কবিতা - কালো মেয়ে
প্রেমিকের কাছে প্রতারিত
আত্মীয়দের গঞ্জনায় জর্জরিত
বিধ্বস্ত সে প্রতিক্ষণ
শ্বেতবর্ণের পূজারী এ সমাজে
খুব কম তার প্রয়োজন।
কবির ভাষায় সে কৃষ্ণকলি
পাড়ার বখাটে ছোকরার
নজরে সে চম্পাকলি।
প্রেমিকের কথায় সে কাজল নয়না
সখীদের মতে সে বেজায় কালো
সৌন্দর্য চোখেই পড়েনা।
মুখশ্রী সুন্দর টিকালো নাক
যতই পড়ুক দামি পোশাক
পাড়াপড়শির সে যে
সমালোচনার খোরাক।
আবদার তো তার ও অনেক
কিন্তু মেটাবে কে?
সে যে কালো মেয়ে।
পিতামাতার চিন্তার কারণ সে
পরিবারের বাকি সদস্যদের
কাছে সে উটকো ঝামেলা ,
বিয়ের জন্য পাত্র যে মেলেনা।
ঘুচল না তার সেই বদনাম
মেয়ে যে বড্ড কালো ,
নেই যে তার
শ্বেতবর্ণ রূপের আলো।
ছোট থেকেই শুনেছে সে
হতে হবে ফর্সা মেয়ে
তবেই তো জুটবে
ভালো ঘর ভালো বর।
একদা তার প্রেমিকের কাছে
সেই ছিল সুন্দরী ,
সময়ের সাথে একঘেয়ে
হয়েছে আজ সম্পর্ক
পুরোনো ভালোবাসা নেই
আজ তেমন দরকারি।
বিয়ের জন্য পাত্রী চাই
তার ও অবশ্যই ফর্সা ,
মনের মিল আজ আছে
কাল নেই,
নেই যে তার কোনো ভরসা।
গেথে গেছে তার ও মনে
ফর্সা হওয়ার তীব্র ইচ্ছা ,
রূপচর্চায় মগ্ন সে আজ
প্রায় ভুলেই গেছে
নিজের ইচ্ছাঅনিচ্ছা।
যেন তেন প্রকারে
হতেই হবে শ্বেতবর্ণা সুন্দরী ,
নাই বা থাকল অন্য কোনো গুণ
তবুও প্রশংসা পাবে ঝুড়ি ঝুড়ি।
No comments
info.kroyhouse24@gmail.com