Breaking News

ঠাকুরগাঁও জেলা ভ্রমণ গাইড



ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল টাংগন, শুক ও সেনুয়া বিধৌত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে বৃটিশ শাসনমলে বর্তমান পৌরসভা এলাকার কাছাকাছি কোনাে স্থানে একটি থানা স্থাপিত হয়। এই পরিবারের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। ঠাকুর
অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছে। এখানে উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আদিবাসী জনগােষ্ঠীর (সাঁওতাল ও উরাও) মানুষ হাজার হাজার বছর ধরে তাদের ভাষা ও সংস্কৃতিকে ধরে রেখেছে। জেলার নেকমরদ, রাণীশংকৈল এসব স্থানে সুপ্রাচীন সভ্যতার নিদর্শন বিদ্যমান।
চিত্তাকর্ষক স্থান
জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ শিবগঞ্জহাট; বালিয়াডাঙ্গী সূৰ্য্যপূরী
আমগাছ – প্রায় ২০০ বছরের পুরনাে, হরিণ মারি গ্রামে, বালিয়াডাঙ্গী উপজেলা; ফান
সিটি অ্যামিউজমেন্ট পার্ক – পীরগঞ্জ; রাজভিটা – হাটপাড়া, জাবরহাট ইউনিয়ন, পীরগঞ্জ
উপজেলা; রাজা টংকনাথের রাজবাড়ি – রানীশংকৈল উপজেলা; হরিপুর রাজবাড়ি
হরিপুর উপজেলা; জগদল রাজবাড়ি – রানীশংকৈল উপজেলা; প্রাচীন রাজধানীর চিহ্ন
নেকমরদ, রানীশংকৈল উপজেলা; নেকমরদ মাজার – রানীশংকৈল উপজেলা; মহেশপুর
মহাবাড়ি ও বিশবাঁশ মাজার ও মসজিদস্থল রানীশংকৈল উপজেলা; শালবাড়ি
ইমামবাড়া – ভাউলারহাট, ঠাকুরগাঁও সদর উপজেলা; সনগাঁ মসজিদ বালিয়াডাঙ্গী
উপজেলা; ফতেহপুর মসজিদ বালিয়াডাঙ্গী উপজেলা; মেদিনী সাগর মসজিদ – হরিপুর
উপজেলা; গেদুড়া মসজিদ – হরিপুর উপজেলা; গােরক্ষনাথ মন্দির এবং কূপ
রানীশংকৈল উপজেলাঃ হরিণমারী শিব মন্দির – বালিয়াডাঙ্গী উপজেলা; গােবিন্দনগর
মন্দির – ঠাকুরগাঁও শহর; ঢােলরহাট মন্দির ঠাকুরগাঁও শহর; ভেমটিয়া শিবমন্দির –
পীরগঞ্জ পৌরসভা; মালদুয়ার দুর্গ – রানীশংকৈল উপজেলা; গড়গ্রাম দুর্গ – রানীশংকৈল
উপজেলার বাংলা গড় রানীশংকৈল উপজেলা; গড় ভবানীপুর – হরিপুর উপজেলা;
গড়খাড়ি বালিয়াডাঙ্গী উপজেলা; কোরমখান গড় ঠাকুরগাঁও শহর; সাপটি বুরুজ
ঠাকুরগাঁও উপজেলা; দিঘি সমূহ – পুরাে জেলা জুড়ে (গড়েয়াহাট দিঘি, লস্করা দিঘি,
টুপুলী দিঘি, শাসলা ও পেয়ালা দিঘি, ঠাকুর দিঘি, আঠারাে গান্ডি পােখর, আধার দিবি,
হরিণমারী দিঘি, রতন দিঘি, দুওসুও দিঘি, রামরাই দিঘি, খুনিয়া দিঘি, রানীসাগর,
মেদিনীসাগর দিঘি)।
ফানসিটি বিনােদন ও শিশু পার্ক
ফানসিটি মূলত একটি বিনােদনের স্থান। এখানে শিশুদের বিভিন্ন রাইডস, সাম্পান নৌকা, ট্রেন, ব্রিজ, দোলনাসহ আরও বিভিন্ন ধরণের বিনােদনসামগ্রী রয়েছে। পিকনিকের জন্য রয়েছে পূর্ব পার্শ্বে আম-লিচুর বাগান। গাড়ী পার্কের জন্যও রয়েছে বিশাল নিজস্ব এলাকা। প্রতিটি দেওয়ালে রয়েছে বিভিন্ন কবি, সাহিত্যিক ও বৈজ্ঞানিকের ছবি।

No comments

info.kroyhouse24@gmail.com