থার্টি -ফার্স্ট নাইট
বর্ষ বিদায়ের শেষ রজনীকে,
বিদায় শুভেচ্ছা জানাতে,
দুঃখ বেদনার বিষে ভরা স্মৃতি,
জীবনের পাতা থেকে মুছে ফেলে দিতে,
বর্ণিল সাঁজে সেঁজেছে বিশ্ব ,
বান ডেকেছে আনন্দ জোয়ারে ।।
দুই হাজার একুশ, একটি বছর ,
বিদায় ক্ষনিক পরে ।
হিসাব মেলেনা কতটা পেলাম ,
কিবা হারালাম , জীবনের পাতা থেকে ।।
কিশোর কিশোরী , যুবক যুবারা ,
বিছিয়ে দিয়েছে হৃদয়ের শয্যা ।
মাতাল বিশ্ব , হলো একাকার,
থার্টি – ফার্স্ট নাইটের মহোৎসবে ।।
ব্লাক আউট রাত , পাঁচ তারা হোটেলে ,
নগ্ন নৃত্য চলছে , ক্যান্ডেল লাইটে ।
রংগিন গ্লাসে ভরা অমৃত শুধা পানে ,
অবাদ রমণে রাত ভোর হবে ।।
আধুনিক সভ্যতার মহা বিস্ফোরণে ,
ধর্ম কর্ম লজ্জায় লুকিয়েছে ।
চরিত্র লালনে , শত জনে বিহার,
গ্রীনিস রেকর্ড বুকে নাম লিখাতেই হবে ।।
বোকার রাজ্য বসবাস আমার ,
ভাবিতেছি একা আনমনে,
কিবা লিখে রাখি আগামীর তরে ,
থার্টি – ফাষ্ট নাইটের বিদায় প্রহরে ?
একটি কথাই মনে জাগে বার বার ,
কবর ডাকছে মোদের, রোজ শতবার ।
মানব সভ্যতা বিকশিত হোক,
পৃথী থেকে মোর বিদায়ের আগে ।।
মম জীবনের বিদায় ঘন্টা ,
কখন বাজবে তা জানিনা ।
প্রতি মূহুর্তে বিদায়ের শোক বার্তা ,
এসেছিলো, আসছে , আসবে সারা বেলা ।।
দুই হাজার একুশ বিদায় নিলো,
থার্টি-ফাস্ট নাইটের নৃত্যের মূর্ছনায় ।
রেখে গেলো হাজারো আনন্দ মহোৎসব ,
দুঃখ বেদনার লাখো ইতিহাস ।।
No comments
info.kroyhouse24@gmail.com