সকল বিপদ থেকে মুক্তি দাতা একমাত্র আল্লাহ্
আপনি টেনশন করবেন, দুঃশ্চিন্তা করবেন, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন, কান্নাকাটি করবেন,
কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না; কখনোই না।
আপনি সমস্যার সম্মুখীন হলে আল্লাহর নিকট কান্নাকাটি করবেন, দুয়া করবেন, ফরিয়াদ জানাবেন, আল্লাহর উপর নির্ভর করবেন, আল্লাহর বিধিনিষেধ মেনে চলবেন, দেখবেন চোখের পলকে আপনার সমস্যার সমাধান হবে ইন শা আল্লাহ।
আল্লাহ তা’য়ালা বলেছেন,



রাসূলুল্লাহ ﷺ বলেছেন,


যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন প্রার্থনা করে না, আল্লাহ তার প্রতি রুষ্ট হন। (তিরমিযি:৩৩৭৩)
জীবনে সমস্যা থাকবেই, এটাই দুনিয়ার জীবনের বিধান। কিন্তু তাই বলে আল্লাহ কে ভুলে গিয়ে, আল্লাহর ইবাদাত থেকে দূরে সরে গিয়ে, আপনি কখনোই সফল হতে এবং আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছাতে পারবেন না। তাই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ কে স্মরণ করুন, আল্লাহর বিধান মেনে চলুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর নিকট দু’আ করতে থাকুন।
আল্লাহ আমাদের বোঝার ও আমলকরার তাওফিক দিন।