গল্প: গোয়েন্দা গিরি । পর্ব-০২
শাহরিয়ার, রহস্য রহস্য রহস্য আমি এর রহস্য
বের করেই ছাড়বো।
তৈরি হয়ে নে।
জাকির, কেনো
শাহরিয়ার, আজ রাতে আমরা সেই ভুতুরে বাড়িতে
যাবো । সেখানে আসলেই কি ভুত আছে না
অন্য কিছু সেখানে গেলেই বুঝতে পারবো।
জাকির, আমি এখন পর্যন্ত বিয়াই করি নাই আমি
মরতে চাইনা।
শাহরিয়ার, তুই আসলেই একটা ভিতু ।
জাকির, …………………
শাহরিয়ার, তুই আমার সাথে যাবি নাকি যাবিনা
জাকির, তোর গোয়েন্দা গিরির চক্করে না যানি
আমিই ……..থাক আর কইলামনা( মনে মনে)
শাহরিয়ার, কি হলো কথা বলছিস না কানো
ঠিক আছে তোর যাওয়া লাগবেনা আমি রাতে
একাই সেই বাড়িতে যাবো।( রাগি গলায়)
জাকির, আরে বন্ধু রাগিস কেনো ।আমি কখন
বললাম যাবোনা।
শাহরিয়ার,……………..……………
,,,,,,,,,,,,, রাত প্রায় ১২টা শাহরিয়ার আর জাকির
এখন শহরের শেষ প্রান্তে জঙ্গলের মাঝখানে সেই
পুরনো বাড়িটার সামনে।
শাহরিয়ার, চল ভিতরে যাওয়া যাক
জাকির, হু
শাহরিয়ার, আরেকটা কথা
জাকির , কি
শাহরিয়ার, ভিতরে যাই দেখিসনা কেনো ভয়
পাবিনা। ঠিক আছে।
জাকির, হুম
শাহরিয়ার, তারপর আমরা বাড়িটির দড়জার
সামনে গিয়ে দেখি তালা খোলা
জাকির, কিরে তালা খোলা কেনো।
.
শাহরিয়ার, ভিতরে গেলেই বুঝতে পারবো।
,,,,,,,,,তারপর শাহরিয়ার আর জাকির বাড়িটির
ভিতরে যাওয়ার সাথে সাথে দড়জা বন্ধ হয়ে যায়
বাড়ির ভিতরের চারি দিকে অন্ধকার।শাহরিয়ার
আর জাকির দুজন দুজনের হাত শক্ত করে
ধরে আছে হঠাৎ বাড়ির সব লাইট চালু হয়ে যায় যা
দেখে শাহরিয়ার আর জাকির ভয় পেয়ে যায়……
জাকির, লাইট কি করে নিজে নিজে চালু হলো
শাহরিয়ার, আমার মাথায় তো কিছুই ডুকছেনা
জাকির, বাহির থেকে বাড়িটা ভাঙ্গাচুরা আর
ভয়ঙ্কর দেখালেও বাড়ির ভিতরটা মোটা মোটি সুন্দরি।
শাহরিয়ার, হঠাৎ বাড়ির সব লাইট নিভে গেলো
আর কিছুক্ষন পর আবার নিজে নিজে জ্বলে
উঠলো।কিন্তু জাকির কোথায় আমার পাশেই তো
ছিলো। তারপর আসেপাশে ভালো করে চেয়ে দেখি
জাকির কোথাও নেই।হঠাৎ আবার লাইট বন্ধ
হয়ে যায়। এবার নিশ্চয় জাকিরের মতো আমিও
উদাও হয়ে যেতে পারি তাই অন্ধকারের মধ্যেই
বাড়ির কোনো এক কিছুর নিচে লুকিয়ে পরি
হাত দিয়ে ধরে যত দুর বুঝতে পারলাম আমি
একটা টেবিলের নিচে লুকিয়েছি।
,,,,,,,হঠাৎ কোথা থেকে যেনো একটা গান বাজতে
লাগলো”””” কে আছো এই নিশিদ্ধ বাড়িতে গুন গুন
গুন গুন আহা হা হা হা হা মরিবে তোমরা সবাই””””””””””””””
যা শুনে শাহরিয়ারের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়।
হঠাৎ পিছন থেকে কে যেনো শিতল হাত
দিয়ে শাহরিয়ারের
কাদে স্পর্ষ করে মেয়েলি কন্ঠে ফিসফিস করে বলতে লাগলো
এখানে এসে খুব বড় ভুল করেছো
শাহরিয়ার, আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নাই
তাই আবার সামনে তাকালাম।কিন্তু একটু পর
আবার আমার কাদে শিতল কিছু অনুভব করি
তারপর আবার পিছনে তাকিয়ে দেখি কেউ
নেই । তারপর সামনে তাকিয়ে দেখি একজন
সাদা কাপর পরা মহিলা আমার সামনে বসে
.
