২য়-৩য় ঘটনা-উসমান ইবনে আফফান রাঃ এর শারীরিক গঠন ও পরিবার
শারীরিক গঠন
উসমান রা. দেখতে মধ্যম আকৃতির ছিলেন। বেশি লম্বা ছিলেন না আবার খাটোও ছিলেন না।
তাঁর দেহাবয়ব ছিল সুন্দর। উজ্জ্বল গৌরবর্ণের ত্বক। প্রশস্ত বক্ষ। সুবিন্যস্ত ঘন দীর্ঘ দাড়ি।
মাথায় ঘন চুল এবং তিনি দাড়িতে বাসন্তি রঙয়ের খেজাব লাগাতেন।
ইমাম জুহরি বলেন, উসমান রা. স্বাভাবিক উচ্চতার অধিকারী, আকর্ষণীয় চুল
ও চেহারার অধিকারী। মাথার সামনের চুল পড়ে গিয়েছিল। উভয় পায়ের
মাঝে সুন্দর দূরত্ব ছিল। উন্নত নাসিকা, প্রশস্ত বক্ষ এবং পশমে আবৃত ছিল
দীর্ঘ বাহু। দাত অত্যন্ত চমৎকার। রক্তবর্ণ ওষ্ঠাধর ছিল বেশি চিত্তাকর্ষক। কান
পর্যন্ত কেশরাশি এবং মনােলােভা চেহারা। তিনি ছিলেন ফর্সা।
পরিবার
উসমান রা. মোট আটটি বিয়ে করেছিলেন। আর সবগুলাে বিয়েই ইসলাম গ্রহণের পরে সংঘটিত হয়েছিল।
• রুকাইয়া বিনতে রাসুলিল্লাহ। এ ঘরে তার ছেলে আবদুল্লাহ ইবনে উসমান-এর জন্ম হয়।
• উম্মে কুলসুম বিনতে রাসুলিল্লাহ। রুকাইয়া রা.-এর ইনতেকালের পর তিনি তাকে বিয়ে করেন।
• ফাখিতা বিনতে গাজওয়ান। তিনি ছিলেন গভর্নর উতবা ইবনে গাজওয়ানের বােন ।
তার গর্ভে আবদুল্লাহ আসগারের জন্ম হয়।
• উম্মে আমর বিনতে জুনদুব আজদিয়া। তাঁর গর্ভে আমির, খালিদ, আবান, উমর ও মারইয়াম জন্মগ্রহণ করেন।
• ফাতিমা বিনতে ওয়ালিদ ইবনে আবদে শামস ইবনে মুগিরা মাখজুমিয়া।
তাঁর গর্ভে ওয়ালিদ, সাইদ উম্মে সাআদ জন্মগ্রহণ করেন।
• উম্মুল বানিন বিনতে উয়াইনা ইবনে হাসান ফিজারিয়া। তার গর্ভে আবদুল মালিক জন্মগ্রহণ করেন।
• রামলা বিনতে শাইবা ইবনে রাবিয়া উমাইয়্যা। তার গর্ভে আয়েশা, উম্মে আবান এবং উম্মে আমর জন্মগ্রহণ করেন। রামলা মুসলমান হয়েছিলেন এবং রাসুলুল্লাহ সা.-এর নিকট বায়আত গ্রহণ করেন।
• নায়লা বিনতে ফারফিসা কালবিয়া। তিনি ছিলেন একজন খ্রিষ্টান মহিলা। কিন্তু বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একজন ভালাে মুসলমান প্রমাণিত হন।
.
রেফারেন্স
১. সুনানে বায়হাকি । ৭/৭৩।
২. তারিখে তাবারি । ৫/8E০।
৩. সিফাতুস সাফওয়াহি : ১/২৯৫।
No comments
info.kroyhouse24@gmail.com