালাই নেই সারাদিন শুধু গা ঢলাঢলি করে বেড়াবে ওয়ার্থলেস লোক একটা।
এই শুনুন,আপনি কি জানেন আজ থেকে চল্লিশ দিন পর্যন্ত আমার কোনো ইবাদাত কবুল হবে না।” ইমান রক্তিম চোখে তাকিয়ে রইলো,দাঁতে দাঁত চেপে মিম কে বললো,
– “ফলের রস ছিলো এটা…।” মিম ইমানের মুখের ওপরে ঘরের দরজা লাগিয়ে দিলো,প্রচণ্ড রাগে ক্ষোভে চেঁচিয়ে বলে উঠলো,
.
– “অসভ্য লোক একটা।” ইমান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে এলো,আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে পাঁচ পাঁচটি আঙুলের ছাপ দেখে বললো,
– “আমি তো আপনাকে এমনি এমনি ছেড়ে দেবো না…!
আমার এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো,আমি আপনাকে এতো সহজে বাঁচতে দেবো না আমার গায়ে হাত তোলা? আমাকে আঘাত করা তাই না?”
সকালে মিম ঘুম থেকে উঠে নিচে এসে দেখে ইমান ওর বন্ধুদের সাথে বসে গল্প করছে,রাতে বার্বিকিউ পার্টির প্ল্যান করছে সবাই মিলে এক সাথে আর তখন রেনু এসে মিমের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন,
– “মা তুমি আজ কেন আমাদের সাথে রোজা রাখলে না?” মিম মেকি হাসি দিয়ে দ্রুত প্রস্থান করলো,ইমান মুচকি হেসে বললো,
.
– “মা আজ ওনার শরীর টা ভালো না…।” রিজওয়ান সাহেব ছেলেকে বললেন,
– “সেটা তুমি আমাদের আগে বলবে না?” ইমান ঝামেলা এড়াতে কান ধরে বললো,
– “I’m extremely sorry,actually…! মনে ছিল না আর তাছাড়া বাবা ওনার খেয়াল রাখা নিশ্চয়ই আমার দায়-দায়িত্ব না।” রিজওয়ান সাহেব ছেলের কথায় একটু বিরক্ত প্রকাশ করে বললেন,
– “অবশ্যই তোমার দায়িত্ব,
.
মিশকা এখন আমাদের পরিবারের একজন তুমি সেটা কেন বুঝতে পারছনা?
শোনো ইমান,একটা কথা আজ তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি।।
মিশকা এখানে আছে ঠিকই কিন্তু নিজের জন্য নাহ…!” ইমান নিজের ঘরে যেতে যেতে বললো,
– “বুঝিনি যখন,তখন বুঝতে ও চাই না…!”
মিম রেডি হয়ে নিচে চলে এলো রিজওয়ান সাহেব কে বললো,
– “আঙ্কেল আমি একটু কলেজ থেকে ঘুরে আসছি,আপনি তো জানেন সামনে আমার অর্নাস থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা…।” তখন মিমের কাছে ফোন এলো,অপর পাশ থেকে জামান সাহেব বললেন,
– “কাগজ গুলো খুঁজে পাওয়া গেছে ম্যাম…! আপনাকে কষ্ট করে আর অফিসে আসতে হবে না।।” মিম মুচকি হেসে বললো,
– “পেপার’স গুলোর হার্ড কপি আমাকে মেইল করুণ আর হ্যাঁ প্লিজ আমার এই নম্বরের আর কখনো ফোন কিংবা কল কোনো টাই করবেন নাহ…!”
.
চলবে,,,
No comments
info.kroyhouse24@gmail.com