আছে । এবং তার চুল দিয়ে মুখটা ডাকা ছিলো
যা দেখে আমি জোড়ে চিৎকার দিয়ে সেখান
থেকে অন্ধকারের মধ্যেই দৌড়ে কোনোমতে উপরে
যাওয়ার সিরির কাছে পৌছে তারাতারি করে সিরি
বেয়ে আমি উপরে উঠে দেখলাম জাকির চিৎকার
করতে করতে সিরি বেয়ে নিচে নেমে গেলো।
হঠাৎ আমার কাদে শিতল হাতের স্পর্ষ অনুভব
করলাম। এভার আর বুঝতে বাকি রইলো না
যে আমার পিছনে ওই ভুত মেয়েটা দাড়িয়ে আছে
আমি ভয়ে কাপতে লাগলাম।তরপর কোনো
কিছু না ভেবেই চিৎকার করতে করতে দিলাম দৌড়
দৌড়ে দৌড়ে আবার সিরি বেয়ে নিচে নামতে
লাগলাম ।আর জাকির আমার পাশ দিয়েই নিচ থেকে চিৎকার
করতে করতে সিরি বেয়ে উপরে চলে গেলো ।
মনে হচ্ছে জাকিরো আমার মতো কোনো কিছু
দেখে ভয় পেয়েছে।
হঠাৎ পিছন থেকে মেয়েলি কন্ঠে হাসির আওয়াজ
শুনতে পেলাম। কোনো কিছু না ভেবেই আমি
আবার চিৎকার করতে করতে দৌড়ে সিরি বেয়ে
উপরে উঠতে লাগলাম। আর জাকির চিৎকার
করতে করতে সিরি বেয়ে আমার পাশ দিয়ে নিচে
নেমে গেলো। কি হচ্ছেটা কি । আমার মাথায়
.
কিছুই ডুকছে না। তারপর আমি সিরি বেয়ে উপরে
উঠে কোনো এক রুমের ভিতরে ডুকে পড়লাম
রুমের মধ্যে আরো বেশি অন্ধকার তাই কিছুই
দেখা যাচ্ছেনা। তাই আমি নিজের সঙ্গে করে
আনা টর্চ লাইটটা চালু করলাম আর সামনে
একটা আলমারি দেখতে পেলাম। আমি
আলমারি খুলে দেখলাম অনেক গুলো বন্দুক ও
বিভিন্ন অস্ত্র দেখতে পেলাম।হঠাৎ কে যেনো
এই রুমের দিকে আসছে দেখে। তারাতারি আমি
খাটের নিচে লুকিয়ে পরে টর্চ লাইটটা বন্ধ করে
দিই। কিছুক্ষন পর রুমের দড়জা খুলে কে যেনো
ভিতরে প্রবেশ করলো। অন্ধকারে কিছুই
দেখা যাচ্ছিলোনা।
,,,হঠাৎ রুমের লাইট জ্বলে ওঠে । লাইটের পাওয়ার
খুবই কম ছিলো ।খাটের নিচ থেকে লুকিয়ে
লুকিয়ে শাহরিয়ার দেখতে পেলো সাদা শাড়ি পড়া এবং চুল
দিয়ে ডাকা তার মুখ একটা মেয়েকে এবং
মেয়েটি একটা বড়
ছুড়ি নিয়ে দাড়িয়ে আছে আর খুব মধুর কন্ঠে
বলতে লাগলো…….
.
শাহ শাহরিয়ার কোথায় তুমি সামনে আসো
সোনা। আর লুকোচুরি ভালো লাগছে না তোমার
সাথে একটু খেলবো।বেরিয়ে আসো………….
শাহরিয়ার, তুই যদি ভুত না হতি তাহলে তোর
সাথে কাবাডি হাডুডু ফুটবল সবি খেলতাম।
আমার আর খাইয়া দাইয়া কাম নাই তো তোর
সামনে যাবো আর আমারে সোজা একদম
উপরে পাঠিয়ে দিবি। কি কারনে যে এই বাড়িতে
আসতে গেলাম।না যানি জাকির এখন কি
অবস্থায় আছে ।( মনে মনে)
,,,,,,,,কিছুক্ষন দাড়িয়ে থাকার পর সাদা শাড়ি পড়া
মেয়েটা রুম থেকে চলে যাওয়ার সাথে সাথে
রুমের লাইট বন্ধ হয়ে যায় আবারো অন্ধকার
হয়ে যায় রুমটা কিছুক্ষন পর
শাহরিয়ার খাটের নিচ থেকে বের হয়।
শাহরিয়ার ,যাক বেচে গেলাম। যানিনা কি হতে চলেছে।
এই বাড়ি থেকে বেচে ফিরতে পারবো কিনা যানিনা
.
চলবে…
No comments
info.kroyhouse24@gmail.com