বিয়ে বাড়িতে প্রেম | পর্ব -০১
বন্ধুর বোনের বিয়েতে দাওয়াত পাইলাম । হাতে টাকা পয়সা তেমন নেই তাই ভাবছিলাম যে বন্ধুর দেয়া দাওয়াত রক্ষা করা সম্ভব হচ্ছে না। হঠাৎ দেখি দুইদিন আগে বাবা আমাকে ডেকে বললো কিরে তোর বন্ধুর বোনের বিয়ে তোকে দাওয়াত দেয় নাই? হ্যা বাবা দাওয়াত দিছে কিন্তু দাওয়াত মনেহয় রক্ষা করতে পারবো না। ক্যানোরে… কি কারন?
আমার হাতে তেমন টাকা নেই দাওয়াত খাওয়ার জন্য । আর তোমার কাছে টাকা চাইতে পারছি না তুমি আমার বাইক কিনে দিয়ে তোমার হাতেও তেমন টাকা নেই । তাই ভাবছি দাওয়াত খাওয়া আর হবে না। বাবা- দুর বোকা আমি কি মরে গেছি তোর বাবা যতদিন বেঁচে আছে তত দিন টাকার চিন্তা করবি না তুই দাওয়াতে যাবি আমি তোকে টাকা দিব।
বাবার কথা শুনে খুশিতে মন বাকুম বাকুম করে নাচতে শুরু করল । বন্ধুকে ফোন করে বললাম বন্ধ কবে থেকে আমার থাকতে হবে বল। কাজ-কাম সব কিছুতেই আমি সহযোগীতা করবো তোর বোন তো আমারও বোন । বন্ধু- তাহলে আজকে ছোটএকটা ঘরোয়া মিটিং আছে তুই আয়
তাহলে আমি বাবাকে বলে রাখছি তুই আমাদের পরিবারের এক জন। ঠিক আছে আমি আসবো।
বন্ধুর বোনের বিয়েতে ডেকোরেটর ও বাজার করা সহ সকল কাজে আমাকে পরিবারের সবার মতই সাথে রেখেছে বন্ধু আর বন্ধুর পরিবার। এভাবে কেটে গেল দুই দিন।
বিয়ের আগেরদিন গাছে হলুদ…
প্রায় সকল কাজ শেষ করে বসে আছি হৃদয় ( বন্ধু ) আমাকে বললো আজ বন্ধু মজা করতে হবে।
সন্ধায় বোনের গয়ে হলুদ নেচে গেয়ে মজা করতে হবে না। ওওও তাাই তো।
সন্ধায় গায়ে হলুদের জন্য সকল মেয়েরাই হলুদ শারি পড়ে হলুদ
প্যান্ডেলে চলে আসছে আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে একে একে প্রবেশ করছে।
হঠাৎ করে হৃদয় একটা হলুদ পাঞ্জাবি হাতে ধরিয়েদিয়ে বলছে আমার রুম থেকে এটা পরে ফ্রেস হয়ে আয়।
আমি বললাম ঠিক আছে হৃদয়। আমি হলুদ পাঞ্জাবি পরে রুম থেকে বের হতেই একটা মেয়ে আমাকে বললো এটা হৃদয়ের রুম না? আমি বললাম হ্যা । হৃদয় ছাদে হলুদ প্যান্ডেলে আছে আমি হৃদয়ের বন্ধ শাওন হৃদয়কে কিছু বলতে হবে।
বলবেন তোর মামাতো বোন আসছে। ইমাজেন্সি নিচে আসতে।
ঠিক আছে বলে আমি ছাদে চলে গেলাম। হৃদয়ের মামাতো বোনটা তো হেব্বি সুন্দরী (মনে মনে)
ছাদে গিয়েহৃদয়কে ডাকলাম তোমর মামাতো আসছে তোকে নিচে ডাকে ইমাজেন্সি ।
ঠিক আছ আমি যাচ্ছি।
হৃদয় নিচ থেকে কিছু সময় পর উছে আসছে ছাদে আর মিস্টি মিস্টি হাসছে কিরে হাসছিস কেন।
এমনি তোরে তো আমার মামাতো বোন খুব পছন্দ করছে।
তাই নাকি শোন হৃদয় রেলগাড়ির চাকায় পাম ধরে না। আমার কোন ভাবেই বিশ্বাস হচ্ছে না।
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com