Breaking News

জান্নাত লাভের পাঁচটি আমল


১. সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দুআ পড়ে নেবে আর সে ভাের হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে। (বুখারী ৬৩০৬]

২. কালিমা শাহাদাত। ওজুর পরে যে বলবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। [ মুসলিম ৪৪১]

৩. আযানের জবাব। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এর অনুরূপ বলবে (আযানের জবাব দিবে), সে জান্নাতে প্রবেশ করবে। নাসায়ী ৬৭৪]

৪. আয়াতুল কুরসী। যে ব্যক্তি প্রতি সলাত শেষে আয়াতুল কুরসী পড়বে তাকে মৃত্যু ব্যতীত আর কোন বিষয় জান্নাতে প্রবেশে বাধা দিতে পারে না। [আবুল ঈমান ২৩৯৫]

৫. চল্লিশ রাত জামাআতে এশার নামাজ। যে ব্যাক্তি মসজিদে এসে জামাআতের সাথে চল্লিশ রাত তাকবীরে উলাসহ ইশার সালাত পড়বে, তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৭৯৮]

No comments

info.kroyhouse24@gmail.com