রংপুর জেলা ভ্রমণ গাইড
রংপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বিভাগীয় শহর। নামকরণের ক্ষেত্রে লােকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর থেকেই কালক্রমে এই নামটি এসেছে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর। ম্যালেরিয়া রােগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে যমপুর বলেও ডাকত। তবে রংপুর
জেলা সুদুর অতীত থেকে আন্দোলন প্রতিরােধের মূল ঘাঁটি ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়।
রংপুরের দর্শনীয় স্থান
কারমাইকেল কলেজ, তাজহাট রাজবাড়ী, ভিন্নজগত, রংপুর চিড়িয়াখানা, পায়রাবন্দ,
ঘাঘট প্রয়াস পার্ক, চিকলির পার্ক।
তাজহাট রাজবাড়ি
বাংলাদেশের রংপুর শহরের অদূরে তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৩ কিলােমিটার দূরে অবস্থিত।
প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে। দুইটি পুকুর। জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশােধ করে প্রবেশ করা যায়। প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ীর জন্যও নির্দিষ্ট ফি দিতে হবে।
যাতায়াত
ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য সবচেয়ে ভালাে পরিবহন হলাে গ্রীন লাইন এবং টি আর ট্রাভেলস। এছাড়া এ রুটে আগমনী পরিবহন, এস আর, শ্যামলী, হানিফ, কেয়া ইত্যাদি পরিবহনের সাধারণ বাস চলাচল করে। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ছাড়ে এসব বাস।
থাকার ব্যবস্থা
রংপুরে ভালাে হােটেলের মধ্যে রয়েছে হােটেল শাহ আমানত (জাহাজ কোম্পানীর মোেড়), হােটেল গােল্ডেন টাওয়ার (জাহাজ কোম্পানীর মােড়), হােটেল দি পার্ক (জাহাজ কোম্পানীর মােড়), হােটেল তিলােত্তমা (থানা রােড), হােটেল বিজয় (জেল রােড), আরডিআরএস (জেল রােড)।
.
রংপুর জেলার কয়েকটি হােটেল
হােটেল নর্থভিউ (দুই তারকা) ৯৭/১ সেন্ট্রাল রােড, রংপুর।
০৫২১-৫৫৪০৫, ০৫২১-৫৫৪০৬, ০১৯১৩৯৯০০৯৯
হােটেল কাসপিয়া : ০৫২১-৫৫৩০০, ৬১১১১, ৬১১১২, ১৯৭৭২
হােটেল শাহ আমানত : জাহাজ কোম্পানী মােড়, ০৫২১-৬৫৬৭৩
হােটেল গোল্ডেন টাওয়ার : জাহাজ কোম্পনী মােড়, ০১৭২০৫৩৬২০৮
হােটেল পার্ক : জি এল রায় রােড, ০১৭১১৪৩৭১০৫
বিজয় আবাসিক হােটেল : ধাপ জেল রােড, ০৫২১-৬৫৮৭১
হােটেল চাদিমা : নবাবগঞ্জ বাজার, ০১৭১৯১১৯৩১০
হােটেল ফ্রেন্ডস : ষ্টেশন রােড, ০১৭১২৭০৪৯৭৩
হােটেল রাজ : আবাসিক বেতপট্টি, ০১৭১৬৩২৪২৫৯
হােটেল সান : মেডিকেল মােড়, ০৫২১-৫১৬১২
হােটেল বনফুল ; নবাবগঞ্জ বাজার, ০৫২১-৬১৩৮৩
হােটেল রজনীগন্ধা : ষ্টেশন রােড, ১১৯৯৩৮১১০৩
হােটেল আল-মদিনা : পৌর বাজার, ১৭১৩৭০১৫৬৮
হােটেল রয়েল : মনসুর ভবন, ষ্টেশন রােড, ০১৭১২৬৬৬০৮৮
হােটেল শাপলা : তালতলা রােড, ০১৮১৯৮৬৭১২০
সান্তনা গেষ্ট হাউজ : পায়রা চত্তর, ০৫২১-৬১৩৫২
হােটেল ডায়মন্ড : ক্যাডেট কলেজ মােড়, ৬৫৬৪৩।
No comments
info.kroyhouse24@gmail.com